২০২১ সালের এসএসসি/ দাখিল ভোকেশনাল কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (১ম সপ্তাহ) | এসএসসি/দাখিল ভোকেশনাল ১ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ (২য় পত্র) | তথ্য ও ব্যবস্থাপনায় ডাটাবেজ সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



২০২১ সালের এসএসসি/ দাখিল ভোকেশনাল কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (১ম সপ্তাহ)


তথ্য ও ব্যবস্থাপনায় ডাটাবেজ সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ

সমাধান

ডাটাবেজের ধারণাঃ 
ডাটা ( Data ) শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ ( Base ) শব্দের অর্থ ঘাঁটি বা সমাবেশ । পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডাটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডাটাবেজ । অর্থাৎ database is a collection of related data Elmarsi & Navathe . 

কোনাে একটি প্রতিষ্ঠানের সমগ্র ডাটা ঐ প্রতিষ্ঠানের ডাটাবেজে সংরক্ষিত থাকে । বর্তমানে ডাটাবেজের আওতায় এক বা একাধিক ডাটা টেবিল , কোয়েরিং , ফর্ম , রিপাের্ট , ম্যাক্রো , মডিউল ইত্যাদি ফাইল থাকতে পারে । 
আমাদের চারপাশে অজস্র তথ্য ও উপাত্ত ছড়িয়ে - ছিটিয়ে আছে । তবে এ সমস্ত তথ্যের সমাবেশকে ডাটাবেজ বলা যাবে না । কারণ ডাটাবেজ হচ্চে সেই সকল ডাটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছ । যেমন- ভােটার তালিকায় সংরক্ষিত ভােটারদের তথ্যসমূহ , কোনাে কম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডাটাবেজ ফাইলে সংরক্ষণ করা যায় । 
অর্থাৎ ডাটাবেজ হচ্ছে ডাটাসমৃদ্ধ সমস্ত তথ্যের সমাবেশকে ডাটাবেজ বলা যাবে না । কারণ ডাটাবেজ হচ্চে সেই সকল ডাটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছ । যেমন- ভােটার তালিকায় সংরক্ষিত ভােটারদের তথ্যসমূহ , কোনাে কম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডাটাবেজ ফাইলে সংরক্ষণ করা যায় । অর্থাৎ ডাটাবেজ হচ্ছে ডাটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি ।

ডাটাবেজ সফটওয়্যারসমূহের তালিকাঃ 
যে সফটওয়্যার এর সাহায্যে কোন ডাটা সংরক্ষণ করে প্রয়ােজনানুসারে ঐগুলাে সাজানাে বা কাজে লাগানাে যায় তাকে ডাটা সফটওয়্যার বলা হয় । নিন্মে ডাটাবেজ সফটওয়্যারসমূহের তালিকা উল্লেখ করা হলােঃ 

১. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম 
২. রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার
ডাটাবেজের প্রয়ােগক্ষেত্রঃ 

ব্যাংক ও বীমার গ্রাহকদের হিসাব - নিকাশ সংরক্ষণ করা যায় । হাসপাতালে রােগীদের রেকর্ড সংরক্ষণ । রেলওয়েতে ও এয়ার লাইন্সে টিকিটিং ও ফ্লাইটের সিডিউলিং করা । 

• শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি । 
• বৃহৎ প্রতিষ্ঠানের কর্মীদের রেকর্ড সংরক্ষণ ।
 • ইলেকট্রোনিক কমার্সে ( ই - কমার্স ) ।
* জনসংখ্যা তথ্য সংরক্ষণ । 
*কোনাে প্রতিষ্ঠানের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি ইত্যাদি । 
• সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের ডাটাবেজ তৈরি ।
*আদমশুমারি ও তালিকা তৈরি করার ক্ষেত্রে । 
*হাসপাতালে রােগী এবং এ সংক্রান্ত অন্যান্য তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজে ।

ডাটাবেজের ব্যবহারঃ

অপারেশনের সময় 
ব্যবসায় অপারেশনের সময় অপারেশন সম্পর্কিত সমস্ত তথ্য রক্ষা করা হয় । ব্যবসায় কার্যক্রম সঠিকভাবে চলার জন্য বিভিন্ন বিভাগে ভাগ করা হয় যেমন : ফিন্যান্স , মার্কেটিং , উৎপাদন , হিউম্যান রির্সোস ইত্যাদি । 
এ সকল কার্যক্রম সম্পর্কিত কিছু তথ্য হচ্ছে 

ক . ব্যবসার একাউন্ট 
খ , কর্মচারী ডাটাবেজ
গ . ডিপার্টমেন্টের ডাটাবেজ 
ঘ , প্রতিদ্বন্দ্বী ডাটাবেজ 
ঙ . বৃদ্ধি ডাটাবেজ করপােরেট ডাটাবেজের ব্যবহার

করপােরেট ডাটাবেজের ব্যবহার 

১। বিভিন্ন পােরেট প্রতিষ্ঠান যেমন শিল্প - কারখানায় উৎপাদন , মজুদ পরিমাণ , স্টোর ইত্যাদি বিশ্লেষণের জন্য ডাটাবেজ ব্যবহার করা হয়। 
২। কলকারখানায় আয় - ব্যয় হিসেবের জন্যও ডাটাবেজ ব্যবহার করা হয় । 
৩। কলকারখানায় চাহিদা - অর্ডার বিশ্লেষণের জন্য ডাটাবেজ ব্যবহার করা হয় । 
৪। করপােরেট প্রতিষ্ঠান ( যেমন এয়ার লাইনস ) বিভিন্ন দেশের বিমানের রির্জাভেশন ও সিডিউলিং ইত্যাদির তৈরির ক্ষেত্রে ডাটাবেজ ব্যবহার করা হয় । 
৫। কৃষি উন্নয়ন কর্পোরেশন কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণের জন্য ডাটাবেজ ব্যবহার করা হয় । 

ব্যাংকিং এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানে ডাটাবেজের ব্যবহার 

১। প্রতিষ্ঠানে কর্মচারীদের প্রয়ােজনীয় তথ্যাবলি ( ডাটাবেজ যেমন- নাম , পিতার নাম , মাতার নাম , জন্ম তারিখ , বয়স , জাতীয় পরিচিতি নম্বর ইত্যাদি ) সংরক্ষণের জন্য একধরনের ডাটাবেজ ব্যবহার করা হয় । 
২। গ্রাহকের প্রয়ােজনীয় তথ্যাবলি ( যেমন নাম , পিতার নাম , মাতার নাম , জন্ম তারিখ , বয়স , জাতীয় পরিচিতি নম্বর , একাউন্ট বিবরণী সংরক্ষণের জন্য ব্যাংকিং ডাটাবেজ ব্যবহার করা হয় । 
৩। গ্রাহকের একাউন্ট বিবরণী সংরক্ষণের জন্য ব্যাংকিং ডাটাবেজ ব্যবহার করা হয় । 
৪। ব্যালেন্স সংরক্ষণের জন্য ব্যাংকিং ডাটাবেজ ব্যবহার করা হয় । 
৫। লােন বিবরণী সংরক্ষণের জন্য ব্যাংকিং ডাটাবেজ ব্যবহার করা হয় ।


এসএসসি/দাখিল ভোকেশনাল ১ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ (২য় পত্র)


Tag: ২০২১ সালের এসএসসি/ দাখিল ভোকেশনাল কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (১ম সপ্তাহ),  এসএসসি/দাখিল ভোকেশনাল ১ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ উত্তর কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ (২য় পত্র),  তথ্য ও ব্যবস্থাপনায় ডাটাবেজ সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ



Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post