বন্ধুত্বের ক্যাপশন বাংলা এসএমএস | বেস্ট ফ্রেন্ড ক্যাপশন এসএমএস পিকচার | বন্ধু নিয়ে নতুন মেসেজ ২০২৪ | বন্ধুত্বের মজার স্ট্যাটাস এসএমএস ছবিসহ


আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম। 

আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। 

বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো বন্ধুত্বের ক্যাপশন বাংলা এসএমএস,  বেস্ট ফ্রেন্ড ক্যাপশন এসএমএস পিকচার,  বন্ধু নিয়ে নতুন মেসেজ ২০২৪,  বন্ধুত্বের মজার স্ট্যাটাস এসএমএস ছবিসহ  এই সকল কিছু আপনারা আমাদের এই পোস্ট থেকে পাবেন। আশা করি আপনাদের সুবিধা হবে আমাদের পোস্টে দেওয়া ছবিগুলো এবং এসএমএস গুলো পেয়ে। 


    বন্ধুত্বের ক্যাপশন বাংলা এসএমএস  

    ★★“আসছে সময় হাওয়ার মতো,

    ভাসছি আমরা স্রোতের মতো।

    একটু বালি একটু কাঁকর,

    আঘাত অনেক মনের উপর।

    সব ভুলে যাই তখন,

    যখন, বন্ধু পাই তোমার মতন।”★★


    ★★“রাতের রঙ কালাে,

    জ্যোৎস্না দেয় আলাে।

    আকাশের রঙ নিল,

    তারা জলে ঝিলমিল।

    গােলাপের রঙ লাল,

    আমাদের বন্ধুত্ব

    থাকবে চিরকাল।”★★


    ★★“মন যদি মন্দির হয়।

    পূজারী হবে কে,

    বন্ধু যদি পর হয়

    আপন হবে কে।”★★


    ★★চাই না ফুল শুকিয়ে যাবে।

    চাই না তারা লুকিয়ে যাবে।

    চাই না মেঘ ঝরে যাবে।

    চাই না ভালােবাসা হারিয়ে যাবে।

    চাই একটা মনের মতাে বন্ধু

    যে আমাকে সব সময় মিস করবে।”★★


    ★★“ইচ্ছে করে ম্যাসেজ হয়ে

    তাের কাছে যাই,

    উল্টো পাল্টা কথা লিখে

    তাের মাথা খাই।

    মনে মনে বলবি তখন

    উফফ বন্ধু একটা বটে,

    এমন বন্ধু সবার যেন

    একটা করে জোটে।”★★


    ★★“জীবনে এমন বন্ধু বানাও

    যেন আয়না আর ছায়ার মতাে হয়।

    কারণ আয়না কখনও মিথ্যা বলে না

    আর ছায়া কখনও ছেড়ে যায় না”★★


    বেস্ট ফ্রেন্ড ক্যাপশন এসএমএস পিকচার  





    বন্ধু নিয়ে নতুন মেসেজ ২০২১  

    “বন্ধু তুমি কেমন আছাে

    জানতে ইচ্ছে করে।

    হাজার স্মৃতির মােড়ক এসে

    মনে বাসা গড়ে।

    যেখানেই থাকো বন্ধু

    অনেক ভালাে থেকো।

    আমাকে যদি পড়ে মনে

    SMS দিয়ে ডেকো”


    “ওরে আমার দুষ্ট বন্ধু

    মিষ্টি তাের মন।

    তাইতাে তােকে সারা দিন,

    মিস করছি ভীষণ।

    তুই যে আমার পরান পাখি,

    নীল আকাশের চাঁদ।

    তাইতাে তােকে মনে পড়ে,

    সকাল, সন্ধা, রাত।”


    “বন্ধু মানে

    No Thanks No Sorry

    বন্ধু মানে

    Fun Is Very Very

    বন্ধু মানে আমি আছিতো

    Don’t Worry”


    “বন্ধু মানে খেলার সাথী

    বন্ধু মানে রাগ।

    বন্ধু মানে সুখ, দুঃখের

    সমান সমান ভাগ।

    বন্ধু মানে হালকা হাঁসি।

    চোখের কোনে একটু জল,

    বন্ধু মানে দিন দুপুরে

    হঠাৎ Misscall”


    “আমাদের এই বন্ধুত্ব,

    যেন সমুদ্রের মাঝে গভীর ঘনত্ব।

    আজ হৃদয় মাঝে বন্ধু শুধু

    তােমার-ই রাজত্ব।

    হে ঈশ্বর, যেন অমর রহে

    আমাদের এই বন্ধুত্ব।”


    “বন্ধু আমার অনেক দামি,

    সবচেয়ে সেরা বন্ধু তুমি।

    বন্ধু আমার কষ্ট বােঝে

    বন্ধু শুধু আমাই খোঁজে।

    বন্ধু তুমি থাকলে পাশে,

    কাঁদে না মন শুধু – ই হাঁসে।

    বন্ধু আমার হাঁসি মুখে,

    যেন সারা জীবন বেঁচে থাকে।

    থাকব মােরা মিলেমিশে,

    হাঁসি কান্না যাইবা আসে।”


    বন্ধুত্বের মজার স্ট্যাটাস এসএমএস ছবিসহ  



    Tag: বন্ধুত্বের ক্যাপশন বাংলা এসএমএস,  বেস্ট ফ্রেন্ড ক্যাপশন এসএমএস পিকচার,  বন্ধু নিয়ে নতুন মেসেজ ২০২১,  বন্ধুত্বের মজার স্ট্যাটাস এসএমএস ছবিসহ  


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন