আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো বিরহের বাংলা এসএমএস, বিরহের ছন্দ / এসএমএস ছবি, বিরহ কান্নার নতুন ছন্দ মেসেজ, দুঃখ-বিরহের নতুন এসএমএস এই সকল কিছু আপনারা আমাদের এই পোস্ট থেকে পাবেন। আশা করি আপনাদের সুবিধা হবে আমাদের পোস্টে দেওয়া ছবিগুলো এবং এসএমএস গুলো পেয়ে।
বিরহের বাংলা এসএমএস
★★নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে,
গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে,
রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে,
আর মানুষের কষ্ট হয় আপনজন ভুলে গেলে।★★
★★তুমি আর আমি এই বাগানে
তিনদিন আগে বসেছিলাম;
আজ তুমি নেই, তোমার পথের পানে চেয়ে
বৃষ্টিতে মুখ ভিজিয়ে নিলাম।★★
★★আমি কাঁদতে পারিনি কখনও তোমার সামনে দাড়িয়ে,
তুমি মুছে দিয়েছ সে জল দু’হাত বাড়িয়ে।
তবে সেদিন হয়তো কাঁদতে হবে আরও
যদি কোনোদিন হাত’দুখানি ছাড়ো।★★
★★পথের পানে চেয়ে আছি আমি,
নেইকো তোমার দেখা,
তুমি ছাড়া যে গো কোনো ছবি
আর হৃদয়ে নেইকো আঁকা।★★
★★সবসময় নিজেকে বড্ড একা ভাবি
কারণ জানি পাশে থাকার মতো কেও নেই,
মাঝে মাঝে কাওকে অনেক আপন ভাবি
তবু সব স্বপ্ন হয়ে যাই, ছুঁতে যাই যেই।★★
★★তুমি আর আমি সুখের সাগরে ভেসেছি প্রেমের নৌকা বেয়ে,
রাগ করে তুমি চলে গেছো, তবু বসে আছি পথ চেয়ে।★★
বিরহের ছন্দ / এসএমএস ছবি
বিরহ কান্নার নতুন ছন্দ মেসেজ
★★সারাদিন কষ্টগুলো বুকের মাঝে চেপে রাখলেও
রাতে যেনো কোনোভাবেই ঠেকানো যায়না,
বুক ফেটে কষ্ট’গুলো বের না হলেও
চোখ ফেটে অশ্রু বেড়িয়ে আসার বায়না।★★
★★হঠাৎ কেমন করে যে তুমি শুকনো ফুলের মতন গেলে গো অকালে ঝরে,
পারো কি বলতে এ বিরহ যাতনা বয়ে যাবো আমি কতকাল ধরে?★★
★★কিছু রাত কেটে যায় স্বপ্ন বিহীন,
কিছু আশা ভেঙে যায় নীরবে প্রতিদিন,
কিছু স্মৃতি কাঁদিয়ে যায় চোখের আড়ালে,
আবার কিছু মানুষ চলে যায়
কিছুই না বলে!!★★
★★তুমি নেই বলে
নিভল প্রদীপ শোবার ঘরে;
মন আমার তাই উদাস হলো,
রাতকে নেবো আপন করে।★★
★★মনের কোণে জমছে ব্যাথা, রাখছি তারে ফেলে
ভাবছি এ’সব পুড়িয়ে দেবো একটু আগুন পেলে।★★
★★জীবন যেনো হারিয়েছে আজ
বুকের ভিতর থেকে,
উড়ো মন খুঁজছে পড়ে
কোথায় পাবো তাকে?★★
দুঃখ-বিরহের নতুন এসএমএস পিকচার
Tag: বিরহের বাংলা এসএমএস, বিরহের ছন্দ / এসএমএস ছবি, বিরহ কান্নার নতুন ছন্দ মেসেজ, দুঃখ-বিরহের নতুন এসএমএস
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)