সাম্যবাদী কাজী নজরুল ইসলাম কবিতা | কবিতা সাম্যবাদী | Kobita Sammobadi Kazi Nazrul Islam


সাম্যবাদী কাজী নজরুল ইসলাম কবিতা  

কবিতা সাম্যবাদী  

Kobita Sammobadi Kazi Nazrul Islam 


সাম্যবাদী 

কাজী নজরুল ইসলাম 

                     গাহি সাম্যের গান— 

যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা - ব্যবধান, 

যেখানে মিশেছে হিন্দু - বৌদ্ধ - মুসলিম ক্রিশ্চান । 

                          গাহি সাম্যের গান ! 

কে তুমি ? – পার্সি ? জৈন ? ইহুদি ? সাঁওতাল , ভীল , গারাে ? 

কনফুসিয়াস ? চার্বাক - চেলা ? বলে যাও , বল আরও ! 

                           বন্ধু , যা খুশি হও , 

পেটে - পিঠে , কাঁধে - মগজে যা - খুশি পুঁথি ও কেতাব বও , 

কোরান - পুরাণ - বেদ - বেদান্ত - বাইবেল - ত্রিপিটক- 

জেন্দাবেস্তা - গ্রন্থ - সাহেব পড়ে যাও যত সখ , - 

কিন্তু কেন এ পণ্ডশ্রম , মগজে হানিছ শূল ? 

দোকানে কেন এ দর - কষাকষি ? - পথে ফোটে তাজা ফুল । 

তােমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান,  

সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ ! 

তােমাতে রয়েছে সকল ধর্ম , সকল যুগাবতার , 

তােমার হৃদয় বিশ্ব - দেউল সকলের দেবতার । 

কেন খুঁজে ফের দেবতা - ঠাকুর মৃত - পুঁথি - কঙ্কালে ? 

হাসিছেন তিনি অমৃত - হিয়ার নিভৃত অন্তরালে ! 

                             বন্ধু , বলিনি ঝুট , 

এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট 

এই হৃদয়ই সে নীলাচল , কাশী , মথুরা , বৃন্দাবন , 

বুদ্ধগয়া এ , জেরুজালেম এ , মদিনা , কাবা - ভবন, 

মসজিদ এই , মন্দির এই , গির্জা এই হৃদয় , 

এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয় । 

এই রণ - ভূমে বাঁশির কিশাের গাহিলেন মহা - গীতা,

এই মাঠে হলাে মেষের রাখাল নবিরা খােদার মিতা।

এই হৃদয়ের ধ্যান - গুহা মাঝে বসিয়া শাক্যমুনি 

ত্যজিল রাজ্য মানবের মহা - বেদনার ডাক শুনি । 

এই কন্দরে আরব - দুলাল শুনিতেন আহ্বান , 

এইখানে বসি গাহিলেন তিনি কোরানের সাম - গান! 

                                   মিথ্যা শুনিনি ভাই , 

এই হৃদয়ের চেয়ে বড়াে কোনাে মন্দির - কাবা নাই।



Tag: সাম্যবাদী কাজী নজরুল ইসলাম কবিতা,  কবিতা সাম্যবাদী,  Kobita Sammobadi Kazi Nazrul Islam 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 


 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন