নেমন্তন্ন অন্নদাশঙ্কর রায় কবিতা
কবিতা নেমন্তন্ন
Kobita Nemontonno Onnodasonkor Ray
নেমন্তন্ন
অন্নদাশঙ্কর রায়
যাচ্ছ কোথা ?
চাংড়িপােতা ।
কিসের জন্য ?
নেমন্তন্ন ।
বিয়ের বুঝি ?
না, বাবুজি ।
কিসের তবে ?
ভজন হবে ।
শুধুই ভজন ? প্রসাদ
ভোজন ।
কেমন প্রসাদ ।
যা খেতে সাধ ।
কি খেতে চাও ?
ছানার পােলাও ।
ইচ্ছে কী আর ?
সরপুরিয়ার ।
আঃ কী আয়েস ।
রাবড়ি পায়েস ।
এই কেবলি ?
ক্ষীর কদলী ।
বাঃ কী ফলার।
সবরি কলার ।
এবার থামাে ।
ফজলি আমও ।
আমিও যাই ?
না, মশাই ।
Tag: নেমন্তন্ন অন্নদাশঙ্কর রায় কবিতা, কবিতা নেমন্তন্ন, Kobita Nemontonno Onnodasokor Ray, নেমন্তন্ন কবিতা Lyrics
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)