পদ্মা ফররুখ আহমদ কবিতা
কবিতা পদ্মা
Kobita Podma Forruk Ahmed
পদ্মা
ফররুখ আহমদ
অনেক ঘূর্ণিতে ঘুরে , পেয়ে ঢের সমুদ্রের স্বাদ ,
জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর
কেঁপেছে তােমাকে দেখে জলদস্যু- দুরন্ত হার্মাদ ,
তােমার তরঙ্গভঙ্গে বর্ণ তার হয়েছে পাপুর !
সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায়ে লাঙল
কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর ;
উর্বর তােমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল !
জীবন - মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় , নির্ভীক জওয়ান
সবুজের সমারােহে জীবনের পেয়েছে সম্বল ।
বর্ষায় তােমার স্রোতে গেছে ভেসে সাজানাে বাগান,
অসংখ্য জীবন , আর জীবনের অজস্র সম্ভার ,
হে নদী ! জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান ,
মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার
তােমার সুতীব্র গতি ; তােমার প্রদীপ্ত স্রোতধারা ॥
Tag: পদ্মা ফররুখ আহমদ কবিতা, কবিতা পদ্মা, Kobita Podma Forruk Ahmed
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)