যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে
যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে ,
সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে ।
যে জাতি জীবনহারা অচল অসার
পদে পদে বাঁধে তারে জীর্ণ লােকাচার ।
সর্বজন সর্বক্ষণ চলে যেই পথে ,
তৃণ - গুল্ম সেথা নাহি জন্মে কোন মতে ।
যে জাতি চলে না কভু তারি পথ ধরে ,
তন্ত্র মন্ত্র সংহিতায় চরণ না সরে ।
সারমর্ম : গতিশীলতাই জাতির প্রাণশক্তি । কুসংস্কারাচ্ছন্নতা জাতীয় জীবনে স্থবিরতা নিয়ে আসে , জাতিকে সামনের দিকে অগ্রসর হতে বাধা দেয় । গতিশীল জাতির সামনে কোনাে বাধাই কার্যকর নয় । কাজেই পুরনাে ধ্যান ধারণা ও সংস্কারে আটকে না থেকে জাতিকে সামনের দিকে অগ্রসর হতে হবে ।
Tag: সারমর্ম - যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)