ফাগুন মাস হুমায়ুন আজাদ কবিতা | কবিতা ফাগুন মাস | Kobita Fagun Mas Humayun Azad


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



ফাগুন মাস হুমায়ুন আজাদ কবিতা  

কবিতা ফাগুন মাস  

Kobita Fagun Mas Humayun Azad

ফাগুন মাস 

হুমায়ুন আজাদ 


ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস 

পাথর ঠেলে মাথা উঁচায় ঘাস । 

হাড়ের মতাে শক্ত ডাল ফেঁড়ে 

সবুজ পাতা আবার ওঠে বেড়ে । 

সকল দিকে বনের বিশাল গাল 

ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল । 

বাংলাদেশের মাঠে বনের তলে 

ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে । 


ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস 

হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস 

ফাগুন মাসে পােলাপ কাদে বনে 

কান্নারা সব ডুকরে ওঠে মনে । 

ফাগুন মাসে মায়ের চোখে জল 

ঘাসের ওপর কাপে যে টলমল । 

ফাগুন মাসে বােনেরা ওঠে কেঁদে 

হারানাে ভাই দুই বাহুতে বেঁধে । 


ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে 

ফাগুন মাসে দৃশ্য আসে বথে । 

ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে 

ফাগুন তার আগুন দেয় জ্বেলে । 

বাংলাদেশের শহর গ্রামে চরে 

ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে । 

ফাগুন মাসে দুঃখী গােলাপ ফোটে 

বুকের ভেতর শহিদ মিনার ওঠে । 


সেই যে কবে কয়েকজন খােকা । 

ফুল ফোটালাে থােকা থােকা 

গাছের ডালে পথের বুকে ঘরে 

ফাগুন মাসে তাদেরই মনে পড়ে । 

সেই যে কবে তিরিশ বছর হলাে— 

ফাগুন মাসের দু - চোখ হলােছলো । 

বুকের ভেতর ফাগুন পােষে ভয়— 

তার খােকাদের আবার কী যে হয় ।



Tag: ফাগুন মাস হুমায়ুন আজাদ কবিতা,  কবিতা ফাগুন মাস,  Kobita Fagun Mas Humayun Azad


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)