ফাগুন মাস হুমায়ুন আজাদ কবিতা | কবিতা ফাগুন মাস | Kobita Fagun Mas Humayun Azad


ফাগুন মাস হুমায়ুন আজাদ কবিতা  

কবিতা ফাগুন মাস  

Kobita Fagun Mas Humayun Azad

ফাগুন মাস 

হুমায়ুন আজাদ 


ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস 

পাথর ঠেলে মাথা উঁচায় ঘাস । 

হাড়ের মতাে শক্ত ডাল ফেঁড়ে 

সবুজ পাতা আবার ওঠে বেড়ে । 

সকল দিকে বনের বিশাল গাল 

ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল । 

বাংলাদেশের মাঠে বনের তলে 

ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে । 


ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস 

হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস 

ফাগুন মাসে পােলাপ কাদে বনে 

কান্নারা সব ডুকরে ওঠে মনে । 

ফাগুন মাসে মায়ের চোখে জল 

ঘাসের ওপর কাপে যে টলমল । 

ফাগুন মাসে বােনেরা ওঠে কেঁদে 

হারানাে ভাই দুই বাহুতে বেঁধে । 


ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে 

ফাগুন মাসে দৃশ্য আসে বথে । 

ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে 

ফাগুন তার আগুন দেয় জ্বেলে । 

বাংলাদেশের শহর গ্রামে চরে 

ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে । 

ফাগুন মাসে দুঃখী গােলাপ ফোটে 

বুকের ভেতর শহিদ মিনার ওঠে । 


সেই যে কবে কয়েকজন খােকা । 

ফুল ফোটালাে থােকা থােকা 

গাছের ডালে পথের বুকে ঘরে 

ফাগুন মাসে তাদেরই মনে পড়ে । 

সেই যে কবে তিরিশ বছর হলাে— 

ফাগুন মাসের দু - চোখ হলােছলো । 

বুকের ভেতর ফাগুন পােষে ভয়— 

তার খােকাদের আবার কী যে হয় ।



Tag: ফাগুন মাস হুমায়ুন আজাদ কবিতা,  কবিতা ফাগুন মাস,  Kobita Fagun Mas Humayun Azad


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 


 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন