বঙ্গবাণী আবদুল হাকিম কবিতা | কবিতা বঙ্গবাণী | Kobita Bongobina Abdul Hakim


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


বঙ্গবাণী আবদুল হাকিম কবিতা  

কবিতা বঙ্গবাণী  

Kobita Bongobina Abdul Hakim


বঙ্গবাণী 

আবদুল হাকিম


কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস । 

সে সবে কহিল মােতে মনে হাবিলাষ ॥ 

তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন । 

নিজ পরিশ্রম তােষি আমি সর্বজন ॥ 

আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ । 

দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ ॥ 

আরবি ফারসি হিন্দে নাই দুই মত । 

যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত ॥ 

যেই দেশে যেই বাক্য কহে নরগণ । 

সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন ॥ 

সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানী । 

বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী ॥ 

মারফত ভেদে যার নাহিক গমন । 

হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ ॥ 

যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী । 

সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি ॥

দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় । 

নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায় ॥ 

মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি । 

দেশী ভাষা উপদেশ মনে হিত অতি ॥



Tag: বঙ্গবাণী আবদুল হাকিম কবিতা,  কবিতা বঙ্গবাণী,  Kobita Bongobina Abdul Hakim


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)