আগে কী সুন্দর দিন কাটাইতাম শাহ আবদুল করিম কবিতা
কবিতা আগে কী সুন্দর দিন কাটাইতাম
Kobita age ki sundor din katatam shah abdul karim
আগে কী সুন্দর দিন কাটাইতাম
শাহ আবদুল করিম
আগে কী সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু - মুসলমান ।
মিলিয়া বাউলা গান ঘাটুগান গাইতাম ।
বর্ষা যখন হইত গাজির গাইন আইত
রঙ্গে - ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম
বাউলা গান ঘাটুগান আনন্দের তুফান
গাইয়া সারিগান নাও দৌড়াইতাম ।
হিন্দু বাড়িন্ত যাত্রাগান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
কে হবে মেম্বার কে হবে গ্রামসরকার
আমরা কি তার খবর লইতাম ।
বিবাদ ঘটিলে পঞ্চাইতের বলে
গরিব কাঙালে বিচার পাইতাম
মানুষ ছিল সরল ছিল ধর্মবল
এখন সবাই পাগল - বড়লােক হইতাম ।
করি ভাবনা সেদিন আর পাব না
ছিল বাসনা সুখী হইতাম
দিন হতে দিন আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম ।
Tag: আগে কী সুন্দর দিন কাটাইতাম শাহ আবদুল করিম কবিতা, কবিতা আগে কী সুন্দর দিন কাটাইতাম, Kobita age ki sundor din katatam shah abdul karim
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)