জীবন বিনিময় গোলাম মোস্তফা কবিতা | কবিতা জীবন বিনিময় | Kobita Jibon Binimoy Golam Mostofa


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



জীবন বিনিময় গোলাম মোস্তফা কবিতা  

কবিতা জীবন বিনিময়  

Kobita Jibon Binimoy Golam Mostofa


জীবন বিনিময় 

গোলাম মোস্তফা 


বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে , নিদ নাহি চোখে তার 

পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর ! 

চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ - অন্ধকার । 


রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ 

এসেছে সবাই , দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ , 

সেবাযত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক লেশ । 

তবু তাঁর সেই দুরন্ত রােগ হটিতেছে নাক হায় , 

যত দিন যায় , দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় 

জীবন - প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবির প্রায় । 


শুধাল বাবর ব্যগ্রকণ্ঠে ভিষকবৃন্দে ডাকি , 

বল বল আজি সত্যি করিয়া , দিও নাকো মােরে ফাঁকি , 

এই রােগ হতে বাদশাজাদার মুক্তি মিলিবে নাকি ? ” 


নতমস্তকে রহিল সবাই , কহিল না কোন কথা , 

মুখর হইয়া উঠিল তাঁদের সে নিষ্ঠুর নীরবতা 

শেলসম আসি বাবরের বুকে বিঁধিল কিসের ব্যথা । 


হেনকালে এক দরবেশ উঠি কহিলেন- ‘ সুলতান , 

সবচেয়ে তব শ্রেষ্ঠ যে - ধন দিতে যদি পার দান , 

খুশি হয়ে তবে বাঁচাবে আল্লা বাদশাজাদার প্রাণ ।


শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহিক মানি ‘ 

তাই যদি হয় , প্রস্তুত আমি দিতে সেই কোরবানি , 

সবচেয়ে মাের শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি 

এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল

গভীর ধেয়ানে বসিল বাবর শান্ত অচঞ্চল , 

প্রার্থনারত হাতদুটি তার , নয়নে অশ্রু জল । 


কহিল কাঁদিয়া- ‘ হে দয়াল খােদা , হে রহিম রহমান 

মাের জীবনের সবচেয়ে প্রিয় আমারি আপন প্রাণ, 

তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মােরে প্রতিদান । ' 


স্তব্ধ - নীরব গৃহতল , মুখে নাহি কারাে বাণী 

গভীর রজনী , সুপ্তি - মগন নিখিল বিশ্বরাণী , 

আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গােপন কি কানাকানি । 


সহসা বাবর ফুকারি উঠিল - নাহি ভয় নাহি ভয় , 

প্রার্থনা মাের কবুল করেছে আল্লাহ যে দয়াময় , 

পুত্র আমার বাঁচিয়া উঠিবে - মরিবে না নিশ্চয় । ' 


ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ 

নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত জয়ােল্লাস , 

তিমির রাতের তােরণে তােরণে উষার পূর্বাভাস । 


সেইদিন হতে রােগ - লক্ষণ দেখাদিল বাবরের , 

হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের , 

নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের । 

মরিল বাবর - না , না ভুল কথা , মৃত্যু কে তারে কয় ? 

মরিয়া বাবর অমর হয়েছে , নাহি তার কোন ক্ষয় , 

পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় ।



Tag: জীবন বিনিময় গোলাম মোস্তফা কবিতা,  কবিতা জীবন বিনিময়,  Kobita Jibon Binimoy Golam Mostofa


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post