২০২১ সালের এসএসসি/দাখিল ভোকেশনাল ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (১ম সপ্তাহ) | এসএসসি/দাখিল ভোকেশনাল ১ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং-১ (২য় পত্র) | মার্সেরাইজিং এর ধারণা ও বর্ণনাকরণ


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



২০২১ সালের এসএসসি/দাখিল ভোকেশনাল ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (১ম সপ্তাহ)


মার্সেরাইজিং এর ধারণা ও বর্ণনাকরণ


মার্সেরাইজিং এর উদ্দেশ্যঃ

টেক্সটাইল ফিনিশিং - এ মার্সারাইজিং একটি গুরুত্বপূর্ণ বিষয় । কার্পাস সুতা ও কাপড়ের উজ্জ্বলতা এবং মসৃণতা স্থায়ীভাবে বৃদ্ধির জন্য মার্সারাইজিং করা হয় । এই পদ্ধতিটি সর্বপ্রথমে জন মার্সার নামক একজন ভদ্রলােক ১৮৪৪ সালে আবিস্কার করেন এবং তাঁর নাম অনুসারেই এই পদ্ধতিটির নামকরণ করা হয়েছে মার্সারাইজিং । এই পদ্ধতিতে ৫৬-৬০ ডিগ্রি টোয়াডেল শক্তি সম্পূর্ণ কস্টিক সােডার দ্রবণে কটন সুতা বা কাপড়কে প্রক্রিয়া করা হয় । মূলত ৫৬-৬০ ডিগ্রি টোয়াডেল শক্তির কস্টিক সােডার দ্রবণে যার তাপমাত্রা ১৮-২০ ° c এর মধ্যে সুতা বা কাপড় কয়েক মিনিট ডুবিয়ে রেখে একে ভালােভাবে ধুয়ে ক্ষারমুক্ত করলে এই সুতা বা কাপড়ের দৈর্ঘ্যের ২৫ % পর্যন্ত কুঁচকে যায় এবং এর শক্তি ৪০ % পর্যন্ত বেড়ে যায় । সুতা বা কাপড় বিস্তৃত করা অবস্থায় রেখে কস্টিক সােডার দ্রবণে ডুবিয়ে ভালােভাবে ধুয়ে ক্ষারমুক্ত করতে পারলে ঐ সুতা বা কাপড় অধিক মাত্রায় উজ্জ্বলতা আনয়ন করা সম্ভব । 

কটন সুতা বা কাপড়ের উপর কস্টিক সােডার এভাবে বিক্রিয়ার দ্বারা উজ্জ্বলতা এবং মসৃণতা বৃদ্ধিও এই পদ্ধতিকেই মার্সারাইজিং বলা হয় । এই পদ্ধতিটি কার্পাসজাত দ্রব্য যেমন সেলাইসুতা এমব্রয়ডারি সুতা , রুমাল , শাড়ির পাড় , ধুতি , পপলিন সাটিং - সুটিং ইত্যাদি কাপড় মার্সারাইজিং করার জন্য প্রচুরভাবে ব্যবহৃত হয় ।
কার্পাস সুতা বা কাপড় শুধু এর উজ্জ্বলতা বাড়ানাের জন্যই মার্সারাইজিং করা হয় না বরং তাতে রং গ্রহণ করবার ক্ষমতাও বেড়ে যায় এবং উপরন্তু কার্পাস বস্ত্রের মধ্যে চাকচিক্য পাওয়া যায় , যেমন ভয়েল কাপড় । শুধু কার্পাস দ্রব্যাদি সুতা বা কাপড় আকারে মার্সারাইজ করতে অত্যন্ত সুবিধাজনক । তিনটি কারণে কাপড় বা সুতা মার্সেরাইজিং করা হয় । যথা : 

১। প্রসারণীয় শক্তি বৃদ্ধির জন্য 
২। উজ্জ্বলতা বৃদ্ধির জন্য 
৩। রং গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি জন্য । 
৪। সুসম রং গ্রহণ করার জন্য । 
৫। রঙের স্থায়িত্ব বাড়ার জন্য ।
 
এটাই মার্সারাইজিং করার মূল আবশ্যকতা

হ্যাংক পদ্ধতিতে সুতা মার্সেরাইজিং 

হ্যাংক আকারেও মার্সেরাইজ করার সময় মার্সেরাইজিং মেশিনে দুইটি সমান্তরাল রােলারের মধ্যে সুতা সমান টানে আড়াআড়িভাবে নিতে হয় । মার্সেরাইজিং মেশিনের তিনটি অপরিহার্য গতি রয়েছে । যথা : 

( ১ ) সমান্তরাল রোলার দুটির গতি ( যার মধ্যে সুতা হ্যাংক আকারেও থাকে ) একে অপরের থেকে বিস্তৃতি সম্পন্ন যাতে এর সুতা টান রাখতে পারে এবং প্রয়ােজন বােধে কুঁচকিয়ে কস্টিকের দ্রবণের সংস্পর্শে আসে এবং পরবর্তী পর্যায়ে ঢিলা অবস্থায় রােলার থেকে বের করা যায় । 
( ২ ) রােলারদ্বয়ের গতি এমন হতে হয় যাতে সুতার সম্পূর্ণ অংশগুলি সমানভাবে কস্টিকের দ্রবণে ধৌত করার সময়ে পানিতে ডুবিয়ে রাখতে পারে । 
( ৩ ) সুতা বহন করার ফ্রেমের ওঠা ও নামার গতি দ্বারা সুতা কস্টিকের পাত্রে রাখা ও সরানাে যায় । সুতা সাধারণত মার্সেরাইজিংয়ে রােলারদ্বয়ের ঘূর্ণনের সময় ইচ্ছা অনুযায়ী টান অবস্থায় রাখা হয় । রােলারদ্বয়ের ধারাবাহিক ঘূর্ণনের সময় সুতা ২০ হতে ২৫ % শক্তিসম্পন্ন কস্টিক সােডার দ্রবণে সাধারণ ঘরের তাপমাত্রায় ( Room Temperature ) তিন মিনিটকাল রাখতে হয় । প্রথমে সুতা কস্টিকের দ্রবণে ডুবানাে অবস্থায় কুঁচকায়ে যেতে না পারে সে দিকে নজর রাখতে হবে । এর পরে সম্পূর্ণ ডুবানাে হ্যাঙ্কগুলােকে টেনশন প্রয়ােগ করতে হয় । এরূপে তিন মিনিটকাল কস্টিকের দ্রবণে ক্রিয়া করার পর সুতা উঠিয়ে রােলারের দ্বারা নিংড়াইয়া অতিরিক্ত কস্টিক সােডা বের করে নিতে হয় এবং সুতা মেশিনের মধ্যে টান রেখে প্রথমে গরম পানি ও পরে ঠাণ্ডা পানি দ্বারা ধৌত করতে হয় । এরূপে সুতা ধৌত করার পর প্রায় সব কস্টিক সােডা দ্রবীভূত হয় যার দরুন সুতা মেশিন থেকে বের করার সময় টান কমালেও তা যেন কুঁচকিয়ে না যায় । এর পর সুতা পাতলা সালফিউরিক এসিড মিশ্রিত পানিতে ডুবিয়ে ভালােভাবে ধৌত করে সামান্য অ্যামােনিয়া দ্বারা কস্টিকের কার্যকারিতা নষ্ট করে ভালােভাবে শুকিয়ে নিতে হয় । 

কাপড় মার্সেরাইজিং

কাপড় মার্সেরাইজ করা আর সুতা মার্চেরাইজ করার মূলনীতি একই তবে শুধু পার্থক্য এই যে , কাপড় উভয় দিকে টান রাখবার জন্য বিভিন্ন ধরনে স্টেনটার ও মার্সেরাইজার মেশিনের প্রয়ােজন হয় যাতে কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থের দিকে সর্বদাই টান থাকে । যে সমস্ত কাপড় মার্সেরাইজ করা হয় তা প্রথমে অবশ্যই সিনজিং করতে হয় । অন্যথায় মার্সেরাইজ প্রক্রিয়া করবার সময় তা কুঁচকিয়ে গিয়ে একপ্রকার বাধার সৃষ্টি হয় । এ ছাড়া মার্সেরইজ করবার পূর্বে কাপড় ডিসাইজিং করতে হয় । কাপড় সম্পূর্ণরূপে ডিসাইজিং ও সিদ্ধ করার পর তা ভালােভাবে ধৌত করতে হয় । স্কাওয়ারিং - এর আগে অথবা পরেও মার্সেরাইজ করা হয় । যখন কাপড় কোড়া অবস্থায় মার্সোইজ করা হয় তখন তার সম্পূর্ণ ক্ষারকে দূরীভূত করার প্রয়ােজন হয় না , কারণ কাপড় কিয়ারে ( Kier ) অবশিষ্ট ক্ষারসহ ব্যবহার করা যায় । 

যে সমস্ত কাপড়ের বিশেষ কিছু সুতার রং ব্যবহারে করা হয় যেমন- শাড়ি , ধুতি , চেক ইত্যাদি এবং যে সমস্ত কাপড় অধিক পাক দেয়া সুতা দ্বারা দ্বারা তৈরি তা গ্রে আকারে মার্সেরাইজ করাই বাঞ্ছনীয় । কাপড় কোড়া অবস্থায় মার্সেরইজ করার সময় তাতে আর্দ্রতার উপাদান ( Wetting Agent ) ব্যবহার করতে হয় । অপর পক্ষে স্কাওয়ারিং ও ব্লিচিং করা কাপড় মার্সেরাইজ করার সময় আর্দ্রতার উপাদান ( Wetting Agent ) ব্যবহার করতে হয় । অপর পক্ষে স্কাওয়ারিং ও ব্লিচিং করা কাপড় মার্সেরাইজ করার সময় আর্দ্রতার উপাদানের ( Wetting agent ) প্রয়ােজন হয় না । প্রথমে কাপড় সিদ্ধ করে তার শুষে নেওয়ার ক্ষমতা বাড়াতে হয় । এর পর কাপড়টিকে তিনটি খােল নিয়া গঠিত পেডিং ম্যাংগের মধ্যে সাধারণ কক্ষের তাপমাত্রায় ৫৫ ° হতে ৬০ ° ডিগ্রী টোয়াডেল শক্তিসমূহ কস্টিকের দ্রবণে পুরােপুরি ভিজিয়ে রাখতে হয় । 

পেডিং ম্যাংগেলের তিনটি খােলের মধ্যে দুটি ঢালাই লােহা ও একটি রাবার দ্বারা গঠিত এবং প্রয়ােজন অনুযায়ী পেডিং ম্যাংগেলে আরাে নিংড়ানি রােলার সংযুক্ত করা যায় । যাতে বল প্রয়ােগের সাহায্যে কস্টিক দ্রবণের ক্রিয়া কাপড় প্রবেশ করতে পারে । কস্টিক দ্রবণের শক্তি হ্রাস পেলে তাতে আরাে শক্তিসম্পন্ন ঘন কস্টিক সােডার দ্রবণ যােগ করে এর শক্তি অপরিবর্তনীয় রাখতে হয় ।
গঠিত এবং প্রয়ােজন অনুযায়ী পেডিং ম্যাংগেলে আরাে নিংড়ানি রােলার সংযুক্ত করা যায় , যাতে বল প্রয়ােগের সাহায্যে কস্টিক দ্রবণের ক্রিয়া কাপড় প্রবেশ করতে পারে । কস্টিক দ্রবণের শ খ্রীষ্ট পেলে তাঁতে আরো শক্তিসম্পন্ন ঘন কস্টিক সােডার দ্রবণ যােগ করে এর শক্তি অপরিবর্তনীয় রাখতে হয় । কস্টিক সােডার দ্রবণে ভিজিয়ে রাখার পরপরই কাপড়কে টানের মধ্যে রাখতে হয় । এ অবস্থায় কাপড়কে উভয়দিকে যেমন টানা ও পড়েনের দিকে টান রাখতে হয় , যাতে কাপড় দৈর্ঘ্য ও প্রস্থের দিকে কুঁচকিয়ে না যায় । যদি শুধু টানার দিকে টান প্রয়ােগ করা হয় , তবে টানার সুতাগুলিই শুধু মার্সেরাইজ হবে এবং উজ্জ্বলতা বৃদ্ধি পাবে , অপর পক্ষে পাবে না এবং যার দরুন ত্রুটিপূর্ণ মার্সেরাইজ হবে । 

প্রথমে কাপড় রােলারের ভিতর দিয়া পুরাে বহর টান রাখে ২০ থেকে ৩৫ % সাধারণ শক্তিসম্পন্ন কস্টিক সােডার দ্রবণের ভিতর অতিক্রম করাতে হয় এবং এর সব কাপড় তিনখােলা বিশিষ্ট সিলিন্ডারের নিমদিক এবং পরে উপরের দিক থেকে ফ্রেমের মধ্যে কাপড় অতিক্রম করে । এখানে উল্লেখ্য যে , কাপড়ের প্রান্তগুলাে ক্লিপ দ্বারা নির্ধারিত বহর অনুযায়ী টোনে রাখা এবং পরে কাপড় থেকে ক্ষার ধৌত করে বের করাই স্টেন্টারের প্রধান লক্ষ্য । কাপড় থেকে সর্বশেষ অবশিষ্ট ক্ষারমুক্ত করবার জন্য পাতলা সালফিউরিক মিশ্রিত পানি দ্বারা ধৌত করে ক্ষারের কার্যকারিতা নষ্ট করতে হয় । এর পর আরাে একবার কাপড় ধৌত করে তা থেকে অতিরিক্ত এসিড বৃদ্ধি পাবে , অপর পক্ষে পাবে না এবং যার দরুন ত্রুটিপূর্ণ মার্সোইজ হবে । প্রথমে কাপড় রােলারের ভিতর দিয়া পুরাে বহর টান রাখে ২০ থেকে ৩৫ % সাধারণ শক্তিসম্পন্ন কস্টিক সােডার দ্রবণের ভিতর অতিক্রম করাতে হয় এবং এর সব কাপড় তিনখােলা বিশিষ্ট সিলিন্ডারের নিমদিক এবং পরে উপরের দিক থেকে ফ্রেমের মধ্যে কাপড় অতিক্রম করে । 

এখানে উল্লেখ্য যে , কাপড়ের প্রান্তগুলাে ক্লিপ দ্বারা নির্ধারিত বহর অনুযায়ী টোনে রাখা এবং পরে কাপড় থেকে ক্ষার ধৌত করে বের করাই স্টেন্টারের প্রধান লক্ষ্য । কাপড় থেকে সর্বশেষ অবশিষ্ট ক্ষারমুক্ত করবার জন্য পাতলা সালফিউরিক মিশ্রিত পানি দ্বারা ধৌত করে ক্ষারের কার্যকারিতা নষ্ট করতে হয় । এর পর আরাে একবার কাপড় ধৌত করে তা থেকে অতিরিক্ত এসিড দূরীভূত করা হয় । কখনাে কখনাে মার্সেরাইজ করা কাপড়ে আরাে একবার অতিরিক্ত বৃদ্ধির জন্য প্রক্রিয়া করতে হয় ।


এসএসসি/দাখিল ভোকেশনাল ১ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং-১ (২য় পত্র)


Tag২০২১ সালের এসএসসি/দাখিল ভোকেশনাল ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (১ম সপ্তাহ),  এসএসসি/দাখিল ভোকেশনাল ১ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং-১ (২য় পত্র),  মার্সেরাইজিং এর ধারণা ও বর্ণনাকরণ 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post