অনার্স ১ম বর্ষ পরীক্ষার সমাজকর্ম সাজেশন ২০২২ (কোড ২১২১০১) | অনার্স ১ম বর্ষ সমাজকর্ম সাজেশন

 

অনার্স ১ম বর্ষ পরীক্ষার সমাজকর্ম সাজেশন ২০২১ (কোড ২১২১০১) | অনার্স ১ম বর্ষ সমাজকর্ম সাজেশন
       
       
       

    অনার্স ১ম বর্ষ পরীক্ষার সমাজকর্ম সাজেশন ২০২২ (কোড ২১২১০১)

     
    #ক_বিভাগ
    অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সাজেশন।আশা করি এই ৫০টা পড়লে আর পড়তে হবেনা।

    ১. কোন শব্দ থেকে 'Problem' শব্দটি এসেছে?
    উত্তরঃ গ্রীক শব্দ 'Problema' থেকে।
    ২. সামাজিক সমস্যার সংঙ্গা দাও।
    উত্তরঃ সামাজিক সমস্যা বলতে এমন এক অবস্থাকে বুঝায়, যা সমাজের জন্য ক্ষতিকর, অবাঞ্চিতকর ও অস্বাভাবিক।
    ৩. সতীদাহ প্রথা উচ্ছেদ ও হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে?
    উত্তরঃসতীদাহ প্রথা উচ্ছেদ হয় ১৮২৯ সালে,হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় ১৮৫৬ সালে।
    ৪. সমাজসংস্কার কয়ভাবে সফল হয়?
    উত্তরঃ ২ ভাগে।যথাঃ
    ক.ব্যাপক জনমত সৃষ্টির মাধ্যমে
    খ. আইন প্রয়োগের মাধ্যমে
    ৫.'Introduction to Social work' গ্রন্থের প্রণেতা কে?
    উত্তরঃ আর.এ স্কিডমোর ও এম.জি থ্যাকারি।
    ৬. সামাজিক নিরাপত্তা কত প্রকার?
    উত্তরঃ তিন প্রকার।
    ক. সামাজিক বিমা
    খ. সামাজিক সাহায্য 
    গ. সমাজসেবা
    ৭.সমাজসেবা কী?
    উত্তরঃ সমাজস্থ মানুষের সকল দিকের কল্যাণের জন্য পরিচালিত সংগঠিত প্রচেষ্টাকে সমাজসেবা বলে।
    ৮. সমাজকর্মের ২টি বৈশিষ্ট্য লিখ।
    উত্তরঃ ক. সাহায্যকারী পেশা। খ. পদ্ধতিগত সেবা প্রদান।
    ৯. সমাজকর্ম বলতে কী বুঝ?
    উত্তরঃ ব্যক্তি,দল ও সমষ্টির সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়াকে সমাজকর্ম বলে।

    ১০. Sociology শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
    উত্তরঃ ল্যাটিন শব্দ Socious এবং Logos থেকে এসেছে এবং এর অর্থ হচ্ছে সমাজ এবং জ্ঞান।
    ১১. কল্যাণ অর্থনীতির প্রবক্তা কে?
    উত্তরঃ অর্থনীতিবিদ পিগু
    ১২. সমাজবিজ্ঞানের জনক কে?
    উত্তরঃ অগাস্ট কোৎ
    ১৩. সাংস্কৃতিক নৃবিজ্ঞানের জনক কে?
    উত্তরঃ ই,বি টেইলর
    ১৪. মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
    উত্তরঃ আচরণ সম্পর্কিত বিজ্ঞান।

    ১৫. প্যারাডাইম কী?
    উত্তরঃ নমুনা বা উদাহরণ।
    ১৬. প্রতিবেশ কী?
    উত্তরঃ প্রতিবেশ বলতে পরিবেশ সংক্রান্ত পরিচিতিকে বুঝায়।যা মানুষ  ও পরিবেশের আদান-প্রদানের উৎস বুঝতে সহায়তা করে।
    ১৭. সমাজকর্মের ৩টি প্যারাডাইম কী?
    উত্তরঃ ক্লিনিক্যাল সমাজকর্ম,রেডিক্যাল সমাজকর্ম ও প্রতিবেশগত সমাজকর্ম।
    ১৮.চিকিৎসা সমাজকর্ম প্যারাডাইমের মূল কথা কী?
    উত্তরঃ সাহায্যার্থীর রোগ নির্ণয়পূর্বক তা সমাধানের উদ্যোগ গ্রহণ করা।
    ১৯. ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তা কে?
    উত্তরঃ হার্বাট স্পেনসার ও এমিল ডুরখেইম।
    ২০. Das Capital গ্রন্থের লেখক কে?
    উত্তরঃ কার্ল মার্কস
    ২১. ক্রিয়াবাদী প্রেক্ষিতের দুটি বৈশিষ্ট্য লিখ।
    উত্তরঃ সামাজিক প্রতিষ্ঠান ও মূল্যবোধ।
    ২২. প্রবেশন কী?
    উত্তরঃ প্রবেশন হলো অপরাধ সংশোধনের একটি পদ্ধতি,যেখানে অপরাধীর বিচার স্থগিত রেখে শর্তসাপেক্ষে আদালত থেকে মুক্তির ব্যবস্থাকে বুঝায়।

    ২৩.সমাজকর্ম পদ্ধতি কত প্রকার ও কী কী?
    উত্তরঃ সমাজকর্ম পদ্ধতি ২ প্রকার।
    ক.মৌলিক পদ্ধতিঃ মৌলিক ৩ প্রকার।যথাঃ ব্যক্তি সমাজকর্ম,দল সমাজকর্ম ও সমষ্টি সমাজকর্ম।
    খ.সহায়ক পদ্ধতিঃ সহায়ক পদ্ধতিও ৩ প্রকার।যথাঃ সামাজিক গবেষণা,সামাজিক প্রশাসন ও সামাজিক কার্যক্রম।
    ২৪. এইচ এইচ পার্লম্যানের মতে ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
    উত্তরঃ ৫টি।যথাঃ ব্যক্তি,সমস্যা,স্থান,পেশাদার সমাজকর্মী,প্রক্রিয়া।
    ২৫. ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত কে?
    উত্তরঃ ম্যারি রিচমন্ড 
    ২৬. ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার স্তরগুলি কী?
    উত্তরঃ তথ্য সংগ্রহ,সমস্যা নির্ণয়,সমাধান ব্যবস্থা,মূল্যায়ন ও অনুসরণ।
    ২৭. র‍্যাপো(Rapport) কী?
    উত্তরঃ সমাজকর্মী ও সাহায্যার্থীর পেশাগত সম্পর্ক।
    ২৮. সমষ্টি সমাজকর্ম কয় প্রকার?
    উত্তরঃ ২প্রকার।যথাঃ সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়ন।

    ২৯. Geriatric শব্দের আক্ষরিক অর্থ কী?
    উত্তরঃ বয়স্ক বা প্রবীণ।
    ৩০. বোরস্টাল স্কুল কী?
    উত্তরঃ কিশোর অপরাধীদের চরিত্র সংশোধনের জন্য প্রতিষ্ঠিত স্কুল।
    ৩১. প্যারোল কী?
    উত্তরঃ অপরাধ সংশোধনের এমন এক ব্যবস্থা, যার মাধ্যমে অপরাধী ব্যক্তি কিছুদিন দণ্ডভোগের পর কতিপয় শর্ত সাপেক্ষে প্যারোল অফিসারের তত্ত্বাবধানে সাময়িকভাবে  মুক্তিপ্রাপ্ত হন।
    ৩২. কখন প্রবেশন অফ অফেন্ডার্স এয়্যাক্ট প্রণীত হয়?
    উত্তরঃ ১৯৬০ সালে।
    ৩৩. বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাতা কে?
    উত্তরঃ ডাঃ এ.কে. এম আব্দুল ওয়াহেদ।
    ৩৪. হাসপাতাল সমাজসেবার পূর্ব নাম  কী?
    উত্তরঃ চিকিৎসা সমাজকর্ম
    ৩৫. কিশোর অপরাধ সংশোধন প্রতিষ্ঠানের বর্তমান নাম কী?
    উত্তরঃ কিশোর উন্নয়ন কেন্দ্র।
    ৩৬. Association of Psychiatric Social Workers কত সালে গঠিত হয়?
    উত্তরঃ ১৯২৯ সালে।
    ৩৭. সামাজিক গবেষণার শ্রেণিবিভাগ লিখ।
    উত্তরঃ মৌলিক গবেষণা ও ফলিত গবেষণা।

    ৩৮. NASW এর পূর্ণ রুপ কী?
    উত্তরঃ National Association of Social Workers.
    ৩৯. COS এর পূর্ণ রুপ কী?
    উত্তরঃ Charity Organization Society.
    ৪০. ECOSOC এর পূর্ণ রুপ কী?
    উত্তরঃ Economic & Social Council.
    ৪১. Society গ্রন্থের লেখক কে?
    উত্তরঃ সমাজবিজ্ঞানী ম্যাকাইভার।
    ৪২. Social Diagnosis গ্রন্থের রচয়িতা কে?
    উত্তরঃ ম্যারি রিচমন্ড 
    ৪৩. সমাজকর্ম পেশার মর্যাদা পায় কোন দেশে?
    উত্তরঃ আমেরিকায়।
    ৪৪. ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তার রুপকার কে?/ বিভারিজ রিপোর্ট কে প্রণয়ন করেন?/ পঞ্চদৈত্য ধারণার প্রবক্তা কে?
    উত্তরঃ স্যার উইলিয়াম বিভারিজ।
    ৪৫.পেশার ২টি বৈশিষ্ট্য লিখ।
    উত্তরঃ ক. বিশেষ জ্ঞানভাণ্ডার খ. জনকল্যাণমুখিতা।
    ৪৬. BRAC এর পূর্ণ রুপ কী?
    উত্তরঃ Bangladesh Rural Advancement Committee.
    ৪৭.শহর সমাজসেবা বাংলাদেশে কবে চালু হয়?
    উত্তরঃ ১৯৫৫ সালে।
    ৪৮. কত সালে New York School of Social work প্রতিষ্ঠিত হয়?
    উত্তরঃ ১৯৯৫ সালে।
    ৪৯.কোন দেশকে সমাজকর্মের সূতিকাগার বলা হয়?
    উত্তরঃ ইংল্যান্ডকে।
    ৫০. কার উদ্যোগে ঋণ সালিশী বোর্ড গঠিত হয়?
    উত্তরঃ এ. কে. ফজলুল হক।

    অনার্স ১ম বর্ষ সমাজকর্ম সাজেশন

    খ বিভাগ ( সংক্ষিপ্ত প্রশ্ন )
    ১। সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলো লিখ । ১০০ % অথবা , সামাজিক সমস্যার কারণসমূহ লিখ ।
    ২। মনোচিকিৎসা সমাজকর্ম কী ? ১০০ %
    ৩। সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক দেখাও । ১০০ %
    ৪। দল বা ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো লিখ । ১০০ %
    ৫। হাসপাতাল সমাজসেবার উদ্দেশ্যাবলি কী ? ১০০ %
    ৬। পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য কী ? ১০০ %
    ৭। সমাজকল্যাণ ও সমাজকর্মের পার্থক্য লিখ । ১০০ %
    ৮। ক্রিয়াবাদের মুলদিকগুলো বা বৈশিষ্ট্যগুলো লিখ । ১০০ %
    ৯। সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণা কী ? ৯৯ %
    ১০। সামাজিক নিরাপত্তা কি ? এর প্রকারভেদ উল্লেখ কর । ৯৯ %
    ১১। সমাজকর্মের প্যারাডাইম বলতে কি বোঝ ? ৯৯ %
    ১২। মার্কসীয় মতবাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর । ৯৯ %
    ১৩। সমাজকল্যাণ , কল্যাণ অর্থনীতি , মনোবিজ্ঞান , নৃবিজ্ঞান কী ? ৯৮ %
    ১৪। বাংলাদেশে সমাজকর্ম পেশার সীমাবদ্ধতা সংক্ষেপে লিখ । ৯৯ %

    গ_বিভাগ ( রচনামূলক প্রশ্ন )

    ১। সমাজকর্মের সংজ্ঞা দাও । সমাজকর্ম ও সমাজ সংস্কারের সম্পর্ক দেখাও । ১০০ %
    ২। অর্থনীতির সংজ্ঞা দাও । সমাজকর্মের সাথে অর্থনীতির সম্পর্ক আলোচনা কর । ১০০ %
    ৩। ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও । ব্যক্তি সমাজকর্মের নীতিসমূহ ব্যাখ্যা কর । ১০০ % অথবা , ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও । বাংলাদেশের ব্যক্তি সমাজকর্মের পরিধি বর্ণনা কর ।
    ৪। পেশা কাকে বলে ? পেশাদার সমাজকর্মের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর । ১০০ %
    ৫। ক্রিয়াবাদ কী ? ক্রিয়াবাদী মতবাদটি বিস্তারিত আলোচনা কর । ১০০ % ।
    ৬।সমাজকর্মের প্যারাডাইম কি ? সমাজকর্মের প্যারাডাইমগুলো বর্ণনা কর । ১০০ % অথবা , পরিবেশগত প্যারাডাইম সমাজকর্মীর ভূমিকা লিখ ।
    ৭। সামাজিক কার্যক্রম কি ? সামাজিক কার্যক্রমের গুরুত্ব ও তাত্পর্য আলোচনা কর । ১০০ % ।
    ৮।প্রতিবন্ধী কারা ? বাংলাদেশে প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কর্মসূচিগুলো বর্ণনা কর । ৯৯ % → ।
    ৯। সমাজকর্মে মার্কসীয় তত্ত্বের উল্লেখ্যযোগ্য দিকগুলো আলোকপাত কর । ৯৯ %
    ১০। মনোচিকিৎসা সমাজকর্ম কী ? মনোচিকিৎসার ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর । ৯৯ %
    ১১। হাসপাতাল সমাজসেবা কি ? হাসপাতাল সমাজসেবার গুরুত্ব আলোচনা কর । ৯৯ %
    ১২। সংশোধনমূলক কার্যক্রম কি ? বাংলাদেশে প্রচলিত সংশোধনমূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ দাও । ৯৯ %
    ১৩। পেশাদার সমাজকর্ম কি ? পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা কর । 
    ১৪। সামাজিক গবেষণা কি ? সমাজকর্ম গবেষণার ধাপগুলো আলোচনা কর । ৯৯ %

    টাগঃঅনার্স ১ম বর্ষ পরীক্ষার সমাজকর্ম সাজেশন ২০২২ (কোড ২১২১০১), অনার্স ১ম বর্ষ সমাজকর্ম সাজেশন,Honours 1st Year Sociology Suggestion 2021


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন