পথ - পার্শ্বের ধর্ম - অট্টালিকা আজ পড় পড় হইয়াছে
পথ - পার্শ্বের ধর্ম - অট্টালিকা আজ পড় পড় হইয়াছে , তাহাকে ভাঙিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম , ঐ জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে । যে - ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে , তাহারা যদি সংস্কারাতীত হইয়া আমাদেরই মাথায় পড়িবার উপক্রম করে , তাহাকে ভাঙিয়া নতুন করিয়া গড়িবার দুঃসাহস আছে একা তরুণেরই । খােদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল , সে যত মােনাজাতই করুক , খােদা তাহা কবুল করিবেন না । খােদা হাত দিয়াছেন বেহেশত ও বেহেশতি চিজ অর্জন করিয়া লইবার জন্য , ভিখারীর মতাে হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয় ।
সারাংশ : প্রচলিত ধর্মীয় বিধিবিধান ও সংস্কারের জীর্ণ অট্টালিকায় চাপা পড়ে মানবধর্ম আজ ভূলুষ্ঠিত । এসব জড়তা ও কুংস্কারের মূলে কুঠারাঘাত করে জীবনকে সমৃদ্ধির পথে নেওয়াই হলাে তরুণের সাধনা । পরিশ্রম ও সাধনা দ্বারা খােদার দেওয়া নিয়ামত অর্জন করা উচিত ।
Tag: সারাংশ - পথ - পার্শ্বের ধর্ম - অট্টালিকা আজ পড় পড় হইয়াছে, সারাংশ - পথ - পার্শ্বের ধর্ম - অট্টালিকা আজ পড় পড় হইয়াছে সারাংশ পাঠ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ বইয়ের

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)