আধুনিক কম্পিউটার সিস্টেমের সংগঠন ব্যাখ্যাকরণ | এইচএসসি (বিএম) একাদশ শ্রেণির এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ (১৫তম সপ্তাহ) এসাইনমেন্ট -১০ (১ম পত্র) | ২০২১ সালের এইচএসসি (বিএম) একাদশ শ্রেণির ১৫তম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান /উত্তর কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ (এসাইনমেন্ট ১০)


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


আধুনিক কম্পিউটার সিস্টেমের সংগঠন ব্যাখ্যাকরণ

কম্পিউটার সংগঠনের ধারণা  

Program বা Software- এর কোন ভৌত অবকাঠামো নেই বলে কম্পিউটার সংগঠন কেবল মাত্র Hardware এর সংগঠনকেই বোঝায় । তাই কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশগুলোর মধ্যে সম্পর্ক বা সংযোগ স্থাপনের জন্য বিভিন্ন যন্ত্র বা যন্ত্রাংশের মধ্যে নিয়মানুযায়ী যেরূপ সংযোগ স্থাপিত হয় তাকে কম্পিউটার সংগঠন বলা হয় ।

কম্পিউটার সংগঠনের অংশ ৫ টি । যথা : 

১ ) ইনপুট ডিভাইস ।  

২ ) আউটপুট ডিভাইস । 

৩ ) গাণিতিক যুক্তি । 

৪ ) নিয়ন্ত্রণ অংশ । 

৫ ) মেমরি।

২ নং প্রশ্নের উত্তর 

“ কম্পিউটারের প্রধান সাংগঠনিক অংশ ” 

কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশগুলোর মধ্যে সম্পর্ক বা সংযোগ স্থাপনের জন্য বিভিন্ন যন্ত্র বা যন্ত্রাংশের মধ্যে নিয়মানুযায়ী যেরূপ সংযোগ স্থাপিত হয় তাকে কম্পিউটার সংগঠন বলা হয় ।

কম্পিউটার সংগঠনের অংশ ৫ টি । যথা : 

১ ) ইনপুট ডিভাইস । 

২ ) আউটপুট ডিভাইস । 

৩ ) গাণিতিক যুক্তি । 

৪ ) নিয়ন্ত্রণ অংশ । 

৫ ) মেমরি ।

নিম্নে তা বিস্তারিত ভাবে তুলে ধরা হলো— 

১ ) ইনপুট ডিভাইস : কম্পিউটারকে নির্দেশ প্রদানের জন্য যে সমস্ত যন্ত্র যন্ত্রাংশ ব্যবহার করা হয় , সে গুলোকে ইনপুট ডিভাইস বা গ্রহণ যন্ত্রাংশ বলা হয় ৷ ইনপুট যন্ত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্য সমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে আউটপুট ডিভাইস সমূহের মাধ্যমে ফলাফল প্রদান করে থাকে ৷ 

কম্পিউটারের যন্ত্রাংশ ইনপুট ডিভাইস হিসেবে নিম্নলিখিত যন্ত্রসমূহ ব্যবহৃত হয়ে থাকে :

কিবোর্ড , মাউস , ওসিআর , ওএমআর , স্ক্যানার , ফ্লপি ডিস্ক ইত্যাদি । 

২ ) আউটপুট ডিভাইস : কম্পিউটারে ইনপুট যন্ত্রাংশ সমূহের সহায়তায় প্রাপ্ত তথ্যসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে অংশসমূহের সহায়তায় যে ফলাফল প্রকাশ করে , সেগুলো বলা হয় আউটপুট যন্ত্রাংশ ৷ 

যেমন : মনিটর , প্রিন্টার , প্লটার ইত্যাদি।

৩ ) গাণিতিক যুক্তি : গ্রহণ মুখ যন্ত্রাংশের মাধ্যমে প্রাপ্ত গাণিতিক বা যুক্তিগত তথ্যসমূহ প্রক্রিয়াজাতকরণের লক্ষে উক্ত অংশটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে । এ অংশে যোগ , বিয়োগ , গুণ ও ভাগের কাজ সম্পাদিত হয়ে থাকে ৷ তথ্যসমূহ ভবিষ্যতে ব্যবহারের প্রয়োজনে উক্ত অংশে সংরক্ষিত থাকে ।

৪ ) নিয়ন্ত্রণ অংশ : ইনপুট ডিভাইস গুলোর মাধ্যমে পথনির্দেশনার তথা প্রোগ্রামের ধারাবাহিকতা নিয়ন্ত্রণ অর্থাৎ , কোন নির্দেশের পর কোন নির্দেশ পালিত হবে , স্মৃতি কোষের কোন অংশে তথ্যসমূহ সংরক্ষিত হবে এসব নিয়ন্ত্রণ করাই এ অংশের কাজ ৷ এছাড়াও এটি কম্পিউটারের প্রধান প্রধান সাংগঠনিক উপাদানের মধ্যে পারস্পরিক যোগাযোগ নিয়ন্ত্রণ করে থাকে ৷ অপরদিকে , গাণিতিক যুক্তি অংশ এবং কম্পিউটারের স্মৃতি অংশে নিয়ন্ত্রণ সংকেত কার্য সম্পাদনের প্রক্রিয়াকে নির্বাচক্র বলা হয় ৷

৫ ) মেমরি : যে মেমোরির সাথে ALU এর প্রত্যক্ষ এক্সেস থাকে , তাকে প্রধান স্মৃতি অংশ বা প্রধান মেমোরি বলা হয় ৷ অত্যন্ত দ্রুতগতিতে গণনা করতে সক্ষম ALU এর সাথে প্রধান স্মৃতি অংশ থাকার কারণে প্রধান মেমোরি অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন হয়ে থাকে ৷ যেসব ডাটা ও নির্দেশ সব সময় প্রয়োজন , শুধু তাদেরকে প্রধান মেমোরি তে রাখা হয় , আর অন্য ডাটা বা নির্দেশ সহায়ক মেমোরিতে থাকে ৷ শুধুমাত্র কাজ করার সময় সহায়ক মেমোরি থেকে ডাটা নিয়ে কাজ করে আবার সহায়ক মেমোরিতে রাখা হয় ।

৩ নং প্রশ্নের উত্তর 

Program বা Software- এর কোন ভৌত অবকাঠামো নেই বলে কম্পিউটার সংগঠন কেবল মাত্র Hardware এর সংগঠনকেই বোঝায় । তাই কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশগুলোর মধ্যে সম্পর্ক বা সংযোগ স্থাপনের জন্য বিভিন্ন যন্ত্র বা যন্ত্রাংশের মধ্যে নিয়মানুযায়ী যেরূপ সংযোগ স্থাপিত হয় তাকে কম্পিউটার সংগঠন বলা হয় । 

নিম্নে কম্পিউটার সংগঠনের কাজ গুলো তুলে ধরা হলো—

১ ) ইনপুট ডিভাইস : ইনপুট যন্ত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্য সমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে আউটপুট ডিভাইস সমূহের মাধ্যমে ফলাফল প্রদান করে থাকে । কম্পিউটারের যন্ত্রাংশ ইনপুট ডিভাইস হিসেবে নিম্নলিখিত যন্ত্রসমূহ ব্যবহৃত হয়ে থাকে : 

কিবোর্ড , মাউস , ওসিআর , ও এমআর , স্ক্যানার , ফ্লপি ডিস্ক ইত্যাদি ।

২ ) আউটপুট ডিভাইস: মনিটর , প্রিন্টার , প্লটার ইত্যাদির মাধমে কম্পিউটার তার কার্যের ফলাফল প্রকাশ করে থাকে । যেমন : 

১ ) মনিটরে কোন কিছু প্রদর্শন করানো ।

২) স্পিকারে গান বা প্রয়েজনীয় শব্দ শোনা । 

৩ ) স্ক্যানারের মাধ্যমে পয়োজনীয় ডকুমেন্ট প্রিন্ট করা।

৩ ) গাণিতিক যুক্তি : 

১.গাণিতিক কাজ : সাধারণ ভাবে যোগ , বিয়োগ , গুন , ভাগ করার প্রক্রিয়কে গাণিতিক কাজের অন্তভুর্ক্ত করা হয় । 

২.যুক্তিমূলক কাজ : বিভিন্ন ধরনের লজিক গেইট যেমন : ( NAND , OR , NOT , X - R ) ইত্যাদি গেইট সমূহের মাধ্যমে সম্পাদিত কাজসমূহ যুক্তিমূলক কাজের অন্তর্ভূক্ত । 

৩.উপাত্ত সঞ্চালন : রেজিস্টরে সমস্ত কার্যক্রিয়া সম্পাদনের পর উক্ত রেজিস্টরটি খালি বা শূন্য অবস্থায় রুপান্তর করার প্রক্রিয়াকে উপাত্ত সঞ্চালন হিসেবে অভিহীত করা হয় ।

৪ ) নিয়ন্ত্রণ অংশ : নিয়ন্ত্রণ অংশের কাজকে ৫ ভাগে ভাগ করা যায় : যথা : 

১ ) প্রধান মেমোরি থেকে একটির পর একটি ইন্সট্রাকশন আহরণ । 

২ ) ALU এই ইনস্ট্রাকশন অনুসারে , যুগ , বিয়োগ ইত্যাদি কোন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আদেশ দান ৷ 

৩ ) ALU এর গণনার ফলাফল প্রদান মেমোরিতে পাঠানো ৷ 

৪ ) ইনপুট ও স্মৃতির প্রোগ্রাম প্রধান মেমোরিতে আনা । 

৫ ) প্রধান মেমোরিতে রাখা গণনার ফলাফল ক্যাউটপুট পাঠানো ৷

৫ ) মেমরি : কাজ : প্রদান স্মৃতি অংশকে আবার প্রাথমিক হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে | কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের প্রধান স্মৃতি অংশ চার ধরনের কাজের জন্য ব্যবহৃত হয় । যথা : 

১) ইনপুট আকারে আগত ডাটা ও নির্দেশ , প্রধান স্মৃতি অংশের ইনপুট প্রক্রিয়াকরণ শুরু না হওয়া পর্যন্ত জমা থাকে ৷

২ ) প্রধান অংশের কাজের এলাকায় ডাটা প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হয় এবং প্রক্রিয়াকরণের কাজ চলাকালীন অন্তর্বর্তী ফলাফল এখানে জমা হতে থাকে । 

৩ ) প্রধান স্মৃতি আউটপুট এলাকায় প্রক্রিয়াকরণের চূড়ান্ত ফলাফল আউটপুট ডিভাইসে প্রেরিত না হওয়া পর্যন্ত জমা থাকে । 

8 ) প্রধান স্মৃতি অংশের প্রোগ্রাম প্রক্রিয়াকরণ সংক্রান্ত নির্দেশ ধারণ করা হয় ।



২০২১ সালের এইচএসসি (বিএম) একাদশ শ্রেণির ১৫তম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান /উত্তর কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ (এসাইনমেন্ট ১০) 



Tag: এইচএসসি (বিএম) একাদশ শ্রেণির এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ (১৫তম সপ্তাহ) এসাইনমেন্ট -১০ (১ম পত্র),  ২০২১ সালের এইচএসসি (বিএম) একাদশ শ্রেণির ১৫তম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান /উত্তর কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ (এসাইনমেন্ট ১০), আধুনিক কম্পিউটার সিস্টেমের সংগঠন ব্যাখ্যাকরণ


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post