ফেব্রুয়ারি ১৯৬৯ শামসুর রাহমান কবিতা | কবিতা ফেব্রুয়ারি ১৯৬৯ | Kobita February 1969 Samsur Rahman


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



ফেব্রুয়ারি ১৯৬৯ শামসুর রাহমান কবিতা  

কবিতা ফেব্রুয়ারি ১৯৬৯  

Kobita February 1969 Samsur Rahman


ফেব্রুয়ারি ১৯৬৯ 

শামসুর রাহমান 

আবার ফুটেছে দ্যাখাে কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে 

কেমন নিবিড় হয়ে । কখনাে মিছিলে কখনাে - বা 

একা হেঁটে যেতে যেতে মনে হয় — ফুল নয় , ওরা 

শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ , স্মৃতিগন্ধে ভরপুর। 

একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং । 

এ - রঙের বিপরীত আছে অন্য রং , 

যে - রং লাগে না ভালাে চোখে , যে - রং সন্ত্রাস আনে । 

প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল - সন্ধ্যায় 

এখন সে রঙে ছেয়ে গেছে পথ - ঘাট , সারা দেশ 

ঘাতকের অশুভ আস্তানা ।

আমি আর আমার মতােই বহু লােক 

রাত্রি - দিন ভূলুষ্ঠিত ঘাতকের আস্তানায় , 

কেউ মরা , আধমরা কেউ , কেউ বা ভীষণ জেদি , দারুণ বিপ্লবে ফেটে পড়া । চতুর্দিকে 

মানবিক বাগান , কমলবন হচ্ছে তছনছ । 

বুঝি তাই উনিশশাে উনসত্তরেও 

আবার সালাম নামে রাজপথে , শূন্যে তােলে ফ্ল্যাগ, 

বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে । 

সালামের চোখ আজ আলােচিত ঢাকা , 

সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা । 

দেখলাম রাজপথে , দেখলাম আমরা সবাই 

জনসাধারণ । 

দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতাে 

ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা 

আর বরকত বলে গাঢ় উচ্চারণে 

এখনাে বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজলে 

ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে 

হৃদয়ের হরিৎ উপত্যকায় । সেই ফুল আমাদেরই প্রাণ , 

শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায় ।



Tag: ফেব্রুয়ারি ১৯৬৯ শামসুর রাহমান কবিতা,  কবিতা ফেব্রুয়ারি ১৯৬৯,  Kobita February 1969 Samsur Rahman


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post