মা কাজী নজরুল ইসলাম কবিতা
কবিতা মা
Kobita Ma kazi Nuzrul Islam
মা
কাজী নজরুল ইসলাম
যেখানেতে দেখি যাহা
মা - এর মতন আহা
একটি কথায় এত সুধা মেশা নাই ,
মায়ের মতন এত
আদর সােহাগ সে তাে
আর কোনােখানে কেহ পাইবে না ভাই ।
হেরিলে মায়ের মুখ ,
দূরে যায় সব দুখ ,
মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান ,
মায়ের শীতল কোলে
সকল যাতনা ভোলে
কােনা সােহালে মাতা বুকটি ভরান ।
যখন জনম নিনু
কতাে অসহায় ছিনু ,
কাদা ছাড়া নাহি জানিতাম কোনাে কিছু ,
ওঠা বসা দূরে থাক
মুখে নাহি ছিল বাক ,
চাহনি ফিরিত শুধু মা - র পিছু পিছু!
পাঠশালা হতে যবে
ঘরে ফিরি যাব সবে ,
কতাে না দূরে কোলে তুলি নেবে মাতা ,
খাবার ধরিয়া মুখে
শুধাবেন কতাে সুখে
কতাে আজ লেখা হলাে , পড়া কতাে পাতা ?
পড়া লেখা ভালাে হলে
দেখেছ সে কতাে হলে
ঘরে ঘরে মা আমার কতাে নাম করে !
বলে , ' মাের খােকামণি ।
হীরা - মানিকের খনি ,
এমনটি নাই কারাে ! ' শুনে বুক ভরে ।
দিবানিশি ভাবনা
কিসে ক্লেশ পাব না ,
কিসে সে মানুষ হব , বড় হব কিসে
বুক ভরে ওঠে মা- র
ছেলেরি গরবে তার
সব দুখ সুখ হয় মায়ের আশিসে ।
Tag: মা কাজী নজরুল ইসলাম কবিতা, কবিতা মা, Kobita Ma kazi Nuzrul Islam
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)