বাঁচতে দাও শামসুর রাহমান কবিতা
কবিতা বাঁচতে দাও
Kobita Bachte Dio Samsur Rahman
বাঁচতে দাও
শামসুর রাহমান
এই তাে দ্যাখাে ফুলবাগানে গােলাপ ফোটে ,
ফুটতে দাও ।
রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছােটে ,
ছুটতে দাও ।
নীল আকাশের সােনালি চিল মেলছে পাখা ,
মেলতে দাও ।
জোনাক পােকা আলাের খেলা খেলছে রােজই ,
খেলতে দাও ।
মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু ,
ডাকতে দাও ।
বালির ওপর কত্ত কিছু আঁকছে শিশু ,
আঁকতে দাও ।
কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে ,
নাইতে দাও ।
গহিন গাঙে সুজন মাঝি বাইছে নাও ,
বাইতে দাও ।
নরম রােদে শ্যামা পাখি নাচ জুড়েছে ,
নাচতে দাও ।
শিশু , পাখি , ফুলের কুঁড়ি — সবাইকে আজ
বাচতে দাও । ?
Tag: বাঁচতে দাও শামসুর রাহমান কবিতা, কবিতা বাঁচতে দাও, Kobita Bachte Dio Samsur Rahman

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)