স্বদেশ
ঈশ্বরচন্দ্র গুপ্ত
জননী জন্মভূমি , জান না কি জীব তুমি , সে তোমায় হৃদয়ে রেখেছে । থাকিয়া মায়ের কোলে , সন্তানে জননী ভােলে , কে কোথায় এমন দেখেছে । ভূমিতে করিয়ে বাস , ঘুমেতে পুরাও আশ , জাগিলে না দিবা বিভাবরী । কতকাল হরিয়াছ , এই ধরা ধরিয়াছ , জননী জঠর পরিহরি । যার বলে বলিতেছ , যার বলে চলিতেছ , যার বলে চালিতেছ দেহ । যার বলে তুমি বলী , তার বলে আমি বলি , ভক্তিভাবে কর তারে হে ॥ মিছা মণি মুক্তা হেম , স্বদেশের প্রিয় প্রেম , তার চেয়ে রত্ন নাই আর । সুধাকরে কত সুধা , দূর করে তৃষ্ণা ক্ষুধা , স্বদেশের শুভ সমাচার || ভ্ৰাতৃভাব ভাবি মনে , দেখ দেশবাসীগণে , প্রেমপূর্ণ নয়ন নয়া । কত রূপ হে করি , দেশের কুকুর ধরি , বিদেশের ঠাকুর ফেলিয়া ।
স্বদেশের প্রেম যত , সেই মাত্র অবগত , বিদেশেতে অধিবাস যার । ভাব - তুলি ধ্যানে ধরে , চিত্রপটে চিত্র করে , স্বদেশের সকল ব্যাপার । স্বদেশের শাস্ত্রমতে , চল সত্য ধর্মপথে , সুখে কর জ্ঞান আলােচন । বৃদ্ধি কর মাতৃভাষা , পুরাও তাহার আশা , দেশে কর বিদ্যা বিতরণ ॥
Tag: স্বদেশ ঈশ্বরচন্দ্র গুপ্ত কবিতা, কবিতা স্বদেশ, Kobita Sodesh Ishorchondro
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)