২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (২য় সপ্তাহ) | এসএসসি (ভোকেশনাল) ২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর রেপ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন-১ (২য় পত্র) |প্রেসার কাট এর কাজসহ প্রকারভেদ ও এডজাস্টিং ধাপের বর্ণনা


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (২য় সপ্তাহ)


প্রেসার কাট এর কাজসহ প্রকারভেদ ও এডজাস্টিং ধাপের বর্ণনা


শিরােনামঃ প্রেসার কাট এর কাজসহ প্রকারভেদ ও এডজাস্টিং ধাপের বর্ণনা 

সমাধানঃ 
প্রেসার কাট আউট সম্পর্কে ধারণাঃ 

Pressure শব্দের অর্থ চাপ আর Cut : out দ্বারা নিয়ন্ত্রক ( সংযােগ বিচ্ছিন্ন ) বােঝায় । প্রেশার কাট আউট চাপে চালিত বৈদ্যুতিক ও নিরাপত্তামূলক যন্ত্র । কাট আউট মূলত হিমায়ক ও কম্প্রেসর লুব অয়েলের চাপ নিয়ন্ত্রণ করে । এতে হিমায়ন চক্রের নিরাপত্তা বজায় থাকে । হিমায়ন চক্রে যে ডিভাইস হিমায়ক বা কম্প্রেসর অয়লের চাপে বিদ্যুৎ প্রবাহকে অফ - অনের মাধ্যমে মােটরকে নিয়ন্ত্রণতাকে প্রেসার কাট - আউট বলে । এর অপর নাম চাপ নিয়ন্ত্রক ( Pressure Con : roller)

প্রেসার কাট আউট এর কাজঃ 

প্রেশার কাট - আউটের কাজগুলাে বর্ণিত হলাে 
ক . সাকশন বা লাে প্রেসার সাইডে নির্দিষ্ট নিম্নচাপ সৃষ্টি হলে এ কম্প্রেসর মােটরকে বন্ধ করে এবং চাপ বাড়লে কম্প্রেসর মােটরকে চালু করে দেয় ।

খ . ডিসচার্জ বা হাইপ্রেসার সাইডে অতিরিক্ত উচ্চচাপ সৃষ্টিজনিত দুর্ঘটনা থেকে হিমায়ন পদ্ধতিকে রক্ষা করে ।
গ . কম্পেসরের চলমান অংশে তেলের চাপ পর্যাপ্ত না কম্প্রেসর মােটরকে বন্ধ রাখে ।

প্রেসার কাট আউট এর প্রকারভেদঃ 

হিমায়ন চক্রে ব্যবহৃত প্রবাহীর উপর ভিত্তি করে প্রেসার কাট - আউট প্রধানত দুই ভাগে ভাগ করা হয় 
ক . হিমায়ক চাপ নিয়ন্ত্রক 
খ . কম্পেসরের তৈল চাপ নিয়ন্ত্রক 

হিমায়ক চাপ নিয়ন্ত্রক তিন প্রকারঃ 
১. নিন্মচাপ নিয়ন্ত্রক 
২. উচ্চচাপ নিয়ন্ত্রক 
৩. দ্বৈতচাপ নিয়ন্ত্রক

প্রেসার কাট আউট এর এডজাস্টিং : 
প্রেসার কাট - আউট অ্যাডজাস্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ও জটিল বিষয় । প্লান্টে ব্যবহৃত হিমায়কের চাপের উপর P.C এর অ্যাডজাস্টমেন্ট নির্ভর করে । একই হিমায়কের বিভিন্ন তাপমাত্রার জন্য কাট - আউটে ভিন্ন ভিন্ন কাট - আউট ও ডিফারেন্সিয়াল প্রেসার সেট করতে হয় । আবার এ অ্যাডজাস্টমেন্ট ভিন্ন ভিন্ন কাট আউটের জন্যও বিভিন্ন রকম । যেমন লাে - প্রেসার কাট - আউটে প্রেসার সেটিং থাকে দুটি । একটা কাট - ইন বা অন প্রেসার আর অপরটা ডিফারেন্সিয়্যাল পেসার । সিস্টেমের সাকশন প্রেসার অনুযায়ী এর কাট - আউট অর্থাৎ ডিফারেন্সিয়্যাল প্রেসার সেট করা হয় । হাই প্রেসার কাট আউটে সাধারণত শুধু কাট - আউট প্রেসার সেটিং করতে হয় । 

এক্ষেত্রে নির্মাতাই কর্তৃক ডিফারেন্সিয়্যাল প্রেসার সেট করা হয় । উল্লেখ্য যে , প্রেশার কাট - আউটে যথাক্রমে সাকশনের পরিমিত ও অতি নিমচাপ পার্থক্য এবং ডিসচার্জের পরিমিত ও অতি উচ্চচাপ পার্থক্যের উপর নির্ভর করে কাট - আউট ও ডিফারেন্সিয়াল সংখ্যামান সেট করা হয় । একাজের জন্য ক্রু ড্রাইভার দ্বারা কাট আউটের অ্যাডজাস্টিং ভ্রুকে ঘুরায়ে মেন স্কেলের ও ডিফারেন্সিয়্যাল স্কেলের পয়েন্টার ( Pointer ) প্রয়ােজনীয় সংখ্যার উপর প্রতিস্থাপন করা হয় ।


এসএসসি (ভোকেশনাল) ২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর রেপ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন-১ (২য় পত্র)


Tag: ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (২য় সপ্তাহ),  এসএসসি (ভোকেশনাল) ২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর রেপ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন-১ (২য় পত্র), প্রেসার কাট এর কাজসহ প্রকারভেদ ও এডজাস্টিং ধাপের বর্ণনা  


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post