ইগনিশন সিস্টেম ও র্স্পাক প্লাগ ব্যাখ্যাকরণ | এসএসসি (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৩য় সপ্তাহের অটোমোটিভ-১ (এসাইনমেন্ট ৩) | ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ৩য় সপ্তাহের অটোমেটিভ-১ এসাইনমেন্ট সমাধান ( ২য় পত্র)


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



এসএসসি (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৩য় সপ্তাহের অটোমোটিভ-১ (এসাইনমেন্ট ৩) 


ইগনিশন সিস্টেম ও র্স্পাক প্লাগ ব্যাখ্যাকরণ


সমাধানঃ


১. ইগনিশন সিস্টেম এর উদ্দেশ্যঃ



১. এ সিস্টেম যথাসময়ে , যথার্থ সিলিন্ডারে স্টেপ - আপ কৃত হাই - ভােল্টেজ বণ্টন ও সরবরাহ করে । 

২. এটি ব্যাটারির লাে - ভােল্টকে হাই ভােল্ট স্টেপ আপ করে । অর্থাৎ ব্যাটারি ৬ বা ১২ বা ২৪ ভােল্টকে ৫,০০০ ভােল্ট হতে প্রায় ৩০,০০০ ভােল্টে স্টেপ আপ করে বা উন্নীত করে । 

৩. যথাসময়ে , যথার্থ সিলিন্ডারে এ সিস্টেম বৈদ্যুতিক স্পার্ক সংঘটিত করে , সিলিন্ডারের ভিতর এয়ার ফুয়েল মিকচার বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোল ইঞ্জিনের শক্তি উৎপাদনে প্রত্যক্ষ ভূমিকা রাখে । 
৪. ইঞ্জিনের গতি বৃদ্ধির সঙ্গে সম্পৃক্ততা রেখে এ স্পার্ক ও সিলিন্ডারের মধ্যে সংঘটিত সংশ্লিষ্টতা সংরক্ষণ করে । অর্থাৎ ইঞ্জিনের গতি বৃদ্ধি পেলে , সে হারে স্পার্কও আগে হবে , আবার গতি কমলে স্পার্কও সে হারে পরে হবে । 

৫. পুরাে ইগনিশন সিস্টেমের অকার্যকারিতা পেট্রোল ইঞ্জিনকে স্টার্ট নেওয়া বা চলনের জন্য অক্ষম করে তুলতে পারে । 

৬. এ সিস্টেমের সঠিকতা অর্থাৎ স্পার্ক প্লাগ গ্যাপ ও ডুয়েল অ্যাঙ্গেল অ্যাডজাস্টামেন্ট বা সিবি পয়েন্টের

যথার্থ অ্যাডজাস্টমেন্ট ইঞ্জিনের জ্বালানি খরচ কমায় ।

৭. এ সিস্টেম ইঞ্জিন শক্তি উৎপাদনের ক্ষেত্রে গতি সিলিন্ডারে প্রতি মিনিটে প্রায় ৩০ হতে ৪০ বার হাই ভােল্টেজের স্পার্ক সরবরাহ করে থাকে । 
৮. এ সিস্টেম ম্যাগনেটিক ইন্ডাকশন ও প্রতি সেকেন্ডে ৩০ হতে ৪০ বার ম্যাগনেটিক ফিল্ড কনডেনসারের ফলে হাই - ভােল্টেজ উৎপাদন করে।

২. র্স্পাক প্লাগের প্রয়োজনীয়তাঃ


৪. এটি যথার্থ গ্যাপ সংরক্ষণের মাধ্যমে যথার্থ ও শক্তিশালী স্পার্ক উৎপন্ন করে । সাধারণত ০.৭ মি . মি . হতে ০.৮ মি . মি . পর্যন্ত স্পার্ক প্লাগের সংরক্ষণ করতে হয় । এ ক্ষেত্রে মনে রাখতে হবে : 

ক . বেশি বা মাত্রাতিরিক্ত গ্যাপে কোনাে স্পার্ক হয় না । 
খ . পরিমিত / যথার্থ গ্যাপে শক্তিশালী স্পার্ক পাওয়া যায় । 
গ . কম গ্যাপ দুর্বল স্পার্ক সরবরাহ করে ।



৪. ইনসুলেটর : এটি পােরসিলিন বা অ্যালুমিনিয়াম অক্সাইড দ্বারা তৈরি যা পুরাে সেন্টার ইলেকট্রোডের ভিতরেই অবস্থান করে । এটি হাই - ভােল্টেজের ক্ষেত্রে বিদ্যুৎ অপরিবাহী কাজ করে । উপরন্তু এটি ইলেকট্রোড ও বডির ফাঁকা স্থানসমূহ সিস্টেমের ন্যায় একপ্রকার সিমেন্টের দ্বারা এয়ার টাইট করে থাকে । 

৫. টারমিনাল : এর সঙ্গে ডিস্ট্রিবিউটর হতে আগত বিদ্যুতের এর হাই টেনসন লাইনের সংযােগ থাকে ।


২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ৩য় সপ্তাহের অটোমেটিভ-১ এসাইনমেন্ট সমাধান ( ২য় পত্র)



Tag: এসএসসি (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৩য় সপ্তাহের অটোমোটিভ-১ (এসাইনমেন্ট ৩),  ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ৩য় সপ্তাহের অটোমেটিভ-১ এসাইনমেন্ট সমাধান ( ২য় পত্র), ইগনিশন সিস্টেম ও র্স্পাক প্লাগ ব্যাখ্যাকরণ


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post