তাহারেই পড়ে মনে সুফিয়া কামাল কবিতা | কবিতা তাহারেই পড়ে মনে | Kobita Taharei Pore mone sufiya Kamal


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



তাহারেই পড়ে মনে সুফিয়া কামাল কবিতা  

কবিতা তাহারেই পড়ে মনে  

Kobita Taharei Pore mone sufiya Kamal


তাহারেই পড়ে মনে 

সুফিয়া কামাল 

“ হে কবি , নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় , 

বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায় ? ” 

                        কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি 

                   “ দক্ষিণ দুয়ার গেছে খুলি ? 

বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ? ফুটেছে কি আমের মুকুল ? 

দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল ? " 

“ এখনাে দেখনি তুমি ? ” কহিলাম , " কেন কবি আজ 

এমন উন্মনা তুমি ? কোথা তব নব পুষ্পসাজ ? " 

                          কহিল সে সুদূরে চাহিয়া 

                         “ অলখের পাথার বাহিয়া 

তরী তার এসেছে কি ? বেজেছে কি আগমনী গান ?

ডেকেছে কি সে আমারে ? শুনি নাই , রাখি নি সন্ধান । 

কহিলাম , “ ওগাে কবি ! রচিয়া লহ না আজও গীতি , 

বসন্ত - বন্দনা তব কণ্ঠে শুনি- এ মাের মিনতি । ” 

                    কহিল সে মৃদু মধু - স্বরে “ 

                    নাই হলাে , না হােক এবারে 

আমারে গাহিতে গান , বসন্তেরে আনিতে বরিয়া 

রহেনি , সে ভুলেনি তাে , এসেছে তা ফাগুনে স্মরিয়া ।

কহিলাম ; “ ওগাে কবি , অভিমান করেছ কি তাই ? 

যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই । ”

                    কহিল সে পরম হেলায় 

                  “ বৃথা কেন ? ফাগুন বেলায় 

ফুল কি ফোটেনি শাখে ? পুষ্পরতি লভেনি কি ঋতুর রাজন ? 

মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি ? করে নাই অর্ঘ্য বিরচন ? ” 

“ হােক , তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা ? ” 

কহিলাম , “ উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা ? ” 

                  কহিল সে কাছে সরে আসি 

               “ কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী 

গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে 

রিক্ত হস্তে ! তাহারেই পড়ে মনে , ভুলিতে পারি না কোনাে মতে । ”




Tag: তাহারেই পড়ে মনে সুফিয়া কামাল কবিতা,  কবিতা তাহারেই পড়ে মনে,  Kobita Taharei Pore mone sufiya Kamal


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post