কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচী কবিতা
কবিতা কজলা দিদি
Kobita kajla Didi Jotindronath Bagchi
কাজলা দিদি
যতীন্দ্রমােহন বাগচী
বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই
মাগাে , আমার শােলক -বলা কাজলা দিদি কই ?
পুকুর ধারে , নেবুর তলে থােকায় থােকায় জোনাই জ্বলে ,
ফুলের গন্ধে ঘুম আসে না , একলা জেগে রই
মাগাে , আমার কোলের কাছে কাজলা দিদি কই ?
সেদিন হতে দিদিকে আর কেনই - বা না ডাকো ,
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো ?
খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি , তখন
ও - ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো ,
আমি ডাকি , - তুমি কেন চুপটি করে থাকো ?
বল মা , দিদি কোথায় গেছে , আসবে আবার কবে ?
কাল যে আমার নতুন ঘরে পুতুল - বিয়ে হবে !
দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন করে রবে ?
আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে !
ভুঁইচাপাতে ভরে গেছে শিউলি গাছের তল ,
মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল ;
ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে ,
দিস না তারে উড়িয়ে মা গাে , ছিড়তে গিয়ে ফল ;।
দিদি এসে শুনবে যখন , বলবে কী মা বল !
বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই
এমন সময় , মাগাে , আমার কাজলা দিদি কই ?
বেড়ার ধারে , পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে - ঝাড়ে ;
নেবুর গন্ধে ঘুম আসে না- তাইতাে জেগে রই ;
রাত হলাে যে , মাগাে , আমার কাজলা দিদি কই ?
Tag: কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচী কবিতা, কবিতা কজলা দিদি, Kobita kajla Didi Jotindronath Bagchi, বাংলা কাজলা দিদি কবিতা
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)