২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) উইভিং-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (২য় সপ্তাহ) | এসএসসি (ভোকেশনাল) ২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর উইভিং-১ (২য় পত্র) | নাইলন আঁশের প্রস্তুত প্রণালী ও গুণাবলীর বর্ণনা


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) উইভিং-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (২য় সপ্তাহ)


নাইলন আঁশের প্রস্তুত প্রণালী ও গুণাবলীর বর্ণনা

সমাধানঃ

নাইলন ৬.৬ প্রস্তুত প্রণালীঃ 

নাইলন ৬.৬ প্রস্তুতপ্রণালি কতগুলাে ধাপে সম্পন্ন হয় । নিম্নে ধাপগুলাে দেওয়া হলাে । 
কাঁচামাল : কাঁচামাল হিসেবে হেক্সামিথিলিন ডায়ামিন ও অ্যাডিপিক অ্যাসিড ব্যবহার করা হয় । 

এডিপিক অ্যাসিড প্রস্তুত প্রণালি 
কোলটার ( Coalter ) অর্থাৎ পেট্রোলিয়াম হতে প্রথমে ফেনল ( phenol ) সংগ্রহ করা হয় । এই ফেনলকে হাইড্রোজেনেশন করে সাইক্রোহেক্সানল ও পরে অক্সিডেশন করে অ্যাডিপিক অ্যাসিড প্রস্তুত করা হয় । 

হেক্সামিথিলিন ডায়ামিন প্রস্তুত প্রণালি 
উপরােক্ত অ্যাডিপিক অ্যাসিডের সাহায্যে হেক্সামিথিলিন ডায়ামিন প্রস্তুত করা হয় । অ্যাডিপিক অ্যাসিড ক্যাটালিস্ট ( ফসফরিক অ্যাসিড ও বােরন সালফেট ) এর উপস্থিতিতে অ্যামােনিয়ার সাথে ডিহাইড্রেট হয়ে অ্যাডিপােনাইট্রাইল তৈরি করে । পরে এই অ্যাডিপােনাইট্রাইল নিকেলের উপস্থিতিতে রিডিউজড হয়ে হেক্সামিথিলিন ডায়ামিন গঠন করে।
পলিমারাইজেশন ও উৎপাদন 
হেক্সামিথিলিন ডায়ামিন ও অ্যাডিপিক অ্যাসিড বিক্রয়া করে মিথাইল অ্যালকোহলের উপস্থিতিতে নাইলন সল্টকে একটি বন্ধ পাত্রে তাপ দেওয়া হয় । ফলে নাইলন সল্ট পানি বের করে দেয় ও হেক্সামিথিলিন অ্যাডিপ্যামাইড গঠন করে যা পরবর্তীতে পলিমারাইজেশন হয়ে আরও পানি বের করে দেয় ও নাইলন পলিমার গঠন করে । পরে এই পলিমারকে ২৮০ সে , তাপমাত্রায় ৮ ঘণ্টা যাবৎ তাপ দেওয়া হয় ফলে এটা একবার গলে ও জমাট বেঁধে সম্পূর্ণ পলিমারাইজেশন শেষ করে । এই পলিমারগুলিকে প্রথমে রিবন আকারে ও পরে ব্যবহারের উদ্দেশ্যে চিপস -এ টুকরাে টুকরাে হয় এবং স্পিনিং সেকশনে প্রেরণ করা হয় ।

                       চিত্র: নাইলন ৬.৬ প্রস্তুত প্রণালী 

নাইলন ৬.৬ এর ভৌত গুণাবলীঃ 

নাইলন ৬.৬ এর ব্যবহারঃ 

নাইলন ৬.৬ এর ব্যবহার 
১ ) প্যারাসুট কাপড় , কর্ড , হারনেস কর্ড , সেলাই সুতা ইত্যাদিতে ব্যবহৃত হয় । 
২ ) ল্যাডিজ হুজ ( Hose ) তৈরিতে ব্যবহৃত হয় । 
৩ ) দড়ি , মটর ও অ্যারােপ্লেনের টায়ার কর্ড হিসেবে ব্যবহৃত হয় । 
৪ ) পিভিসি -এর উপর নাইলনের প্রলেপ দিয়ে তারপুলিন তৈরি হয় । 
৫ ) লিঙ্ক বেল্ট ও জয়েন্ট ডিস্ক ইত্যাদি 
৬ ) টাইপ রাইটারের রিবন । 
৭ ) ছােট ফিশিং বােট ( Boat ) 
৮ ) ফিল্টার কাপড় । 
৯ ) কার্পেট , অ্যাপারেল ।

এসএসসি (ভোকেশনাল) ২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর উইভিং-১ (২য় পত্র)



Tag: ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) উইভিং-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (২য় সপ্তাহ),  এসএসসি (ভোকেশনাল) ২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর উইভিং-১ (২য় পত্র),  নাইলন আঁশের প্রস্তুত প্রণালী ও গুণাবলীর বর্ণনা


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post