ছায়াবাজি সুকুমার রায় কবিতা | কবিতা ছায়াবাজি | Kobita Chayabaji Sukumar Ray


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



ছায়াবাজি সুকুমার রায় কবিতা  

কবিতা ছায়াবাজি  

Kobita Chayabaji Sukumar Ray


ছায়াবাজি 

সুকুমার রায়

আজগুবি নয় , আজগুবি নয় , সত্যিকারের কথা- 

ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলাে ব্যথা ! 

ছায়া ধরার ব্যবসা করি তাও জানাে না বুঝি ? 

রােদের ছায়া , চাঁদের ছায়া , হরেক রকম পুঁজি । 

শিশির ভেজা সদ্য ছায়া , সকাল বেলায় তাজা , 

গ্রীষ্মকালে শুকনাে ছায়া ভীষণ রােদে ভাজা । 

চিলগুলাে যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে 

ফাঁদ ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি পুরে । 

কাগের ছায়া বগের ছায়া দেখছি কত ঘেঁটে 

হাল্কা মেঘের পানসে ছায়া তাও দেখেছি চেটে । 

কেউ জানে না এসব কথা কেউ বােঝে না কিছু , 

কেউ ঘােরে না আমার মতাে ছায়ার পিছু পিছু । 

তােমরা ভাবাে গাছের ছায়া অমনি লুটায় ডুয়ে , 

অমনি শুধু ঘুমায় বুঝি শান্ত মতন শুয়ে ; 

আসল ব্যাপার জানবে যদি আমার কথা শােনাে 

বলছি যা তা সত্যি কথা , সন্দেহ নাই কোনাে 

কেউ যবে তার রয় না কাছে , দেখতে নাহি পায় , 

গাছের ছায়া ছটফটিয়ে এদিক ওদিক চায় ।

সেই সময়ে গুড়গুড়িয়ে পিছন হতে এসে 

ধামায় চেপে ধপাস করে ধরবে তারে ঠেসে । 

পাতলা ছায়া , ফোকলা ছায়া , ছায়া গভীর কালাে 

গাছের চেয়ে গাছের ছায়া সব রকমেই ভালাে । 

গাছগাছালি শেকড় বাকল সুদ্ধ সবাই গেলে , 

বাপরে বলে পালায় ব্যামাে ছায়ার ওষুধ খেলে । 

নিমের ছায়া ঝিঙের ছায়া তিক্ত ছায়ার পাক 

যেই খাবে ভাই অঘাের ঘুমে ডাকবে তাহার নাক । 

চাঁদের আলােয় পেঁপের ছায়া ধরতে যদি পারাে , 

শুকলে পরে সর্দিকাশি থাকবে না আর কারাে । 

আমড়া গাছের নােংরা ছায়া কামড়ে যদি খায় 

ল্যাংড়া লােকের ঠ্যাং গজাবে সন্দেহ নাই তায় । 

আষাঢ় মাসের বাদলা দিনে বাঁচতে যদি চাও , 

তেঁতুলতলার তপ্ত ছায়া হপ্তা তিনেক খাও । 

মৌয়া গাছের মিষ্টি ছায়া ব্লটিং দিয়ে শুষে 

ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে ! 

পাক্কা নতুন টাটকা ওষুধ এক্কেবারে দিশি— 

দাম করেছি শস্তা বড় , চোদ্দ আনা শিশি ।



Tag: ছায়াবাজি সুকুমার রায় কবিতা,  কবিতা ছায়াবাজি,  Kobita Chayabaji Sukumar Ray


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post