সারমর্ম - কীসের তরে অশ্রু ঝরে


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


সারমর্ম - কীসের তরে অশ্রু ঝরে, কীসের তরে অশ্রু ঝরে সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের

কীসের তরে অশ্রু ঝরে


কীসের তরে অশ্রু ঝরে , 
কীসের লাগি দীর্ঘশ্বাস , 
হাস্যমুখে অদৃষ্টরে করব মােরা পরিহাস । 
রিক্ত যারা সর্বহারা , সর্বজয়ী বিশ্বে তারা , 
গর্বময়ী ভাগ্যদেবীর নয়কো তারা ক্রীতদাস , হাস্যমুখে অদৃষ্টরে করব মােরা পরিহাস । 
আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি চরি , 
আমরা দুঃখের বক্ৰমুখের চক্র দেখে ভয় না করি । 
ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয়বাদ্য , ছিন্ন 
আশার ধজা তুলে ভিন্ন করব নীল আকাশ । 
হাস্যমুখে অদৃষ্টরে করব মােরা পরিহাস । 


সারমর্ম : জগতে চলার পথে দুঃখ - কষ্ট আসবে । মানুষের উচিত একে প্রশ্রয় না দিয়ে সামনের দিকে এগিয়ে চলা । যারা অদৃষ্টকে উপহাস করে সামনে দিকে এগিয়ে যায় জগতে তারাই সফল হয় , তাদের হাতেই পৃথিবী নতুন রূপ লাভ করে ।

Tag: সারমর্ম - কীসের তরে অশ্রু ঝরে, কীসের তরে অশ্রু ঝরে সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)