তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা | কবিতা তালগাছ | Kobita Talgas Robindronath Thakur



তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা  

কবিতা তালগাছ  

Kobita Talgas Robindronath Thakur


তালগাছ  
রবীন্দ্রনাথ ঠাকুর  

তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে 
সব গাছ ছাড়িয়ে 
উকি মারে আকাশে । 
মনে সাধ , কালাে মেঘ ফুঁড়ে যায় 
একেবারে উড়ে যায় ; 
কোথা পাবে পাখা সে ? 

তাই তাে সে, ঠিক তার মাথাতে 
গােল গােল পাতাতে 
ইচ্ছাটি মেলে তার , 

মনে মনে ভাবে , বুঝি ডানা এই , 
উড়ে যেতে মানা নেই  
বাসাখানি ফেলে তার । 

সারাদিন  ঝরঝর থত্থর কঁপে পাতা - পত্তর , 
ওড়ে যেন ভাবে ও , 
মনে মনে   আকাশেতে বেড়িয়ে 
তারাদের এড়িয়ে 
যেন কোথা যাবে ও । 

তার পরে   হাওয়া যেই নেমে যায় , 
পাতা - কাপা থেমে যায় , 
ফেরে তার মনটি - 

যেই ভাবে   মা যে হয় মাটি তার , 
ভালাে লাগে আরবার 
পৃথিবীর কোণটি । 


Tag: তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা,  কবিতা তালগাছ,  Kobita Talgas Robindronath Thakur



Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন