বৃষ্টি ফররুখ আহমদ কবিতা
কবিতা বৃষ্টি
Kobita Bristy Forruk Ahmed
বৃষ্টি
ফররুখ আহমদ
বৃষ্টি এলাে ... বহু প্রতীক্ষিত বৃষ্টি ! - পদ্মা মেঘনার
দুপাশে আবাদি গ্রামে , বৃষ্টি এলাে পূবের হাওয়ায় ,
বিদগ্ধ আকাশ , মাঠ ঢেকে গেল কাজল ছায়ায় ;
বিদ্যুৎ - রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সওয়ার ।
দিকদিগন্তের পথে অপরূপ আভা দেখে তার
বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় ,
রৌদ্র - দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায় ,
নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার ।
রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ - ওঠা হাতের মতন
রুক্ষ মাঠ আসমান শােনে সেই বর্ষণের সুর ,
তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন ,
পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ , প্রান্তর বন্ধুর ,
যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন
সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষন্ন মেদুর ॥
Tag: বৃষ্টি ফররুখ আহমদ কবিতা, কবিতা বৃষ্টি, Kobita Bristy Forruk Ahmed
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)