ব্ল্যাক - আউটের পূর্ণিমায় শহীদ কাদরী কবিতা
কবিতা ব্ল্যাক - আউটের পূর্ণিমায়
Kobita Black outer Purnimay Shohid Kadri
ব্ল্যাক - আউটের পূর্ণিমায়
শহীদ কাদরী
একটি আংটির মতাে তােমাকে পরেছি স্বদেশ
আমার কনিষ্ঠ আঙুলে , কখনও উদ্ধত তলােয়ারের মতাে
দীপ্তিমান ঘাসের বিস্তারে , দেখেছি তােমার ডাের কাটা
জ্বলজ্বলে রূপ জ্যোৎস্নায় । তারপর তােমার উন্মুক্ত প্রান্তরে
কাতারে কাতারে কত অচেনা শিবির , কুচকাওয়াজের ধ্বনি ,
যার আড়ালে তুমি অবিচল , অটুট , চিরকাল ।
যদিও বধ্যভূমি হলাে সারাদেশ রক্তপাতে আর্তনাদে
হঠাৎ হত্যায় ভরে গেল বাংলার বিস্তীর্ণ প্রান্তর ,
অথচ সেই প্রান্তরেই একদা ধাবমান জেব্রার মতাে
জীবনানন্দের নরম শরীর ছুঁয়ে উর্ধ্বশ্বাস বাতাস বয়েছে ।
এখন সেই বাতাসে শুধু ঝলসে যাওয়া স্বজনের
রক্তমাংসের ঘ্রাণ এবং ঘরে ফিরবার ব্যাকুল প্ররােচনা ।
শৃঙ্খলিত বিদেশির পতাকার নিচে এতকাল ছিল যারা
জড়ােসড়াে , মগজের কুণ্ডলীকৃত মেঘে পিস্তলের প্রােজ্জ্বল আদল
শীতরাতে এনেছিল ধমনীতে অন্য এক আকাক্ষার তাপ ।
আবাল্য তােমার যে নিসর্গ ছিল নিদারুণ নির্বিকার ,
সুরক্ষিত দুর্গের মতন আমাদের প্রতিরােধে সে হলাে সহায় ,
ব্ল্যাক - আউট অমান্য করে তুমি দিগন্তে জেলে দিলে
বিদ্রোহী পূর্ণিমা । আমি সেই পূর্ণিমার আলােয় দেখেছি ;
আমরা সবাই ফিরছি আবার নিজস্ব উঠোন পার হয়ে নিজেদের ঘরে ।
Tag: ব্ল্যাক - আউটের পূর্ণিমায় শহীদ কাদরী কবিতা, কবিতা ব্ল্যাক - আউটের পূর্ণিমায়, Kobita Black outer Purnimay Shohid Kadri
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)