এইচএসসি/আলিম এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান পদার্থবিজ্ঞান ২য় পত্র (এসাইনমেন্ট ২) | ২০২১ সালের এইচএসসি/আলিম পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট সমাধান (২য় পত্র)


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com




এইচএসসি এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান পদার্থবিজ্ঞান ২য় পত্র (এসাইনমেন্ট ২) 


শিরোনামঃ তাপগতিবিদ্যা
সমাধান

তাপবিদ্যার ২য় সূত্র ব্যাখ্যাঃ
আমরা জানি , যান্ত্রিক শক্তি , আলােক শক্তি , শব্দ শক্তি প্রভৃতি বিভিন্ন প্রকার শক্তি অতি সহজে তাপশক্তিতে রূপান্তরিত করা যায় । কিন্তু তাপ শক্তিকে অতি সহজে অন্য শক্তিতে রূপান্তর করা যায় না । তাপশক্তিকে কাজ করানাের জন্য প্রয়ােজন একটা যান্ত্রিক ব্যবস্থার । এ যান্ত্রিক ব্যবস্থা হলাে তাপ ইঞ্জিন । ফরাসী প্রকৌশলী সাদি কার্নো ( 1796–1832 ) এ তাপ ইঞ্জিন নিয়ে গবেষণা করেন এবং তিনি এ সিদ্ধান্তে উপনীত হন যে , তাপকে কখনই সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব নয় । 

বিভিন্ন বিজ্ঞানী তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন । প্রত্যেকের প্রস্তাবনার মূলভাব একই এবং তা হচ্ছে তাপ কখনই স্বতঃস্ফূর্তভাবে শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে স্থানান্তর হতে পারে না । এসব প্রস্তাবনার মধ্যে বিজ্ঞানী ক্লসিয়াসের > সাদি কার্নো প্রস্তাবনাকে নিখুত ও উন্নত বলে গণ্য করা হয়েছে । প্রকৃতপক্ষে কোনাে প্রক্রিয়া সংঘটিত হওয়ার শর্ত ও সম্ভাবনা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হতে পাওয়া যায় । নিচে সূত্রটির বিবৃতি দেওয়া হলাে : 

১. ক্লসিয়াসের বিবৃতি ( Clausius's Statement ) : বাইরের কোনাে শক্তির সাহায্য ছাড়া কোনাে স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনাে বস্তু হতে উচ্চ তাপমাত্রার কোনাে বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয় । অথবা , তাপ আপনা আপনি শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে স্থানান্তর হয় না । 

২.কার্নোর বিবৃতি ( Carnot's Statement ) : কোনাে নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতাে যন্ত্র তৈরি সম্ভব নয় । 

৩. প্লাঙ্কের বিবৃতি ( Planck's Statement ) : কোনাে তাপ উৎস হতে অনবরত তাপ শােষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে এরূপ একটি তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় । 
৪. কেলভিনের বিবৃতি ( Kelvin's Statement ) : কোনাে বস্তুকে তার পারিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয় ।

কার্নো চক্রের মূলনীতি ব্যাখ্যা

এন্ট্রপি ও বিশৃঙ্খলা ব্যাখ্যা

এন্ট্রপি
এন্ট্রপি ( Entropy ) গ্রিক শব্দ ' a turning toward ' থেকে Entropy ( এনট্রপি ) শব্দটিকে নেওয়া হয়েছে ( in + tropy অর্থ a turning ) । 

বিজ্ঞানী ক্লসিয়াস 1854 সালে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটির সংজ্ঞা প্রদান করেন । এ সূত্রটি কোনাে তাপীয় ক্রিয়া কোন দিকে সংঘটিত হবে তার ইঙ্গিত বহন করে । 
বিজ্ঞানী ক্লসিয়াস সূত্রটি প্রয়ােগ করতে গিয়ে উপলব্ধি করেন যে , সমােষ্ণ প্রক্রিয়ায় যেমন বস্তুর তাপীয় ধর্ম অপরিবর্তিত থাকে , তেমনি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়ও বস্তুর কোনাে কিছু একটা অপরিবর্তিত থাকে । তিনি এ ‘ কোনাে কিছু একটার নাম দেন এন্ট্রপি । এনট্রপি একটি ভৌত রাশি । একে " S " দ্বারা প্রকাশ করা হয় । অতএব , রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম অপরিবর্তিত থাকে , তাকে এন্ট্রপি বলে ।

বিশৃঙ্খলা 




২০২১ সালের এইচএসসি পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট সমাধান (২য় পত্র)


Tag: এইচএসসি এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান পদার্থবিজ্ঞান ২য় পত্র (এসাইনমেন্ট ১),  ২০২১ সালের এইচএসসি পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট সমাধান (২য় পত্র)


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post