পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ কবিতা | কবিতা পাখির কাছে ফুলের কাছে | Kobita Pakhir Kase Fuler kase Al Mahmud


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ কবিতা  

কবিতা পাখির কাছে ফুলের কাছে  

Kobita Pakhir Kase Fuler kase Al Mahmud



পাখির কাছে ফুলের কাছে 

আল মাহমুদ 


নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল 

ডাবের মতাে চাঁদ উঠেছে ঠান্ডা ও গােলগাল । 

ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর 

ঝিমধরা এই মস্ত শহর কাপছিলাে থরথর । 

মিনারটাকে দেখছি যেন দাড়িয়ে আছেন কেউ , 

পাথরঘাটার গিঞ্জেটা কি লাল পাথরের ঢেউ ? 

দরগাতলা পার হয়ে যেই মােড় ফিরেছি বায় 

কোথেকে এক উটকো পাহাড় ডাক দিলাে আয় আয় । 


পাহাড়টাকে হাত বুলিয়ে লালদিঘির ঐ পাড় 

এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার । 

আমায় দেখে কলকলিয়ে দিঘির কালাে জল 

বললাে , এসাে , আমরা সবাই না - ঘুমানাের দল— 

পকেট থেকে খােলদা তােমার পদ্য লেখার ভাঁজ 

রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে আজ । 

দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব কাব্য হবে , 

কাব্য কবে — জুড়লাে কলরব । 

কী আর করি পকেট থেকে খুলে ছড়ার বই 

পাখির কাছে , ফুলের কাছে মনের কথা কই । ?



Tag: পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ কবিতা,  কবিতা পাখির কাছে ফুলের কাছে,  Kobita Pakhir Kase Fuler kase Al Mahmud


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)