ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১ (১০ম সপ্তাহ) | ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির দশম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


বাংলাদেশের কয়েকটি প্রাচীন নগর সভ্যতার নাম , অবস্থান , প্রাপ্ত নিদর্শন , বাণিজ্যিক গুরুত্ব এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করে ছকের মাধ্যমে তালিকা প্রস্তুত কর এবং বর্তমান বাংলাদেশের সংস্কৃতির সাথে প্রাচীন বাংলার সংস্কৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য অনুসন্ধান করে । একটি প্রতিবেদন তৈরি কর ।

ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির দশম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১


তারিখঃ ২২ জুলাই ২০২১ 
বরাবর , 
প্রধান শিক্ষক ' ক ' উচ্চ বিদ্যালয় 
ঢাকা । 
বিষয়ঃ " বাংলাদেশের প্রাচীন সভ্যতা ও বর্তমান বাংলাদেশ ও প্রাচীন বাংলার সংস্কৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য " শীর্ষক প্রতিবেদন

জনাব , বিনীত নিবেদন এই যে , আপনার আদেশ নং ম . ক . আ . ৪৩২৬ তারিখঃ ১৭ জুলাই ২০২১ অনুসারে " বাংলাদেশের প্রাচীন সভ্যতা ও বর্তমান বাংলাদেশ ও প্রাচীন বাংলার সংস্কৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য " শীর্ষক প্রতিবেদন টি নিম্নে পেশ করছি ।

বর্তমান বাংলাদেশ ও প্রাচীন বাংলার সংস্কৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য : 
বর্তমান বাংলাদেশে যে জীবনব্যবস্থা গড়ে উঠেছে তার শুরু ও বিকাশ হঠাৎ করে হয়নি । প্রাচীন বাংলার মানুষের হাতেই তৈরি হয়েছে এর ভিত্তি । আর কালে কালে নানা পরিবর্তনের ভিতর দিয়ে এর বিকাশ ঘটেছে । তাই আজকের বাংলাদেশের সমাজে অনেক পরিবর্তন এলেও আগের দিনের অনেক বৈশিষ্ট্য এখনাে অক্ষুন্ন রয়েছে । আবার কোনাে কোনাে ক্ষেত্রে একেবারে আলাদা ধারাও লক্ষ করা যায় ।

মানুষের জীবনযাপনের মধ্য দিয়েই সংস্কৃতির প্রকাশ ঘটে । আজকের বাংলাদেশের সংস্কৃতি গভীরভাবে লক্ষ করলে দেখা যাবে এতে প্রাচীন বাঙালি সংস্কৃতির প্রভাব রয়েছে । বিশেষ করে বাঙালির মধ্যে অসাম্প্রদায়িক জীবনধারা বিকাশে প্রাচীন বাংলার প্রভাব স্পষ্ট ।

সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর্ম । বাংলাদেশের মানুষের বেশির ভাগ মুসলমান । কিন্তু এদেশে ইসলাম ধর্ম এসেছে মধ্যযুগে । তাই প্রাচীন বাংলায় ইসলামের প্রভাব ছিল না । তখন হিন্দুও বৌদ্ধ ধর্মই ছিল সমাজের প্রধান ধর্ম । এখানে প্রাচীন বাংলা বলতে বর্তমান বাংলাদেশ ও ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সীমানাকে বােঝানাে হচ্ছে । ধর্মবিশ্বাসের দিক থেকেও আমাদের দেশে বৈচিত্র্য কম নয় । ইসলাম , হিন্দু , বৌদ্ধ এবং অন্যান্য ধর্ম এখানে পালিত হচ্ছে । ইসলাম ধর্ম প্রচারে মুসলিম সুফি ও সাধকরাই প্রধান ভূমিকা পালন করেছেন । এভাবেই আজ বাংলাদেশ মুসলিম প্রধান দেশে পরিণত হয়েছে ।

প্রাচীন বাংলার অর্থনীতি ছিল মূলত কৃষিনির্ভর । সেসময়ে কৃষিতে বাংলার উদ্বৃত্ত ছিল । ধান ছিল এই অঞ্চলের প্রধান ফসল । প্রাচীন বাংলায় উৎপাদিত গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতাে । তুলা , সরিষা ও পান চাষের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল । অর্থাৎ প্রাচীন বাংলা কৃষিতে সমৃদ্ধশালী ছিল । বর্তমান বাংলার কৃষির সাথে প্রাচীনকালে উৎপাদিত ফসলের পাশাপাশি যুক্ত হয়েছে বিদেশি নানা জাতের ফসল এবং আধুনিক যন্ত্রপাতি । 
প্রাচীন যুগ থেকেই বাংলাদেশের তাতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল । প্রাচীন বাংলার মসলিন কাপড় ছিল পৃথিবী বিখ্যাত । তখন উন্নত মানের মৃৎপাত্র , ধাতব পাত্র , অলংকার নির্মাণ হতাে। বর্তমান বাংলাদেশের সংস্কৃতিতে মসলিন কাপড়ের অস্তিত্ব না থাকলেও যারা মসলিন কাপড় তৈরি করতেন তাদের বংশধররা বর্তমানে জামদানি শাড়ি তৈরি করছেন । বর্তমান বাংলাদেশ পােশাক শিল্পে পৃথিবীর অন্য দেশ থেকে অনেক এগিয়ে । 

বাঙালি সংস্কৃতির একটি বিশেষ বৈশিষ্ট্যের হলাে এখানকার প্রকৃতি যেমন সমৃদ্ধ তেমনি এর রয়েছে ভাঙাগড়ার খামখেয়ালিপনা । এটিকে কোনভাবেই এড়িয়ে চলা সম্ভব ছিল না , এখনও অসম্ভব । 


পরিশেষে বলা যায় যে , প্রাচীন বাংলার ও বর্তমান বাংলার সংস্কৃতির মধ্য বেশ কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করা গেলেও বেশিরভাগ ক্ষেত্রে সাদৃশ্য বর্তমানেও বিদ্যমান ।

প্রতিবেদকের নাম ও ঠিকানাঃ 
' খ ' ' 
ক ' উচ্চ বিদ্যালয় 
৬ ষ্ঠ শ্রেণী , রােলঃ ০৫ 
প্রতিবেদন তৈরির সময় রাত ৯ টা


ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১ (১০ম সপ্তাহ) 



Tag: ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১ (১০ম সপ্তাহ),  ষষ্ঠ/৬ষ্ট শ্রেণির দশম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post