মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্ত কবিতা | কবিতা মানুষ জাতি | Kobita Manus Jati Sotendronath Dotto


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 



মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্ত কবিতা  

কবিতা মানুষ জাতি  

Kobita Manus Jati Sotendronath Dotto

মানুষ জাতি 

সত্যেন্দ্রনাথ দত্ত 


জগৎ জুড়িয়া এক জাতি আছে 

       সে জাতির নাম মানুষ জাতি ; 

এক পৃথিবীর অনন্য লালিত 

       একই রবি শশী মােদের সাথি । 

শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা 

         সবাই আমরা সমান বুঝি , 

কচি কাচাগুলি ডাটো করে তুলি 

          বাঁচিবার তরে সমান যুঝি । 

দোসর খুঁজি ও বাসর বাধি গাে , 

      জলে ডুবি , বাটি পাইলে ডাঙা , 

কালাে আর ধলাে বাহিরে কেবল 

          ভিতরে সবারই সমান রাঙা । 

বাহিরের ছােপ আঁচড়ে সে লােপ । 

           ভিতরের রং পলকে ফোটে , 

বামুন , শূদ্র , বৃহৎ ,ক্ষুদ্র 

         কৃত্রিম ভেদ ধূলায় ললাটে । 

বংশে বংশে নাহিকো তফাত 

       বনেদি কে আর গর - বনেদি , 

দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ 

       দুনিয়া সবারি জনম - বেদি ।



Tag: মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্ত কবিতা,  কবিতা মানুষ জাতি,  Kobita Manus Jati Sotendronath Dotto


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন