আঠারাে বছর বয়স সুকান্ত ভট্টাচার্য কবিতা
কবিতা আঠারাে বছর বয়স
Kobita Atharo bocor boios Sukanto vuttacharjo
আঠারাে বছর বয়স
সুকান্ত ভট্টাচার্য
আঠারাে বছর বয়স কী দুঃসহ
স্পর্ধায় নেয় মাথা তােলবার ঝুঁকি ,
আঠারাে বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি ।
আঠারাে বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা ,
এ বয়সে কেউ মাথা নােয়াবার নয়
আঠারাে বছর বয়স জানে না কাঁদা ।
এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে স্টিমারের মতাে চলে ,
প্রাণ দেওয়া - নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে ।
আঠারাে বছর বয়স ভয়ংকর তাজী
তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা ,
এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা ।
আঠারাে বছর বয়স যে দুর্বার
পথে প্রান্তরে ছােটায় বহু তুফান ,
দুর্যোগে হাল ঠিকমতাে রাখা ভার
ক্ষত - বিক্ষত হয় সহস্র প্রাণ ।
আঠারাে বছর বয়সে আঘাত আসে ।
অবিশ্রান্ত ; একে একে হয় জড়াে ,
এ বয়স কালাে লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাপে বেদনায় থরােথরাে ।
তবু আঠারাের শুনেছি জয়ধ্বনি ,
এ বয়স বাচে দুর্যোগে আর ঝড়ে ,
বিপদের মুখে এ বয়স অগ্রণী ।
এ বয়স তবু নতুন কিছু তাে করে ।
এ বয়স জেনাে ভীরু , কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে ,
এ বয়সে তাই নেই কোনাে সংশয়
এ দেশের বুকে আঠারাে আসুক নেমে ।
Tag: আঠারাে বছর বয়স সুকান্ত ভট্টাচার্য কবিতা, কবিতা আঠারাে বছর বয়স, Kobita Atharo bocor boios Sukanto vuttacharjo
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)