প্রার্থনা কায়কোবাদ কবিতা | কবিতা প্রার্থনা | Kobita Prathona Kaikobad


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



প্রার্থনা কায়কোবাদ কবিতা  

কবিতা প্রার্থনা  

Kobita Prathona Kaikobad


প্রার্থনা 

কায়কোবাদ 

বিভাে , দেহ হৃদে কল ! 

না জানি ভকতি , নাহি জানি স্তুতি , 

কী দিয়া করিব , তােমার আরতি 

                    আমি নিঃসম্বল । 

তােমার দুয়ারে আজি রিক্ত করে 

দাড়ায়েছি প্রভাে , সঁপিতে তােমারে 

               শুধু আঁখি জল , 

                দেহ হৃদে কল । 

বিভাে , দেহ হৃদে বলা 

দারিদ্র্য পেষণে , বিপদের ক্রোড়ে , 

অথবা সম্পদে , সুখের সাগরে 

ভুলি নি তােমারে এক পল , 

জীবনে মরণে , শয়নে স্বপনে 

               তুমি মাের পথের সম্বল ; 

                দেহ হলে বল । 

বিভাে , দেহ হৃদে বল । 

কত জাতি পাখি , নিকুঞ্জ বিতানে 

সদা আত্মহারা তব গুণগানে , 

                     আনন্দে বিহ্বল । 

ভুলিতে তােমারে , প্রাণে অবসাদ , 

তরুলতা শিরে , তােমারি প্রসাদ 

               চারু ফুল ফল ! 

              দেহ হৃদে কল ! 

বিভাে , দেহ হৃদে বল । 

তােমারি নিঃশ্বাস বসন্তের বায়ু , 

তব স্নেহ কণা জগতের আয়ু , 

তব নামে অশেষ মঙ্গল ! 

গভীর বিষাদে , বিপদের ক্রোড়ে , 

একাগ্র হৃদয়ে স্মরিলে তােমারে 

               নিভে শােকানল ! 

               দেহ হৃদে বল !



Tag: প্রার্থনা কায়কোবাদ কবিতা,  কবিতা প্রার্থনা,  Kobita Prathona Kaikobad


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post