আসমানি জসীমউদ্দিন কবিতা | কবিতা আসমানি | Kobita Asmani Josim Uddin


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



আসমানি জসীমউদ্দিন কবিতা  

কবিতা আসমানি  

Kobita Asmani Josim Uddin

আসমানি 

জসীমউদ্দীন 


আসমানিরে দেখতে যদি তােমরা সবে চাও , 

রহিমদ্দির ছােট্ট বাড়ি রসুলপুরে যাও । 

বাড়ি তাে নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি , 

একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি । 

একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে , 

তারি তলে আসমানিরা থাকে বছর ভরে । 


পেটটি ভরে পায় না খেতে , বুকের ক’খান হাড় , 

সাক্ষী দেছে অনাহারে দিন গেছে তার । 

মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ - রাশি , 

থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি । 

পরনে তার শতেক তালির শতেক হেঁড়া বাস , 

সােনালি তার গার বরনের করছে উপহাস । 

ভোমর - কালাে চোখ দুটিতে নাই কৌতুক - হাসি , 

সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি । 

বাঁশির মতাে সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে , 

হয়নি সুযােগ লয় যে সে - সুর গানের সুরে বেঁধে 


আসমানিদের বাড়ির ধারে পথ - পুকুর ভরে , 

ব্যাঙের ছানা শ্যাওলা - পানা কিল - বিল - বিল করে । 

ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে , 

সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে । 

পেটটি তাহার ফুলছে পিলেয় , নিতুই যে জ্বর তার , 

বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর ।



Tag: আসমানি জসীমউদ্দিন কবিতা,  কবিতা আসমানি,  Kobita Asmani Josim Uddin


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post