কোনাে সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা
কোনাে সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তােমার থাকে তাহলে তাদের সব বই ধ্বংস করাে এবং সকল পণ্ডিতকে হত্যা করাে , তােমার উদ্দেশ্য সিদ্ধ হবে । লেখক , সাহিত্যিক ও পণ্ডিতরাই জাতির আত্মা । এ আত্মাকে যারা অবহেলা করে , তারা বাঁচে না । দেশকে বা জাতিকে উন্নত করতে চেষ্টা করলে , সাহিত্যের সাহায্যেই তা করতে হবে । মানব মঙ্গলের জন্যে যত অনুষ্ঠান আছে , তার মধ্যে এটাই প্রধান ও সম্পূর্ণ । জাতির ভেতর সাহিত্যের ধারা সৃষ্টি করাে , আর কিছুর আবশ্যকতা নেই ।
সারাংশ : সাহিত্য জাতির প্রাণশক্তি । লেখক , সাহিত্যিক ও পণ্ডিত ব্যক্তিরা জাতির বিবেক ও আত্মা । দেশ ও জাতির উন্নতি এদের ওপরই নির্ভরশীল । সাহিত্য ও সাহিত্যিকদের জাতীয় সম্পদরূপে মূল্যায়ন না করলে জাতীয় উন্নতি ও মানবকল্যাণ ব্যাহত হয় ।
Tag: সারাংশ - কোনাে সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা, কোনাে সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)