আমার দেশ সুফিয়া কামাল কবিতা
কবিতা আমার দেশ
Kobita Amer Desh Sufiya Kamal
আমার দেশ
সুফিয়া কামাল
সূর্য - ঝলকো মৌসুমী ফুল ফুটে
স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে
পড়ে মাঠভরা ধান্য শীর্ষ পরে
দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে ।
আমার দেশের মাটিতে আমার প্রাণ
নিতি লভে নব জীবনের সন্ধান
এখানে প্লাবনে নুহের কিশতি ভাসে
শান্তি - কপােত বারতা লইয়া আসে ।
জেগেছে নতুন চর -
সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর ।
নব অঙ্কুর জাগে
প্রতি দিবসের সূর্য - আলােকে অন্তর অনুরাগে
আমার দেশের মাটিতে মেশানাে আমার প্রাণের ঘ্রাণ
গৌরবময় জীবনের সম্মান ।
প্রাণ - স্পন্দনে লক্ষ তরুর করে
জীবনপ্রবাহ সঞ্চারি মর্মরে
বক্ষে জাগায়ে আগামী দিনের আশা
আমার দেশের এ মাটি মধুর , মধুর আমার ভাষা ।
নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে।
মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে
সূর্য চন্দ্র করে -
মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে
আপন দেশের মাটিতে দাঁড়ায়ে হাসে
সূর্য - ঝলকে ! জীবনের ডাক আসে
সেই ডাকে দেয় সাড়া
নদী - প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা
মিলিতে সবার সনে -
আমার দেশের মানুষেরা সবে মুক্ত - উদার মনে
আর্ত - ব্যথিত সুধী গুণীজন পাশে
সেবা - সাম্য - প্রীতি বিনিময় আশে
সূর্য - আলােকে আবার এদেশে হাসে
নিতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে ।
Tag: আমার দেশ সুফিয়া কামাল কবিতা, কবিতা আমার দেশ, Kobita Amer Desh Sufiya Kamal
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)