এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে
এসেছে নতুন শিশু ,
তাকে ছেড়ে দিতে হবে
স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ ,
মৃত আর ধ্বংসস্তুপ পিঠে চলে যেতে হবে
আমাদের চলে যাব —
তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবাে জঞ্জাল ।
এ বিশ্বকে এ শিশুর বাসযােগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ।
সারমর্ম : নতুনের আগমনে পুরাতনের প্রস্থান এটাই প্রকৃতির নিয়ম । আগামী প্রজন্মের জন্য এ পৃথিবীকে বাসযােগ্য ও অনুকূল করা আমাদের দায়িত্ব । পুরাতন পৃথিবীর ব্যর্থতা ও গ্লানি অপসারণ করে গড়তে হবে আনন্দময় নতুন সুন্দর পৃথিবী ।
Tag: সারমর্ম - এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে, এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)