বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা | কবিতা বীরপুরুষ | Kobita Birpurush Robindronath Thakur


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com




বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা  

কবিতা বীরপুরুষ  

Kobita Birpurush Robindronath Thakur


বীরপুরুষ 

রবীন্দ্রনাথ ঠাকুর 

মনে করাে , যেন বিদেশ ঘুরে 

মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে । 

তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে 

দরজা দুটো একটু ফাক করে , 

আমি যাচ্ছি রাঙা ঘােড়র পরে 

টগবগিয়ে তােমার পাশে পাশে । 

রাস্তা থেকে ঘােড়র খুর পুরে 

রাঙা ধুলােয় মেঘ উড়িয়ে আসে । 


সন্ধে হলো , সূর্য নামে পাটে , 

এলেম যেন জোড়াদিঘির মাঠে । 

ধু ধু করে যে দিক - পানে চাই , 

কোনােখানে জনমানব নাই , 

তুমি যেন আপন মনে তাই 

ভয় পেয়েছ - ভাবছ , ' এলেম কোথা । 

আমি বলছি , ‘ ভয় করাে না মা গাে , 

ওই দেখা যায় মরা নদীর সোঁতা ।


আমরা কোথায় যাচ্ছি কে তা জানে 

অন্ধকার দেখা যায় না ভালাে । 

তুমি যেন বললে আমায় ডেকে , 

দিঘির ধাল্লে ওই - যে কিসের আলো !  

এমন সময় হার্লে রে রে রে রে 

ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে ।

তুমি ভয়ে পালকিতে এক কোণে 

ঠাকুর - দেবতা স্মরণ করছ মনে , 


বেয়ারাগুলাে পাশের কাঁটাবনে 

পালকি ছেড়ে কঁপছে থরােথরাে । 

আমি যেন তােমায় বলছি ডেকে , 

আমি আছি , তয় কেন মা করো । 


তুমি বললে , “ যাস নে খােকা ওরে ' , 

আমি বলি , “ দেখাে - না চুপ করে । ” 

ছুটিয়ে ঘােড়া গেলেম তাদের মাঝে , 

ঢাল তলােয়ার ঝনঝনিয়ে বাজে , 

কী ভয়ানক লড়াই হলাে মা যে , 

শুনে তোমার গায়ে দেবে কাটা । 

কতাে লােক যে পালিয়ে গেল ভয়ে , 

কতাে লােকের মাথা পড়ল কাটা । 


এত লােকের সঙ্গে লড়াই কব্ল , 

ভাবছ খোকা গেলই বুঝি মরে । 


আমি তখন রক্ত মেখে ঘেমে 

বলছি এসে , ' লড়াই গেছে থেমে , 

তুমি শুনে পালকি থেকে নেমে 

চুমাে খেয়ে নিচ্ছ আমায় কোলে 

বলছ , ' ভাগ্যে থােকা সঙ্গে ছিল 

কী দুর্দশাই হতাে তা না হলে !



Tag: বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা,  কবিতা বীরপুরুষ,  Kobita Birpurush Robindronath Thakur, বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post