ছায়াবাজি সুকুমার রায় কবিতা
কবিতা ছায়াবাজি
Kobita Chayabaji Sukumar Ray
ছায়াবাজি
সুকুমার রায়
আজগুবি নয় , আজগুবি নয় , সত্যিকারের কথা-
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলাে ব্যথা !
ছায়া ধরার ব্যবসা করি তাও জানাে না বুঝি ?
রােদের ছায়া , চাঁদের ছায়া , হরেক রকম পুঁজি ।
শিশির ভেজা সদ্য ছায়া , সকাল বেলায় তাজা ,
গ্রীষ্মকালে শুকনাে ছায়া ভীষণ রােদে ভাজা ।
চিলগুলাে যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে
ফাঁদ ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি পুরে ।
কাগের ছায়া বগের ছায়া দেখছি কত ঘেঁটে
হাল্কা মেঘের পানসে ছায়া তাও দেখেছি চেটে ।
কেউ জানে না এসব কথা কেউ বােঝে না কিছু ,
কেউ ঘােরে না আমার মতাে ছায়ার পিছু পিছু ।
তােমরা ভাবাে গাছের ছায়া অমনি লুটায় ডুয়ে ,
অমনি শুধু ঘুমায় বুঝি শান্ত মতন শুয়ে ;
আসল ব্যাপার জানবে যদি আমার কথা শােনাে
বলছি যা তা সত্যি কথা , সন্দেহ নাই কোনাে
কেউ যবে তার রয় না কাছে , দেখতে নাহি পায় ,
গাছের ছায়া ছটফটিয়ে এদিক ওদিক চায় ।
সেই সময়ে গুড়গুড়িয়ে পিছন হতে এসে
ধামায় চেপে ধপাস করে ধরবে তারে ঠেসে ।
পাতলা ছায়া , ফোকলা ছায়া , ছায়া গভীর কালাে
গাছের চেয়ে গাছের ছায়া সব রকমেই ভালাে ।
গাছগাছালি শেকড় বাকল সুদ্ধ সবাই গেলে ,
বাপরে বলে পালায় ব্যামাে ছায়ার ওষুধ খেলে ।
নিমের ছায়া ঝিঙের ছায়া তিক্ত ছায়ার পাক
যেই খাবে ভাই অঘাের ঘুমে ডাকবে তাহার নাক ।
চাঁদের আলােয় পেঁপের ছায়া ধরতে যদি পারাে ,
শুকলে পরে সর্দিকাশি থাকবে না আর কারাে ।
আমড়া গাছের নােংরা ছায়া কামড়ে যদি খায়
ল্যাংড়া লােকের ঠ্যাং গজাবে সন্দেহ নাই তায় ।
আষাঢ় মাসের বাদলা দিনে বাঁচতে যদি চাও ,
তেঁতুলতলার তপ্ত ছায়া হপ্তা তিনেক খাও ।
মৌয়া গাছের মিষ্টি ছায়া ব্লটিং দিয়ে শুষে
ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে !
পাক্কা নতুন টাটকা ওষুধ এক্কেবারে দিশি—
দাম করেছি শস্তা বড় , চোদ্দ আনা শিশি ।
Tag: ছায়াবাজি সুকুমার রায় কবিতা, কবিতা ছায়াবাজি, Kobita Chayabaji Sukumar Ray
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)