কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচী কবিতা | কবিতা কজলা দিদি | Kobita kajla Didi Jotindronath Bagchi


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com




কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচী কবিতা  

কবিতা কজলা দিদি

Kobita kajla Didi Jotindronath Bagchi


কাজলা দিদি 

যতীন্দ্রমােহন বাগচী

বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই 

মাগাে , আমার শােলক -বলা কাজলা দিদি কই ? 

পুকুর ধারে , নেবুর তলে থােকায় থােকায় জোনাই জ্বলে , 

ফুলের গন্ধে ঘুম আসে না , একলা জেগে রই 

মাগাে , আমার কোলের কাছে কাজলা দিদি কই ?

সেদিন হতে দিদিকে আর কেনই - বা না ডাকো , 

দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো ? 


খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি , তখন 

ও - ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো , 

আমি ডাকি , - তুমি কেন চুপটি করে থাকো ? 

বল মা , দিদি কোথায় গেছে , আসবে আবার কবে ? 

কাল যে আমার নতুন ঘরে পুতুল - বিয়ে হবে ! 

দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে 

তুমি তখন একলা ঘরে কেমন করে রবে ?

আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে !


ভুঁইচাপাতে ভরে গেছে শিউলি গাছের তল , 

মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল ; 

ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে , 

দিস না তারে উড়িয়ে মা গাে , ছিড়তে গিয়ে ফল ;। 

দিদি এসে শুনবে যখন , বলবে কী মা বল ! 


বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই 

এমন সময় , মাগাে , আমার কাজলা দিদি কই ? 

বেড়ার ধারে , পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে - ঝাড়ে ; 

নেবুর গন্ধে ঘুম আসে না- তাইতাে জেগে রই ; 

রাত হলাে যে , মাগাে , আমার কাজলা দিদি কই ?



Tag: কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচী কবিতা,  কবিতা কজলা দিদি,  Kobita kajla Didi Jotindronath Bagchi, বাংলা কাজলা দিদি কবিতা


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post