শৈশবে সদুপদেশ যাহার না রােচে
শৈশবে সদুপদেশ যাহার না রােচে ,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘােচে ।
চৈত্র মাসে চাষ দিয়া না বােনে বৈশাখে ,
কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে ?
সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম ,
ফল চাহে , সেও অতি নির্বোধ অধম ।
খেয়া তরী চলে গেলে বসে থাকে তীরে।
কিসে পার হবে , তরী না আসিলে ফিরে ?
সারমর্ম : জীবনকে সার্থক ও সুন্দর করতে হলে চাই নৈতিকতা শিক্ষা , গুরুজনের সদুপদেশ মানা এবং সময়ের কাজ সময়ে করা । শৈশবই সৎ ও ভালাে কাজের অভ্যাস গড়ে তােলার উপযুক্ত সময় । সেইসঙ্গে অভ্যাস করতে হবে সময় ও সুযােগের সদ্ব্যবহারের । কারণ সময় ও সুযােগ একবার চলে গেলে আর ফিরে আসে না ।
Tag: সারমর্ম - শৈশবে সদুপদেশ যাহার না রােচে, শৈশবে সদুপদেশ যাহার না রােচে সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)