সারমর্ম - নদী কভু পান নাহি করে নিজ জল


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


সারমর্ম - নদী কভু পান নাহি করে নিজ জল, নদী কভু পান নাহি করে নিজ জল সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের

নদী কভু পান নাহি করে নিজ জল


নদী কভু পান নাহি করে নিজ জল । 
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল । 
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান ; 
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্ন দান । 
স্বর্ণ করে নিজ রূপে অপরে শােভিত । 
বংশী করে নিজ সুরে অপরে মােহিত । 
শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে । 
সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে ।


সারমর্ম : প্রকৃতির প্রতিটি উপাদান অপরের কল্যাণে নিয়ােজিত । নদী , তরু , গাভী , কাষ্ঠ , স্বর্ণ , বংশী প্রভৃতি । নিজ উপযােগিতা দ্বারা মানুষের সেবা করে আসছে । অপরের কল্যাণসাধনই এদের মূল লক্ষ্য । তেমনি মানুষের উচিত প্রকৃতির এই শিক্ষা গ্রহণ করে অপরের কল্যাণে আত্ননিয়ােগ করা ।

Tag: সারমর্ম - নদী কভু পান নাহি করে নিজ জল, নদী কভু পান নাহি করে নিজ জল সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)