বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা
কবিতা বীরপুরুষ
Kobita Birpurush Robindronath Thakur
বীরপুরুষ
রবীন্দ্রনাথ ঠাকুর
মনে করাে , যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে ।
তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে
দরজা দুটো একটু ফাক করে ,
আমি যাচ্ছি রাঙা ঘােড়র পরে
টগবগিয়ে তােমার পাশে পাশে ।
রাস্তা থেকে ঘােড়র খুর পুরে
রাঙা ধুলােয় মেঘ উড়িয়ে আসে ।
সন্ধে হলো , সূর্য নামে পাটে ,
এলেম যেন জোড়াদিঘির মাঠে ।
ধু ধু করে যে দিক - পানে চাই ,
কোনােখানে জনমানব নাই ,
তুমি যেন আপন মনে তাই
ভয় পেয়েছ - ভাবছ , ' এলেম কোথা ।
আমি বলছি , ‘ ভয় করাে না মা গাে ,
ওই দেখা যায় মরা নদীর সোঁতা ।
আমরা কোথায় যাচ্ছি কে তা জানে
অন্ধকার দেখা যায় না ভালাে ।
তুমি যেন বললে আমায় ডেকে ,
দিঘির ধাল্লে ওই - যে কিসের আলো !
এমন সময় হার্লে রে রে রে রে
ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে ।
তুমি ভয়ে পালকিতে এক কোণে
ঠাকুর - দেবতা স্মরণ করছ মনে ,
বেয়ারাগুলাে পাশের কাঁটাবনে
পালকি ছেড়ে কঁপছে থরােথরাে ।
আমি যেন তােমায় বলছি ডেকে ,
আমি আছি , তয় কেন মা করো ।
তুমি বললে , “ যাস নে খােকা ওরে ' ,
আমি বলি , “ দেখাে - না চুপ করে । ”
ছুটিয়ে ঘােড়া গেলেম তাদের মাঝে ,
ঢাল তলােয়ার ঝনঝনিয়ে বাজে ,
কী ভয়ানক লড়াই হলাে মা যে ,
শুনে তোমার গায়ে দেবে কাটা ।
কতাে লােক যে পালিয়ে গেল ভয়ে ,
কতাে লােকের মাথা পড়ল কাটা ।
এত লােকের সঙ্গে লড়াই কব্ল ,
ভাবছ খোকা গেলই বুঝি মরে ।
আমি তখন রক্ত মেখে ঘেমে
বলছি এসে , ' লড়াই গেছে থেমে ,
তুমি শুনে পালকি থেকে নেমে
চুমাে খেয়ে নিচ্ছ আমায় কোলে
বলছ , ' ভাগ্যে থােকা সঙ্গে ছিল
কী দুর্দশাই হতাে তা না হলে !
Tag: বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা, কবিতা বীরপুরুষ, Kobita Birpurush Robindronath Thakur, বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)