ফুল্লরার বারােমাস্যা মুকুন্দরাম চক্রবর্তী কবিতা | কবিতা ফুল্লরার বারােমাস্যা | Kobita Fullrar Baromas Mokundoram Chakrabarty


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



ফুল্লরার বারােমাস্যা মুকুন্দরাম চক্রবর্তী কবিতা  

কবিতা ফুল্লরার বারােমাস্যা  

Kobita Fullrar Baromas Mokundoram Chakrabarty


ফুল্লরার বারােমাস্যা 

মুকুন্দরাম চক্রবর্তী 


পাশেতে বসিয়া রামা কহে দুঃখবাণী । 

ভাঙ্গা কুড়া ঘরখানি পত্রে ছাউনি ॥ 

ভেরাঙ্গার খাম তার আছে মধ্য ঘরে । 

প্রথম বৈশাখ মাসে নিত্য ভাঙ্গে ঝড়ে ॥ 

পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড তপন । 

খরতর পােড়ে অঙ্গ রবির কিরণ । 

পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস । 

বেঙচের ফল খায়্যা করি উপবাস ॥ 


আষাঢ়ে পুরিল মহী নবমেঘে জল । 

বড় বড় গৃহস্থের টুটয়ে সম্বল ॥ 

মাংসের পসরা লয়্যা বুলি ঘরে ঘরে । 

কিছু খুদ - কুড়া মিলে উদর না পুরে ॥ 


শ্রাবণে বরিষে মেঘ দিবস রজনী । 

সিতাসিত দুই পক্ষ একই না জানি ॥ 

অভাগ্য মনে গুণি অভাগ্য মনে গুণি । 

কত শত খায় জোঁক নাহি খায় ফণী ॥

ভাদ্রপদ মাসে বড় দুরন্ত বাদল । 

নদনদী এককার আটদিকে জল । 


আশ্বিনে অম্বিকা পূজা করে জনে জনে । 

ছাগল মহিষ মেষ দিয়া বলি দানে ॥ 

উত্তম বসনে বেশ করয়ে বনিতা । 

অভাগী ফুল্লরা করে উদরের চিন্তা।  


কার্তিক মাসেতে হয় হিমের প্রকাশ । 

যগজনে করে শীত - নিবারণ বাস ॥ 

নিযুক্ত করিলা বিধি সভার কাপড় । 

অভাগী ফুল্লরা পরে হরিণের ছড় ॥ 


মাস মধ্যে মাস্যর আপনে ভগবান । 

হাটে মাঠে গৃহে গােঠে সভাকার ধান 

উদয় পুরিয়া অন্ন দৈবে দিলা যদি ।

যম - শম শীত তথি নিরমিলা বিধি ॥ 


পউষে প্রবল শীত সুখী যগজন । 

তুলি পাড়ি পাছড়ি শীতের নিবারণ ॥ 

হরিণী বদলে পাইনু পুরাণ খােসলা । 

উড়িতে সকল অঙ্গে বরিষয়ে ধুলা ॥ 


মাঘে কুজ্বটিকা প্রভু মৃগয়াতে যায় । 

আন্ধারে লুকায় মৃগ দেখিতে না পায় ॥ 


সহজে শীতল ঋতু ফাল্গুন যে মাসে । 

পােড়ায় রমণীগণ বসন্ত বাতাসে । 


অনল সমান পােড়ে চইতের খরা । 

চালু সেরে বান্ধা দিনু মাটিয়া পাথরা ॥ 

দুঃখ কর অবধান দুঃখ কর অবধান । 

আমানি খাবার গর্ত দেখ বিদ্যমান ।



Tag: ফুল্লরার বারােমাস্যা মুকুন্দরাম চক্রবর্তী কবিতা,  কবিতা ফুল্লরার বারােমাস্যা,  Kobita Fullrar Baromas Mokundoram Chakrabarty


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)