মা কাজী নজরুল ইসলাম কবিতা | কবিতা মা | Kobita Ma kazi Nuzrul Islam


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



মা কাজী নজরুল ইসলাম কবিতা  

কবিতা মা  

Kobita Ma kazi Nuzrul Islam

মা 

কাজী নজরুল ইসলাম 


যেখানেতে দেখি যাহা 

মা - এর মতন আহা 

একটি কথায় এত সুধা মেশা নাই , 

মায়ের মতন এত 

আদর সােহাগ সে তাে 

আর কোনােখানে কেহ পাইবে না ভাই । 


হেরিলে মায়ের মুখ , 

দূরে যায় সব দুখ , 

মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান , 

মায়ের শীতল কোলে 

সকল যাতনা ভোলে 

কােনা সােহালে মাতা বুকটি ভরান । 


যখন জনম নিনু 

কতাে অসহায় ছিনু ,

কাদা ছাড়া নাহি জানিতাম কোনাে কিছু , 

ওঠা বসা দূরে থাক 

মুখে নাহি ছিল বাক , 

চাহনি ফিরিত শুধু মা - র পিছু পিছু! 


পাঠশালা হতে যবে 

ঘরে ফিরি যাব সবে , 

কতাে না দূরে কোলে তুলি নেবে মাতা , 

খাবার ধরিয়া মুখে 

শুধাবেন কতাে সুখে 

কতাে আজ লেখা হলাে , পড়া কতাে পাতা ?  


পড়া লেখা ভালাে হলে 

দেখেছ সে কতাে হলে 

ঘরে ঘরে মা আমার কতাে নাম করে ! 

বলে , ' মাের খােকামণি । 

হীরা - মানিকের খনি , 

এমনটি নাই কারাে ! ' শুনে বুক ভরে ।


দিবানিশি ভাবনা 

কিসে ক্লেশ পাব না , 

কিসে সে মানুষ হব , বড় হব কিসে 

বুক ভরে ওঠে মা- র 

ছেলেরি গরবে তার 

সব দুখ সুখ হয় মায়ের আশিসে ।




Tag: মা কাজী নজরুল ইসলাম কবিতা,  কবিতা মা,  Kobita Ma kazi Nuzrul Islam


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post