আমার দেশ সুফিয়া কামাল কবিতা | কবিতা আমার দেশ | Kobita Amer Desh Sufiya Kamal


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



আমার দেশ সুফিয়া কামাল কবিতা  

কবিতা আমার দেশ  

Kobita Amer Desh Sufiya Kamal

আমার দেশ 

সুফিয়া কামাল


সূর্য - ঝলকো মৌসুমী ফুল ফুটে 

স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে

পড়ে মাঠভরা ধান্য শীর্ষ পরে 

দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে । 

আমার দেশের মাটিতে আমার প্রাণ 

নিতি লভে নব জীবনের সন্ধান 

এখানে প্লাবনে নুহের কিশতি ভাসে 

শান্তি - কপােত বারতা লইয়া আসে । 

জেগেছে নতুন চর - 

সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর । 

নব অঙ্কুর জাগে 

প্রতি দিবসের সূর্য - আলােকে অন্তর অনুরাগে 

আমার দেশের মাটিতে মেশানাে আমার প্রাণের ঘ্রাণ 

গৌরবময় জীবনের সম্মান । 

প্রাণ - স্পন্দনে লক্ষ তরুর করে 

জীবনপ্রবাহ সঞ্চারি মর্মরে 

বক্ষে জাগায়ে আগামী দিনের আশা 

আমার দেশের এ মাটি মধুর , মধুর আমার ভাষা ।

নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে। 

মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে 

সূর্য চন্দ্র করে -

মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে 

আপন দেশের মাটিতে দাঁড়ায়ে হাসে 

সূর্য - ঝলকে ! জীবনের ডাক আসে 

সেই ডাকে দেয় সাড়া 

নদী - প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা 

মিলিতে সবার সনে -

আমার দেশের মানুষেরা সবে মুক্ত - উদার মনে 

আর্ত - ব্যথিত সুধী গুণীজন পাশে 

সেবা - সাম্য - প্রীতি বিনিময় আশে 

সূর্য - আলােকে আবার এদেশে হাসে 

নিতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে ।



Tag: আমার দেশ সুফিয়া কামাল কবিতা,  কবিতা আমার দেশ,  Kobita Amer Desh Sufiya Kamal


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post