৭ম/সপ্তম শ্রেণীর ১০ম/দশম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
তারিখ : ....
বরাবর ,
প্রধান শিক্ষক
মৌলভীবাজার সরকারি স্কুল
মৌলভীবাজার ।
জনাব , বিনীত নিবেদন এই যে , গত ১৯ জুলাই ২০২১ ইং তারিখে প্রকাশিত । আপনার আদেশ যাহার স্মারক নং হা.আ.সা.উ.বি ০৭/২০২১ অনুসারে “ অতিরিক্ত ব্যায়ামের কুফল ” শীর্ষক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি ।
অতিরিক্ত ব্যায়ামের কুফল ভূমিকাঃ
স্বাভাবিক ভাবে জীবন - যাপন করার জন্য এবং সুস্থ থাকার জন্য ব্যায়াম করা অত্যন্ত জরুরি । শরীরকে সুস্থ রাখার জন্য ব্যাযাম এর কোন বিকল্প নেই । আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই শরীরচর্চা করতে হবে । কিন্তু এই ব্যায়াম এর মাত্রা অতিরিক্ত হয়ে গেলে অনেক সময় শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় ।
শারীরিক সমস্যাবলীঃ ব্যায়াম এর মাত্রা অতিরিক্ত হয়ে গেলে অনেক সময় শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় । এই সমস্যাগুলাে সম্পর্কে নিয়ে আলােচনা করা হলাে : শক্তি কমে যাওযা : অতিরিক্ত মাত্রায় ব্যায়াম করার ফলে শক্তি কমে যায় । যদি সাধারণ মাত্রায শরীরচর্চা করতে না পারা যায় অথবা সবসময় শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত অনুভূত হয়। তাহলে বুঝতে হবে শরীর ক্লান্ত । আর তখন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রযােজন ।
কর্ম ক্ষমতা কমে যাওযা : বিভিন্ন শরীরচর্চা যেমন- সাইকেল । চালানাে , সাঁতার কাটা এবং দৌড়ানাে ইত্যাদি কাজে যদি নিজের কর্মক্ষমতার ঘাটতি দেখা যায় তাহলে বুঝতে হবে অতিরিক্ত পরিশ্রম হচ্ছে । পরিশ্রম খুব বেশি হলে তা মানুষের কর্মক্ষমতা কমিয়ে দেয় । আর এজন্য অতিরিক্ত ব্যায়াম না করে নিজের কর্মক্ষমতা অনুযায়ী ব্যায়াম করতে হবে ।
মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়াঃ প্রিভেন্টেটিভ মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণার ফলাফল থেকে জানা যায় , সপ্তাহে যদি সাড়ে সাত ঘন্টার চেয়ে বেশি সময শরীরচর্চা করা হয় তাহলে উদ্বিগ্ন হওযা , হতাশা এবং মানসিকভাবে দুর্বল বােধ করতে পারে । অতিরিক্ত পরিশ্রম শরীরকে দ্বিধা , উদ্বেগ , রাগ এবং ' মুড সুইং'যের মতাে সমস্যার মুখােমুখি করে । তাই আমাদের মন ও দেহ সুস্থ রাখার জন্য পরিমিত পরিমাণে ব্যায়াম করতে হবে ।
ঘুম পরিপুর্ণ না হওয়া : পরিশ্রম করলে শরীর ঠিক থাকে এবং রাতে ভালাে ঘুম হয় । তবে অতিরিক্ত পরিশ্রম বা ব্যায়াম করা হলে সারা রাত খুব অস্থিরতার মধ্যে কাটে এবং ঘুমে ব্যাঘাত ঘটে । পর্যাপ্ত ঘুম মানুষের শরীর সুস্থ রাখে । তাই সুস্থ থাকার জন্য আমাদের পরিমিত ব্যায়াম করতে হবে এবং পর্যাপ্ত সময় ঘুমাতে হবে ।
ব্যাথার সৃষ্টি হওযা : ব্যায়ামের পর পেশি পুনর্গঠনের জন্য সময় দেওযা প্রযােজন । না দিলে শরীরে ব্যাথা হয় যা দৈনন্দিন কাজ কর্মে বাধা তৈরি করে । পাশাপাশি বাজে অনুভূতির সৃষ্টি হয় । সবসময় ফুরফুরে মেজাজে থাকার জন্য অতিরিক্ত ব্যায়াম পরিহার করতে হবে ।
প্রস্রাবের রং পরিবর্তন হওযা : শারীরিক পরিশ্রমের পরে যদি প্রস্রাবের রং পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে এটা ' রাইবডােমাযােলাইসিস ' অবস্থার লক্ষণ । এতে ক্ষতিগ্রস্ত পেশির কোষ রক্তে মিশে যায় । ফলে কিডনির সমস্যাও দেখা দিতে পারে । তাই অবশ্যই দেহের ক্ষতি করতে না চাইলে আমাদের অতিরিক্ত ব্যায়াম পরিহার করতে হবে ।
হৃদরােগ হওয়া : জার্মান বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা গেছে যে যারা অতিরিক্ত ব্যায়াম করে তাদের হৃদরােগ এবং স্ট্রোক হওযার সম্ভাবনা বেশি থাকে । হৃদযন্ত্র খুব বেশি চাপে থাকলে এর স্পন্দনের মাত্রা বেড়ে যায় । হৃদস্পন্দনের মাত্রা সাধারণের চেয়ে বেশি হলে বুঝতে হবে শারীরিক পরিশ্রম বেশি হচ্ছে । তাই এসব মরণব্যাধি থেকে বাচতে অবশ্যই অতিরিক্ত ব্যায়াম পরিহার করতে হবে ।
সংযােগস্থলের সমস্যা হওয়া : অতিরিক্ত ওজন নিয়ে ব্যায়াম ক করলে । শরীরের সংযােগস্থলে আঘাতের সৃষ্টি হয় । ফলে জয়েন্টে ব্যাথা , পেশিতে ব্যাথা হতে পারে । তাই এই দুরারােগ্য ব্যাধি থেকে দূরে থাকতে অবশ্যই অতিরিক্ত ব্যায়াম পরিহার করতে হবে ।
উপসংহারঃ শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য ব্যায়াম করা যেমন জরুরি তেমনি অতিরিক্ত ব্যায়াম করা আবার শরীরের জন্য ক্ষতিকারক । তাই একটি সুস্থ সুন্দর ও ভালাে জীবন যাপন করার জন্য আমাদের উচিত পরিমিত পরিমাণে ব্যায়াম করা এবং অতিরিক্ত পরিমাণে ব্যায়াম প্রত্যাহার করা ।
প্রতিবেদকের নাম
প্রতিবেদেন তৈরির সময়-
শ্রেণি-
শাখা-
Tag:৭ম/সপ্তম শ্রেণীর ১০ম/দশম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, অতিরিক্ত ব্যায়ামের কুফল বিষয়ক প্রতিবেদন,৭ম শ্রেণির দশম সপ্তাহের শারিরীক শিক্ষা ও স্বাস্থ্য এসাইনমেন্ট সমাধান ২০২১
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)