বিখ্যাত বিরহের কবিতা | বিরহের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর | জীবনানন্দের বিরহের কবিতা | মহাদেব সাহার বিরহের কবিতা


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



বিখ্যাত বিরহের কবিতা

আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম। 

আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। 

বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো বিরহের কবিতা,  নজরুলের বিরহের কবিতা,  রোমান্টিক বিরহের কবিতা, বাংলা ছোট বিরহের কবিতা, বিরহের কবিতা ছবি এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।


বিরহের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর  

হেরি অহরহ তোমারি বিরহ

রবীন্দ্রনাথ ঠাকুর–(গীতাঞ্জলি)


হেরি অহরহ তোমারি বিরহ

ভুবনে ভুবনে রাজে হে।

কত রূপ ধ’রে কাননে ভূধরে

আকাশে সাগরে সাজে হে।

সারা নিশি ধরি তারায় তারায়

অনিমেষ চোখে নীরবে দাঁড়ায়,

পল্লবদলে শ্রাবণধারায়

তোমারি বিরহ বাজে হে।


ঘরে ঘরে আজি কত বেদনায়

তোমারি গভীর বিরহ ঘনায়,

কত প্রেমে হায় কত বাসনায়

কত সুখে দুখে কাজে হে।

সকল জীবন উদাস করিয়া

কত গানে সুরে গলিয়া ঝরিয়া

তোমারি বিরহ উঠিছে ভরিয়া

                   আমার হিয়ার মাঝে হে,,,!!!


জীবনানন্দের বিরহের কবিতা  

বোধ

জীবনানন্দ দাশ

আলো,,!! অন্ধকারে যাই,,!! মাথার ভিতরে

স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে!

স্বপ্ন নয়,,!! শান্তি নয়,,!! ভালোবাসা নয়,,!!

হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়,,!!

আমি তারে পারি না এড়াতে

সে আমার হাত রাখে হাতে;

সব কাছ তুচ্ছ হয়, পন্ড মনে হয়,

সব চিন্তা — প্রার্থনার সকল সময়

শূন্য মনে হয়,

শূন্য মনে হয়!

সহজ লোকের মতো কে চলিতে পারে,,!!

কে থামিতে পারে এই আলোয় আঁধারে

সহজ লোকের মতো,,!! তাদের মতন ভাষা কথা

কে বলিতে পারে আর,,!!! — কোন নিশ্চয়তা

কে জানিতে পারে আর? — শরীরের স্বাদ

কে বুঝিতে চায় আর? — প্রাণের আহ্লাদ

সকল লোকের মতো কে পাবে আবার!

সকল লোকের মতো বীজ বুনে আর

স্বাদ কই,,!!— ফসলের আকাঙক্ষায় থেকে,,,

শরীরে মাটির গন্ধ মেখে,,,,

শরীরে জলের গন্ধ মেখে,,,,,

উৎসাহে আলোর দিকে চেয়ে

চাষার মতণ প্রাণ পেয়ে

কে আর রহিবে জেগে পৃথিবীর পরে?

স্বপ্ন নয়,,, শান্তি নয়,,,কোন এক বোধ কাজ করে

মাথার ভিতরে,,,!!!!


★অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,,,!!

যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা,,,!!

যাদের হৃদয়ে কোনো প্রেম নেই,,,,প্রীতি নেই,,,,করুণার আলোড়ন নেই

পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া,,,!!!

যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,,,!!!

এখনো যাদের কাছে স্বাভাবিক ব'লে মনে হয়,,,!!!

মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা,,!!!!

শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়,,,!!!


মহাদেব সাহার বিরহের কবিতা 

তোমাকে ভুলতে চেয়ে আরো বেশী ভালোবেসে ফেলি,,!! 

মহাদেব সাহা,,!!

তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি

ভালোবেসে ফেলি,,,!!!

তোমাকে ছাড়াতে গিয়ে আরো

বেশি গভীরে জড়াই,,,!!!

যতোই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে

ততোই তোমার হাতে বন্দি হয়ে পড়ি,,,!!!

তোমাকে এড়াতে গেলে এভাবেই

আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই,,!!


এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি,,!!

তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ

জড়িয়ে যাই আমি,,,!!!

আমার কিছুই আর করার থাকে না।

তুমি এভাবেই বেঁধে ফেলো যদি দূরে

যেতে চাই যদি ডুবে যেতে চাই

তুমি দুহাতে জাগাও,,,!!!

এমন সাধ্য কী আছে তোমার চোখের

সামান্য আড়াল হই,,,,, দুই হাত দূরে যাই

যেখানেই যেতে চাই সেখানেই

বিছিয়ে রেখেছো ডালপালা,,,!!

তোমাকে কি অতিক্রম করা কখনও সম্ভব

তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র,,,,

আকাশের চেয়েও আকাশ,,, তুমি আমার

ভেতরে জেগে আছো,,,!!!

তোমাকে ভুলতে চেয়ে তাই আরো

বেশি ভালোবেসে ফেলি,,,,!!!

তোমাকে ঠেলতে গিয়ে দূরে,,, আরো কাছে টেনে নেই,,!!!

যতোই তোমার কাছ,,,,থেকে আমি দূরে যেতে চাই

ততো মিশে যাই নিঃশ্বাসে-প্রশ্বাসে,,,!!

ততোই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন,,!!

কোনোদিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না,,!!

তুমিই জড়িয়ে রাখো তোমার কাঁটায়,,,,

তোমাকে ছাড়তে গিয়ে আষ্টেপৃষ্ঠে আরো জড়িয়েছি,,,!!!

তোমাকে ভুলতে গিয়ে আরো,,!! ভালোবেসেছি তোমাকে,,!!


একবার ভালোবেসে দেখো  

মহাদেব সাহা

তুমি যদি আমাকে না ভালোবাসো আর

এই মুখে কবিতা ফুটবে না,,,,!!!

এই কণ্ঠ আবৃতি করবে না,,!! কোনো প্রিয় পঙক্তিমালা

তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী,,,!!"

আমি আর পারবো না লিখতে তাহলে

অনবদ্য একটি চরণ, একটিও ইমেজ হবে না রচিত,

তুমি যদি আমাকে না ভালোবাসো তবে

কবিতার পান্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি, খরা।

তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু

উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে,

সন্ধ্যাতারা মনে হবে মৃত নিষ্পলক চোখ

যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা।

তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা

মরা গাঙে জাগবে না ঢেউ, দুই তীরে প্রাণের স্পন্দন,

হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ

হৃদয়ে হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা, বাজবে না গান।

তুমি যদি আমাকে না ভালোবাসো আর

প্রকৃতই আমি আগের মতন পারবো না লিখতে কবিতা

আমার আঙুলে আর খেলবে না জাদুর ঝিলিক,

এই শাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুঁই আর চাঁপা।

একবার ভালোবেসে দেখো, একবার কাছে ডেকে দেখো

আবার আগের মতো কীভাবে ফুটাই এক লক্ষ একটি গোলাপ

অনায়াসে কীভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত,

একবার ভালোসেবে দেখো আবার কীভাবে লিখি দুহাতে কবিতা,,,,!!!!



Tag: বিখ্যাত বিরহের কবিতা,  বিরহের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর,  জীবনানন্দের বিরহের কবিতা,  মহাদেব সাহার বিরহের কবিতা 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)