আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো পত্র/চিঠি লেখার নিয়ম, How To Writer In Letter In Bangla, চিঠি লেখার নিয়ম pdf এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।
পত্র/চিঠি লেখার নিয়ম
কোনো ব্যক্তির কাছে মনের ভাব প্রকাশ করে কোনো বিষয় নিয়ে লেখাকেই পত্র লিখন বলে।
পত্র লেখার ক্ষেত্রে যে বিষয়ে সজাগ থাকতে হবে
ক . পত্রের ভাষা হবে সহজ - সরল ।
খ . কঠিন ভাষারীতি পরিত্যাগ করা উচিত ।
গ . বিষয় অনুযায়ী পত্রের প্রচলিত নিয়ম রীতি মানা দরকার ।
ঘ. হাতের লেখা পরিষ্কার ও স্পষ্ট হওয়া উচিত ।
ঙ. যথাস্থানে নাম , ঠিকানা লিখতে হবে ।
যে সব বিষয় পত্রে অন্তর্ভুক্ত থাকবে
ক . পত্র লেখার স্থান ।
খ . পত্র প্রেরণের তারিখ ।
গ . সম্বোধন ।
ঘ . পত্রের বক্তব্য বিষয় ।
ঙ . পত্র লেখকের নাম ও স্বাক্ষর ।
চ . খামের ওপর প্রাপকের নাম ও ঠিকানা ।
পত্রলেখার সময় নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে—
★পত্রের বক্তব্য সুস্পষ্ট হতে হবে ।
★ সহজ - সরল ও বিষয়ভিত্তিক ভাষায় পত্র লিখতে হবে ।
★পত্রের ভাষা হবে প্রাঞ্জল ও বলিষ্ঠ ।
★পত্র হবে সংক্ষিপ্ত পূর্ণার্থ বা স্বয়ংসম্পূর্ণ ।
★পত্রের প্রকাশভঙ্গি হবে আকর্ষণীয় ৷
★ পত্র লেখার পদ্ধতি মেনে চলতে হবে ।
★ সর্বপ্রকার বাহুল্য বর্জন করতে হবে ।
★ভাষ্য প্রয়োগে শুদ্ধতা থাকতে হবে ।
How To Writer In Letter In Bangla
ব্যক্তিগতপত্র
একান্ত ব্যক্তিগত কিংবা পারিবারিক বিষয়াদি নিয়ে যে পত্র লেখা হয় তাকে ব্যক্তিগত পত্র বলে । বিষয়বস্তু অনুযায়ী এই পত্রের আকার ছোট বড় হতে পারে ।
ব্যক্তিগতপত্রের নিয়ম
১. পত্রের ডানদিকের শীর্ষে পত্র প্রেরণের স্থান ও তারিখ লিখতে হবে ।
২ . পত্রের বা - দিকে একটু নিচুতে প্রাপকের বয়স ও মর্যাদানুযায়ী সম্বোধনসূচক শব্দ যেমন- মান্যবরেষু , স্নেহাস্পদেষু , প্রীতিভাজনেষু , পাক জনাবেষু , কল্যাণীয়াসু , কিংবা প্রাপকের নাম , যথা- প্রিয় কামাল অথবা শুধু কামাল লেখা যেতে পারে ।
৩ . চিঠির গুরুত্ব এবং বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে মূল বক্তব্য লিখতে হবে । এটাই চিঠির গুরুত্বপূর্ণ অংশ ।
৪. চিঠির শেষে পত্র প্রেরকের নাম কিংবা স্বাক্ষর থাকবে । অপরিচিত কিংবা স্বল্প পরিচিত হলে পুরো নাম লেখা বাঞ্ছনীয় । খামের ওপর ডানদিকে প্রাপকের পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে । প্রেরকের নাম ও ঠিকানা থাকবে খামের বাঁ - দিকে।
সংবাদপত্রে প্রকাশের জন্যে পত্র
সংবাদপত্রে চিঠিপত্র কলামে ব্যক্তিগত কিংবা সমষ্টিগত সমস্যা নিয়ে পত্র লেখা যায় । এই চিঠির দায়দায়িত্ব সম্পূর্ণ পত্র লেখকের । এতে পত্রিকা কর্তৃপক্ষকে কোন দায়িত্ব বহন করতে হয় না । চিঠিতে লেখকের নাম ও ঠিকানা উল্লেখ থাকে । পত্র লেখক নাম গোপন রাখতে ইচ্ছুক হলে সম্পাদককে জানাতে হয় । নাম ও ঠিকানাবিহীন চিঠি সাধারণত প্রকাশের রেওয়াজ নেই ।
সংবাদপত্রে প্রকাশের জন্যে পত্রের নিয়ম
১. এ ধরনের পত্রে দুটি অংশ থাকে ।
২. একটি অংশ সম্পাদকের কাছে সংশ্লিষ্ট বিষয়ে প্রকাশের অনুরোধ জানিয়ে লেখা ।
৩. দ্বিতীয় অংশে শিরোনামসহ মূল ঘটনার বিবরণ থাকবে ।
৪. পত্রের ভাষা সহজ - সরল ও সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয় ।
নিচে নমুনা ছক দেখানো হলো আপনাদের সুবিধার জন্য
চিঠি লেখার নিয়ম pdf
নিচে পত্রের নমুনা দেওয়া হলো আপনারা দেখে নিন।
Tag: পত্র/চিঠি লেখার নিয়ম, How To Writer In Letter In Bangla, চিঠি লেখার নিয়ম pdf

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)