ফুল্লরার বারােমাস্যা মুকুন্দরাম চক্রবর্তী কবিতা | কবিতা ফুল্লরার বারােমাস্যা | Kobita Fullrar Baromas Mokundoram Chakrabarty


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



ফুল্লরার বারােমাস্যা মুকুন্দরাম চক্রবর্তী কবিতা  

কবিতা ফুল্লরার বারােমাস্যা  

Kobita Fullrar Baromas Mokundoram Chakrabarty


ফুল্লরার বারােমাস্যা 

মুকুন্দরাম চক্রবর্তী 


পাশেতে বসিয়া রামা কহে দুঃখবাণী । 

ভাঙ্গা কুড়া ঘরখানি পত্রে ছাউনি ॥ 

ভেরাঙ্গার খাম তার আছে মধ্য ঘরে । 

প্রথম বৈশাখ মাসে নিত্য ভাঙ্গে ঝড়ে ॥ 

পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড তপন । 

খরতর পােড়ে অঙ্গ রবির কিরণ । 

পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস । 

বেঙচের ফল খায়্যা করি উপবাস ॥ 


আষাঢ়ে পুরিল মহী নবমেঘে জল । 

বড় বড় গৃহস্থের টুটয়ে সম্বল ॥ 

মাংসের পসরা লয়্যা বুলি ঘরে ঘরে । 

কিছু খুদ - কুড়া মিলে উদর না পুরে ॥ 


শ্রাবণে বরিষে মেঘ দিবস রজনী । 

সিতাসিত দুই পক্ষ একই না জানি ॥ 

অভাগ্য মনে গুণি অভাগ্য মনে গুণি । 

কত শত খায় জোঁক নাহি খায় ফণী ॥

ভাদ্রপদ মাসে বড় দুরন্ত বাদল । 

নদনদী এককার আটদিকে জল । 


আশ্বিনে অম্বিকা পূজা করে জনে জনে । 

ছাগল মহিষ মেষ দিয়া বলি দানে ॥ 

উত্তম বসনে বেশ করয়ে বনিতা । 

অভাগী ফুল্লরা করে উদরের চিন্তা।  


কার্তিক মাসেতে হয় হিমের প্রকাশ । 

যগজনে করে শীত - নিবারণ বাস ॥ 

নিযুক্ত করিলা বিধি সভার কাপড় । 

অভাগী ফুল্লরা পরে হরিণের ছড় ॥ 


মাস মধ্যে মাস্যর আপনে ভগবান । 

হাটে মাঠে গৃহে গােঠে সভাকার ধান 

উদয় পুরিয়া অন্ন দৈবে দিলা যদি ।

যম - শম শীত তথি নিরমিলা বিধি ॥ 


পউষে প্রবল শীত সুখী যগজন । 

তুলি পাড়ি পাছড়ি শীতের নিবারণ ॥ 

হরিণী বদলে পাইনু পুরাণ খােসলা । 

উড়িতে সকল অঙ্গে বরিষয়ে ধুলা ॥ 


মাঘে কুজ্বটিকা প্রভু মৃগয়াতে যায় । 

আন্ধারে লুকায় মৃগ দেখিতে না পায় ॥ 


সহজে শীতল ঋতু ফাল্গুন যে মাসে । 

পােড়ায় রমণীগণ বসন্ত বাতাসে । 


অনল সমান পােড়ে চইতের খরা । 

চালু সেরে বান্ধা দিনু মাটিয়া পাথরা ॥ 

দুঃখ কর অবধান দুঃখ কর অবধান । 

আমানি খাবার গর্ত দেখ বিদ্যমান ।



Tag: ফুল্লরার বারােমাস্যা মুকুন্দরাম চক্রবর্তী কবিতা,  কবিতা ফুল্লরার বারােমাস্যা,  Kobita Fullrar Baromas Mokundoram Chakrabarty


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post