এসএসসি এসাইনমেন্ট ২০২১ সমাধান/ উত্তর জীব বিজ্ঞান (৭ম সপ্তাহ) এসাইনমেন্ট -৫
হাতেকলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়ন মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ
একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ :
জবা ফুল হল একটি আদর্শ সমাঙ্গ এবং উভলিঙ্গ ফুল | এই জবা ফুলের অংশগুলি নীচে আলােচনা করা হলপুষ্প বৃন্তের কাজ :
পুষ্প বৃন্ত ফুল ও কান্ড বা শাখাপ্রশাখার সঙ্গে সংযােগ রক্ষা করে ।
পুষ্পাক্ষ
পুষ্প বৃন্তের ওপর যে স্ফীত অক্ষে পুষ্পস্তবকগুলি সাজানাে থাকে , তাকে পুষ্পক্ষ বা থ্যালামাস বলে ।
দলমন্ডল ও পুংস্তবকের মাঝখানের পর্বমধ্যকে অ্যান্ড্রোফোর বা পুংধর বলে । ঝুমকোলতার পুংধর থাকে , পুংস্তবক ও স্ত্রী স্তবকের মাঝখানের মধ্যকে গাইনােফোর বা স্ত্রীধর বলে । শ্বেতহুড়হুড়ের স্ত্রীধর থাকে । বৃতি ও দলমন্ডলের মাঝখানের পর্বকে অ্যানথােফোর বা দলধর বলে । সাইলিন ( silene ) নামক উদ্ভিদে দলধর থাকে ।
পুষ্পাক্ষ ফুলের স্তবকগুলিকে ( বৃতি , দলমন্ডল , পুংস্তবক ও স্ত্রীস্তবক ) ধারণ করে ।
পুষ্পস্তবক
পুষ্পাক্ষের ওপর সাজানাে বৃতি , দলমন্ডল , পুংস্তবক ও স্ত্রীস্তবককে পুষ্পস্তবক বলে । নীচে এদের বর্ণনা দেওয়া হল
বৃতি :
এটি জবা ফুলের প্রথম স্তবক যা একেবারে বাইরের দিকে অবস্থিত । এটি প্রধানত সবুজ বর্ণের । বৃতি কতকগুলি পৃথক ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতাে সবুজ অংশ নিয়ে গঠিত ; এদের প্রতিটিকে বৃত্যাংশ ( sepals ) বলে । জবা ফুলে । পাঁচটি বৃত্যংশ নিয়ে বৃতি গঠিত হয়েছে । বৃত্যংশগুলি নীচের দিকে পরস্পর জুড়ে ঘণ্টাকার যুক্তবৃতি (gamosepalous) গঠন করেছে ।
বৃতির নীচের দিকে পাঁচটি সবুজ বর্ণের উপবৃত্যাংশ থাকে ; এদের একত্রে উপবৃতি ( epicalyx ) বলে । উপবৃত্যাংশগুলি মুক্ত অবস্থায় থাকে ।
বৃতির কাজ :
(i) . কুঁড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবকগুলিকে রােদ , বৃষ্টি ঠান্ডা বাইরের আঘাত ও কীট - পতঙ্গদের আক্রমণ থেকে রক্ষা করে ।
(ii) . বৃতি সবুজ হওয়ায় সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে ।
দলমন্ডল :
এটি ফুলের দ্বিতীয় স্তবক এবং বৃতির ভিতরের দিকে অবস্থিত । দলমন্ডলের প্রত্যেকটি পৃথক অংশকে দলাংশ বা পাপড়ি ( petals ) বলে । জবা ফুলে পাঁচটি লাল বর্ণের পাপড়ি নিয়ে দলমন্ডল গঠিত হয়েছে । পাপড়িগুলির সজ্জারীতি হল পাকানাে বা ট্যইস্টেড ( twisted ) । পাপড়িগুলির নীচের দিক সরু এবং ওপরের দিক চওড়া । পাপড়িগুলি নীচের দিকে পুংকেশরীয় নলের সঙ্গে যুক্ত থাকে এবং ওপরের দিকে মুক্ত । পাপড়িগুলি মিউসিলেজ পূর্ণ ।
i পুংস্তবক ও স্ত্রীস্তবককে রক্ষা করা ।
ii . উজ্জ্বল বর্ণের ( লাল ) সাহায্যে কীট - পতঙ্গকে আকৃষ্ট করে পরাগযােগে সাহায্য করা
পুংস্তবক :
এটি ফুলের তৃতীয় স্তবক এবং দলমন্ডলের ভিতরের দিকে অবস্থিত । পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর ( stamen ) বলে । পুংকেশর ফুলের পুংজনন অঙ্গ । পুংকেশর অসংখ্য এবং একগুচ্ছ ( monadelphous ) । প্রতিটি পুংকেশর একটি বৃক্কাকার একপ্রকোষ্ঠী পরাগধানী ( anther ) এবং একটি ক্ষুদ্র পুংদন্ড ( filament ) নিয়ে গঠিত । পুংদন্ডগুলি পরস্পর যুক্ত হয়ে একটি নল গঠন করে । পরাগধানীর মধ্যে অসংখ্য হলুদ বর্ণের বৃহৎ ও কণ্টকিত পরাগরেণু ( pollen grains ) থাকে ।
পরাগরেণু ও পুংজনন কোশ উৎপন্ন করে নিষেকে সাহায্য করে তথা বংশবিস্তারে সাহায্য করে ।
স্ত্রীস্তবক : এটি ফুলের চতুর্থ স্তবক এবং পুষ্পক্ষের কেন্দ্রে অবস্থিত । স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে গর্ভকেশর বা গভচক্র ( carpel ) বলে । গর্ভপত্র উদ্ভিদের স্ত্রীজনন অঙ্গ । জবা ফুলে পাঁচটি গর্ভপত্র পরস্পর যুক্ত হয়ে যুক্তগর্ভপত্রী ( syncarpous ) গঠন করে । জবা ফুলের যুক্তগর্ভপত্রী পাঁচটি গর্ভমুন্ড ( stigma ) , একটি লম্বা গর্ভদন্ড ( style ) এবং একটি স্ফীত গর্ভাশয় বা ডিম্বাশয় ( ovary ) নিয়ে গঠিত । ডিম্বাশয় অধিগর্ভ ( superior ) । | ডিম্বাশয় পাঁচ প্রকোষ্ঠী এবং অমরাবিন্যাস অক্ষীয় ( axile ) প্রকৃতি ।
স্ত্রীস্তবকের কাজ :
জবা ফুলের ডিম্বাশয় থেকে ফল সৃষ্টি হয় না । তাই এক্ষেত্রে স্ত্রীস্তবকের কোনাে নির্দিষ্ট কাজ নেই ।
২০২১ সালের এসএসসি ৭ম সপ্তাহের জীব বিজ্ঞান (এসাইনমেন্ট-৫) সমাধান/উত্তর
Tag: এসএসসি এসাইনমেন্ট ২০২১ সমাধান/ উত্তর জীব বিজ্ঞান (৭ম সপ্তাহ) এসাইনমেন্ট -৫, ২০২১ সালের এসএসসি ৭ম সপ্তাহের জীব বিজ্ঞান (এসাইনমেন্ট-৫) সমাধান/উত্তর, হাতেকলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়ন মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)