নদীর স্বপ্ন বুদ্ধদেব বসু কবিতা | কবিতা নদীর স্বপ্ন | Kobita Nodir Shopno Buddhodev Bosu


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



নদীর স্বপ্ন বুদ্ধদেব বসু কবিতা  

কবিতা নদীর স্বপ্ন  

Kobita Nodir Shopno Buddhodev Bosu


নদীর স্বপ্ন 

বুদ্ধদেব বসু 

কোথায় চলেছে ? এদিকে এসাে না । 

                 দুটো কথা শোন দিকি , 

এই নাও — এই চকচকে , ছােটো , 

                নতুন রুপাের সিকি । 

ছােকানুর কাছে দুটো আনি আছে , 

                 তােমায় দিচ্ছি তাও , 

আমাদের যদি তােমার সনে 

            নৌকায় তুলে নাও । 

নৌকা তােমার ঘাটে বাঁধা আছে— 

            যাবে কি অনেক দূরে ? 

পায়ে পড়ি , মাঝি , সাথে নিয়ে চলাে 

              মােরে আর ছােকানুরে । 

আমারে চেনাে না ? আমি যে কানাই । 

              ছােকানু আমার বােন । 

তােমার সঙ্গে বেড়াবাে আমরা মেঘনা , পদ্মা , শোণ। 

শােন , মা এখন ঘুমিয়ে আছেন , 

দিদি গেছে ইশকুলে ,

এই ফাকে মােরে —আর ছােকানুরে – 

                  নৌকোয় নাও তুলে । 

কোনাে ভয় নেই বাবার বকুনি 

              তােমায় হবে না খেতে ,

              যত দোষ সব আমরা না , 

আমি একা নোবো মাথা পেতে !!! 

ওটা কী ? জেলের নৌকা ? —তাই তাে । 

            জাল টেনে তােলা পায় , 

রুপোলি নদীর রুপােলি ইলিশ – 

              ইশ , চোখে ঝলসায় । 

ইলিশ কিনলে ? —আঃ , বেশ , বেশ , 

            তুমি খুব ভালাে , মাঝি ।

উনুন ধরাও , ছােকানু দেখাক 

             রান্নার কারসাজি । 

পইঠায় বসে ধোয়া - ওঠা ভাত , 

               টাটকা ইলিশ - ভাজা – 

ছােকানু রে , তুই আকাশের রানি , 

             আমি পদ্মার রাজা । 

খাওয়া হলাে শেষ , আবার চলছি 

            দুলছে ছােট্ট নাও , 

হালকা নরম হাওয়ায় তােমার 

            লাল পাল তুলে দাও । 

ছােকানুর চোখ ঘুমে ঢুলে আসে 

           আমি ঠিক জেগে আছি , 

গান গাওয়া হলে আমায় অনেক 

            গল্প বলবে , মাঝি ? 

শুনতে শুনতে আমিও ঘুমােই 

            বিছানা বালিশ বিনা – 

মাঝি , তুমি দেখাে ছােকানুরে , ভাই , 

           ও বড়াই ভীতু কিনা । 

আমার জন্যে কিছু ভেবাে না 

            আমি তাে বড়ােই প্রায় 

ঝড় এলে ডেকো আমারে – ছােকানু 

              যেন সুখে ঘুম যায় ।




Tag: নদীর স্বপ্ন বুদ্ধদেব বসু কবিতা,  কবিতা নদীর স্বপ্ন,  Kobita Nodir Shopno Buddhodev Bosu


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন