নদীর স্বপ্ন বুদ্ধদেব বসু কবিতা | কবিতা নদীর স্বপ্ন | Kobita Nodir Shopno Buddhodev Bosu


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



নদীর স্বপ্ন বুদ্ধদেব বসু কবিতা  

কবিতা নদীর স্বপ্ন  

Kobita Nodir Shopno Buddhodev Bosu


নদীর স্বপ্ন 

বুদ্ধদেব বসু 

কোথায় চলেছে ? এদিকে এসাে না । 

                 দুটো কথা শোন দিকি , 

এই নাও — এই চকচকে , ছােটো , 

                নতুন রুপাের সিকি । 

ছােকানুর কাছে দুটো আনি আছে , 

                 তােমায় দিচ্ছি তাও , 

আমাদের যদি তােমার সনে 

            নৌকায় তুলে নাও । 

নৌকা তােমার ঘাটে বাঁধা আছে— 

            যাবে কি অনেক দূরে ? 

পায়ে পড়ি , মাঝি , সাথে নিয়ে চলাে 

              মােরে আর ছােকানুরে । 

আমারে চেনাে না ? আমি যে কানাই । 

              ছােকানু আমার বােন । 

তােমার সঙ্গে বেড়াবাে আমরা মেঘনা , পদ্মা , শোণ। 

শােন , মা এখন ঘুমিয়ে আছেন , 

দিদি গেছে ইশকুলে ,

এই ফাকে মােরে —আর ছােকানুরে – 

                  নৌকোয় নাও তুলে । 

কোনাে ভয় নেই বাবার বকুনি 

              তােমায় হবে না খেতে ,

              যত দোষ সব আমরা না , 

আমি একা নোবো মাথা পেতে !!! 

ওটা কী ? জেলের নৌকা ? —তাই তাে । 

            জাল টেনে তােলা পায় , 

রুপোলি নদীর রুপােলি ইলিশ – 

              ইশ , চোখে ঝলসায় । 

ইলিশ কিনলে ? —আঃ , বেশ , বেশ , 

            তুমি খুব ভালাে , মাঝি ।

উনুন ধরাও , ছােকানু দেখাক 

             রান্নার কারসাজি । 

পইঠায় বসে ধোয়া - ওঠা ভাত , 

               টাটকা ইলিশ - ভাজা – 

ছােকানু রে , তুই আকাশের রানি , 

             আমি পদ্মার রাজা । 

খাওয়া হলাে শেষ , আবার চলছি 

            দুলছে ছােট্ট নাও , 

হালকা নরম হাওয়ায় তােমার 

            লাল পাল তুলে দাও । 

ছােকানুর চোখ ঘুমে ঢুলে আসে 

           আমি ঠিক জেগে আছি , 

গান গাওয়া হলে আমায় অনেক 

            গল্প বলবে , মাঝি ? 

শুনতে শুনতে আমিও ঘুমােই 

            বিছানা বালিশ বিনা – 

মাঝি , তুমি দেখাে ছােকানুরে , ভাই , 

           ও বড়াই ভীতু কিনা । 

আমার জন্যে কিছু ভেবাে না 

            আমি তাে বড়ােই প্রায় 

ঝড় এলে ডেকো আমারে – ছােকানু 

              যেন সুখে ঘুম যায় ।




Tag: নদীর স্বপ্ন বুদ্ধদেব বসু কবিতা,  কবিতা নদীর স্বপ্ন,  Kobita Nodir Shopno Buddhodev Bosu


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post