নারীশিক্ষা রচনা - নারীশিক্ষা | Narishikkha Rochona


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


নারীশিক্ষা রচনা - নারীশিক্ষা,  Narishikkha Rochona, নারীশিক্ষার গুরুত্ব, নারীশিক্ষা কি, নারীশিক্ষা অনুচ্ছেদ রচনা, রচনা - নারীশিক্ষা

নারীশিক্ষা রচনা

সূচনা : নারী জাতি মানবসমাজের প্রায় অর্ধেক । কোনাে বিশেষ দেশ বা জাতির উন্নতি চাইলে সে দেশ বা জাতির উন্নয়ন তখনই সম্ভব যখন সে সমাজের মানুষ সম্পদে রূপান্তরিত হয় । তাই মানুষকে সম্পদে পরিণত করতে হলে নারীকেও এ সম্পদের আওতায় আনতে হবে । বিপুল সংখ্যক নারীকে শুধু গৃহলক্ষ্মী করে তাদের গৃহস্য কর্মের প্রশংসা করলে চলবে না , তাদের জন্য চাই উপযুক্ত শিক্ষা । 

নারীশিক্ষার অতীত : আমাদের দেশের নারীশিক্ষার অতীত খুব সহজ - স্বাভাবিক অতীত নয় । অন্তঃপুরবাসিনী বঙ্গনারী গৃহকোণেই গড়েছিল তার নিরাপদ আবাস । ধর্মীয় উচ্চমূল্যবােধ বলতে ঘরের বাইরে না আসাকেই বুঝত তারা । পুরুষের পক্ষপাতদুষ্টতার জন্য নারীসমাজ মুক্তির পথ দেখেনি বরং শাসন ও নির্যাতনের শিকার হয়ে দুর্ভাগ্যকেই বরণ করতে হয়েছিল তাদের । কট্টরপন্থি ধর্ম ব্যবসায়ীরা ধর্মের শাসনদণ্ড দেখিয়ে গৃহবাসকেই নারীর একমাত্র আবাস বলে চিনিয়ে দিতে পেরেছিল । নানা প্রতিকূলতা ডিঙিয়ে নারীসমাজ শিক্ষার আহ্বানে ক্রমশ সাড়া দিতে শুরু করেছিল অতি ধীরে । মুসলমান নারীদের জন্য একমাত্র বেগম রােকেয়া কিছুটা আলাে ছড়াতে সক্ষম হয়েছিলেন এবং তিনি নিজে ঘর থেকে বের হয়ে মুসলিম নারীদের সচেতন করার প্রয়াস চালিয়েছিলেন । 
নারীশিক্ষার প্রয়ােজনীয়তা : শিক্ষাই জাতির উন্নতির মূল হাতিয়ার । এ হাতিয়ার পূর্ণাঙ্গ শক্তির হতে হলে প্রয়ােজন দেশের বিপুল পরিমাণ নারীকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা । জাতীয় জীবনে পুরুষের মতােই নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ । নারীদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করে রাখলে সুদক্ষ জনশক্তি হিসেবে তারা নিজেকে প্রস্তুত করতে পারবে না , ফলে জাতীয় উন্নয়ন ব্যাহত হবে । একজন নারী একজন মাও বটে । শিক্ষিত মা সন্তানের জন্য বড় প্রাপ্তি । মা যদি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হন তাহলে তার সন্তানদেরও উপযুক্ত রূপে গড়ে তুলতে পারেন ।
নারীর আত্মনির্ভরশীলতায় শিক্ষা : আত্মমর্যাদা বােধসম্পন্ন মানুষ মাত্রই আত্মনির্ভরশীল হতে চাইবে । নারী যদি তার আত্মসম্মানবােধকে অক্ষুন্ন রাখতে চায় তাহলে তার পক্ষে আত্মনির্ভরশীল হওয়া জরুরি । আর শিক্ষাই পারে একজন নারীকে আত্মনির্ভরশীল করতে । নারী উপার্জনক্ষম হতে পারলে তাকে অন্যের গলগ্রহ হতে হয় না । নারী শিক্ষা গ্রহণ করে পুরুষের সমকক্ষতা প্রমাণ করতে পারে । নিজ যােগ্যতার প্রমাণ রেখেই সে সম্মানজনক কর্মসংস্থানের নিশ্চয়তা বিধান করতে পারে , পরিবারে অর্থনৈতিক ভূমিকা পালন করতে পারে তাই নারীর আত্মনির্ভরশীলতায় শিক্ষা অন্যতম সহায়ক । 

নারী শিক্ষায় গৃহীত ব্যবস্থা : বিশ্বজুড়েই এখন নারী প্রগতির সম্প্রসারণ চলছে । আমাদের দেশের নারী এখনও বিশ্বের অন্যান্য দেশের নারীদের মতাে জাতীয় ক্ষেত্রে অবদান রাখতে পারছে না । উল্লেখ করার মতাে দু - একটি ক্ষেত্র বাদ দিলে এখনও নারীরা পিছিয়ে আছে বলেই প্রতীয়মান হয় । তাই নারীশিক্ষাকে ব্যাপকভাবে উৎসাহিত করার জন্য , তাদের স্বাচ্ছন্দ্যময় পাঠ গ্রহণের জন্য স্বতন্ত্র নারীশিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে । পাশাপাশি পুরুষদের সাথে নারীরাও যেন সমমর্যাদায় শিক্ষা লাভের সুযােগ পায় সেজন্য সহশিক্ষার ব্যবস্থাও রয়েছে । গ্রামীণ এলাকায় মেয়েদের শিক্ষাকে উৎসাহিত করার জন্য অবৈতনিক শিক্ষাব্যবস্থা প্রচলন করা হয়েছে । পাশাপাশি উপবৃত্তি প্রদানের মাধ্যমেও নারীর শিক্ষাগ্রহণকে সহজতর করা হয়েছে । ফলে নারীশিক্ষার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । 

নারীশিক্ষা উন্নয়নে বেসরকারি উদ্যোগ : সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থার বাইরেও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান , এনজিওসহ বিভিন্ন সংস্থা নারীশিক্ষার বিস্তারে পৃষ্ঠপােষকতা দিয়ে যাচ্ছে । অনেক এনজিও তৃণমূল পর্যায়ের মেয়ে শিশুদের শিক্ষাব্যবস্থার আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে । 
নারীশিক্ষা ও জাতীয় উন্নয়ন : একটি দেশের জাতীয় উন্নয়নের সাথে নারীশিক্ষা ওতপ্রােতভাবে জড়িত । জাতীয় উন্নয়ন বলতে একটি জাতির সামাজিক উন্নয়নকে বােঝায় , আর নারীরা এ সামগ্রিকতার বাইরে থাকতে পারে । নারীশিক্ষা যত বেশি বিস্তৃত হবে নারীরা তত বেশি আত্মনির্ভরশীল হবে এবং জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারবে । 

উপসংহার : জাতির অগ্রগতির জন্য চাই স্বচ্ছন্দ গতি । আর এ গতি জাতির অর্ধেক জনসমষ্টি নারীকে অচল রেখে সম্ভব নয় । তাদের সচল হতে হবে , হতে হবে পুরুষদের সহযাত্রী । তবেই সম্ভব হবে জাতীয় উন্নয়ন আর । | এর পূর্ব শর্তই হচ্ছে নারীশিক্ষার উন্নতি ।

নারীশিক্ষার গুরুত্ব 

Narishikkha Rochona

Tag: নারীশিক্ষা রচনা - নারীশিক্ষা,  Narishikkha Rochona, নারীশিক্ষার গুরুত্ব, নারীশিক্ষা কি, নারীশিক্ষা অনুচ্ছেদ রচনা, রচনা - নারীশিক্ষা 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post