মূল্যবোধ ও নৈতিকতা আইন,স্বাধীনতা ও সাম্যকে প্রভাবিত করে-তাৎপর্য বিশ্লেষণ | এইচএসসি এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান পৌরনীতি ও সুশাসন (৪র্থ সপ্তাহ)-এসাইনমেন্ট-৩ | ২০২১ সালের এইচএসসি ৪র্থ সপ্তাহের পৌরনীতি ও সুশাসন (১ম পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



এইচএসসি এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান পৌরনীতি ও সুশাসন (৪র্থ সপ্তাহ)-এসাইনমেন্ট-৩  


মূল্যবোধ ও নৈতিকতা আইন,স্বাধীনতা ও সাম্যকে প্রভাবিত করে-তাৎপর্য বিশ্লেষণ


মূল্যবােধ ও নৈতিকতা আইন , স্বাধীনতা ও সাম্যকে প্রভাবিত করে 

যে চিন্তাভাবনা , লক্ষ্য , উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার - ব্যবহার ও কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে , তাকেই আমরা সাধারণত মূল্যবােধ বলে থাকি । সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার - ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবােধ বলে স্টুয়ার্ট সি . ডড ( Stuart c . Dodd ) বলেন , " সামাজিক মূল্যবোেধ হলাে সে সব রীতিনীতির সমষ্টি , যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে | " অন্যদিকে নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ Morality।  ইংরেজি Morality শব্দটি এসেছে ল্যাটিন Moralitas ' থেকে যার অর্থ সঠিক আচরণ বা চরিত্র । গ্রিক দার্শনিক সক্রেটিস , প্লেটো এবং এরিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরােপ করেন।  সক্রেটিস বলেছেন , সৎ গুণই জ্ঞান।  নৈতিকতা বা ন্যায়নীতিবােধের ধারণা বা এর প্রতি যে দেশের জনগণের শ্রদ্ধাবােধ বেশি , যারা জীবনের চলারপথে নীতিবােধ দ্বারা পরিচালিত হন , তারা দুর্নীতি ও স্বজনপ্রীতিতে লিপ্ত হন। 

আইনের স্বীকৃত উৎসসমূহ : 

১.প্রথা : আইনের অন্যতম উৎস হল প্রথা । প্রাচীনকাল থেকে যেসব আচার ব্যবহার রীতি - নীতি ও অভ্যাস সমাজ কর্তৃক স্বীকৃত , সমর্থিত ও পালিত হচ্ছে তাই প্রথা সমাজে অনেক ধরনের প্রথাই প্রচলিত থাকে । তার মধ্যে যেসব প্রথা যুক্তিসিদ্ধ ও জনহিতকর তা আইন হিসেবে প্রতিষ্ঠা করা হয় ।

২.ধর্ম : ধর্ম আইনের অন্যতম উৎস।  ধর্মই মানুষের মঙ্গলের কথা বলে । ফলে ধর্মের বাণীকে সকলেই মেনে চলার চেষ্টা করে।  সকল ধর্মের কিছু অনুশাসন রয়েছে , যা ঐ ধর্মের অনুসারীরা মেনে চলে।  এসব অনুশাসন সমাজ জীবনকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত করতে সহায়তা করে | এ রকম অনেক অনুশাসন পরবর্তীতে রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করে এবং আইনে পরিণত হয় ।

৩.আইন সভা : আইন সভা আইনের উৎস | আইন সভার প্রধান কাজ আইন প্রণয়ন করা । আধুনিক রাষ্ট্র সাধারণত জন কল্যাণে নিয়ােজিত থাকে । ফলে সময়ের প্রেক্ষিতে মানুষের নানাবিধ অধিকার ও সুযােগ - সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের গুরু দায়িত্ব । তাই আইন সভার সদস্যগণ জন কল্যাণে এবং নাগরিক অধিকার রক্ষার্থে নতুন নতুন অনেক বিষয়কে আইনে রুপান্তর করার জন্য তা বিল ( আইনের খসড়া ) আকারে আইনসভায় উত্থাপন করে থাকে ।

৪.বিখ্যাত গ্রন্থ : রাষ্ট্র পরিচালনা বিষয়ে লিখিত বিভিন্ন বিখ্যাত গ্রন্থও আইনের উৎস হিসেবে বিবেচিত হয় । এক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানী , আইনবিদদের দ্বারা লিখিত বই বেশি প্রাধান্য পায় । উপযুক্ত উৎস ছাড়াও আইনের আরাে কয়েকটি উৎস রয়েছে । যেমন- বিজ্ঞানসম্মত আলােচনা , প্রশাসনিক ঘােষণা , সংবিধান , ন্যায়বােধ , জনমত ইত্যাদি ।


পৌরনীতিতে স্বাধীনতা মানে যৌক্তিক ও আইনসিদ্ধভাবে কোন কিছু করাকেই বুঝায় । স্বাধীনতার বিভিন্ন রূপ বা বিষয়বস্তু রয়েছে । একটি রাষ্ট্রে নাগরিকগণ বিভিন্ন ধরনের স্বাধীনতা ভােগ করে থাকে । স্থান , কাল , পাত্রভেদে এটি আবার ভিন্ন হয়ে থাকে । যেমন- ব্যক্তিগত স্বাধীনতা , সামাজিক স্বাধীনতা , রাজনৈতিক স্বাধীনতা , অর্থনৈতিক স্বাধীনতা ও জাতীয় স্বাধীনতা। 


ব্যক্তিগত স্বাধীনতা একান্তই ব্যক্তিগত।  সামাজিক স্বাধীনতামানুষ হিসেবে বেঁচে থাকার জন্য সামাজিক স্বাধীনতা অপরিহার্য । ভাটোর হবার স্বাধীনতা , ভােটদানের স্বাধীনতা , রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা ইত্যাদি রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে পেশা ও জীবিকার স্বাধীনতা অন্যতম । বর্তমানে অধিকাংশ রাষ্ট্রই জাতি রাষ্ট্র । অর্থাৎ তারা স্বাধীন জাতি হিসেবে রাষ্ট্র গঠন করেছে । একটি জাতির নিজস্ব পরিচয় প্রতিষ্ঠার সক্ষমতাই হল জাতীয় স্বাধীনতা ।


আইনের সাথে স্বাধীনতার সম্পর্ক অবিচ্ছেদ্য।  আইন স্বাধীনতাকে সহজলভ্য করে তােলে । আইনের নিয়ন্ত্রণ ছাড়া যথার্থভাবে স্বাধীনতা ভােগ করা যায় না।  আইনের অবর্তমানে সবলের অত্যাচারে দুর্বলের অধিকার বিপর্যস্ত হয়ে পড়ে । আইন স্বাধীনতার রক্ষাকবচ । আইন স্বাধীনতার অভিভাবক । আইন শাসকগােষ্ঠীর স্বেচ্ছাচারিতার হাত থেকে জনগণকে রক্ষা করে । স্বাধীনতা ও সাম্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান আইন সাম্যকে অর্থবহ করে তােলে।  রাষ্ট্র আইন প্রয়ােগ করে অসাম্যকে দূর । সামাজিক , রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে যুগে যুগে অনেক আইন সহায়তা করছে । সাম্য ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত নিবিড় সাম্য নিশ্চিত করার জন্য স্বাধীনতার প্রয়াজেন।  স্বাধীনতার শর্ত পূরণ না হলে সাম্য প্রতিষ্ঠিত হয় না।  আবার স্বাধীনতাকে ভােগ করতে চাইলে সাম্য প্রতিষ্ঠা করতে হবে | তাই বলা যায় আইন , স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক ব্যাপক ।


২০২১ সালের এইচএসসি ৪র্থ সপ্তাহের পৌরনীতি ও সুশাসন (১ম পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর Pdf


                  Click Here To Download 


Tag: এইচএসসি এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান পৌরনীতি ও সুশাসন (৪র্থ সপ্তাহ)-এসাইনমেন্ট-৩,  ২০২১ সালের এইচএসসি ৪র্থ সপ্তাহের পৌরনীতি ও সুশাসন (১ম পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর, মূল্যবোধ ও নৈতিকতা আইন,স্বাধীনতা ও সাম্যকে প্রভাবিত করে-তাৎপর্য বিশ্লেষণ


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post